ঢাকা, সোমবার, ১৯ জানুয়ারি ২০২৬, ৫ মাঘ ১৪৩২

জানুয়ারিতেই ৪৬তম বিসিএসের চূড়ান্ত ফল সম্ভাবনা

২০২৬ জানুয়ারি ১৯ ১১:২৮:১৭

জানুয়ারিতেই ৪৬তম বিসিএসের চূড়ান্ত ফল সম্ভাবনা

নিজস্ব প্রতিবেদক: দীর্ঘদিনের অপেক্ষার অবসান ঘটতে যাচ্ছে ৪৬তম বিসিএসের হাজারো পরীক্ষার্থীর জীবনে। দেশের সবচেয়ে কাঙ্ক্ষিত সরকারি চাকরির এই নিয়োগ পরীক্ষার চূড়ান্ত ফল প্রকাশের দ্বারপ্রান্তে পৌঁছেছে সরকারি কর্ম কমিশন (পিএসসি)। সব প্রস্তুতি ঠিকঠাক থাকলে চলতি জানুয়ারি মাসের শেষ সপ্তাহেই ৩ হাজার ১৪০টি ক্যাডার পদে নিয়োগের চূড়ান্ত সুপারিশ প্রকাশ হতে পারে।

পিএসসি সূত্র জানায়, বর্তমানে ৪ হাজার ৫০ জন উত্তীর্ণ প্রার্থীর মৌখিক পরীক্ষা চলমান রয়েছে। একই সঙ্গে ফলাফল প্রকাশকে দ্রুততর করতে প্রশাসনিক অনুমোদন ও প্রযুক্তিগত প্রস্তুতি জোরেশোরে এগিয়ে নেওয়া হচ্ছে।

তিন ধাপের প্রতিযোগিতা ও অংশগ্রহণের চিত্র

৪৬তম বিসিএসের শুরু থেকেই প্রতিযোগিতা ছিল অত্যন্ত তীব্র। প্রিলিমিনারি পরীক্ষায় অংশ নিতে আবেদন করেছিলেন ৩ লাখ ৩৭ হাজার ৯৮৬ জন প্রার্থী। এর মধ্যে সারা দেশের বিভিন্ন বিভাগীয় শহরে অনুষ্ঠিত পরীক্ষায় অংশ নেন ২ লাখ ৫৪ হাজার ৫৬১ জন। পুনর্মূল্যায়নের পর প্রকাশিত প্রিলিমিনারি ফলাফলে ২১ হাজার ৩৯৭ জন প্রার্থী লিখিত পরীক্ষায় অংশগ্রহণের যোগ্যতা অর্জন করেন।

২০২৫ সালের জুলাই ও আগস্ট মাসে অনুষ্ঠিত লিখিত পরীক্ষার ফল প্রকাশ করা হয় ২৭ নভেম্বর। লিখিত পরীক্ষায় উত্তীর্ণদের মধ্য থেকে কারিগরি যাচাই শেষে ৪ হাজার ৫০ জন প্রার্থীকে মৌখিক পরীক্ষার জন্য চূড়ান্তভাবে মনোনীত করা হয়। ভাইভা শেষ হলে মেধাক্রম ও ক্যাডার পছন্দ অনুযায়ী চূড়ান্ত সুপারিশ প্রস্তুত করা হবে।

কোন ক্যাডারে কত নিয়োগ?

এই বিসিএসের মাধ্যমে মোট ৩ হাজার ১৪০ জন ক্যাডার কর্মকর্তা নিয়োগের ঘোষণা দেওয়া হয়েছিল। সর্বাধিক নিয়োগ হবে স্বাস্থ্য ক্যাডারে। এর মধ্যে সহকারী সার্জন পদে ১ হাজার ৬৮২ জন এবং সহকারী ডেন্টাল সার্জন পদে ১৬ জন নিয়োগ পাবেন।

অন্যান্য গুরুত্বপূর্ণ ক্যাডারে নিয়োগের সংখ্যা হলো—

শিক্ষা ক্যাডার: ৯২০ জন

প্রশাসন ক্যাডার: ২৭৪ জন

পুলিশ ক্যাডার: ৮০ জন

পররাষ্ট্র ক্যাডার: ১০ জন

এ ছাড়া বিভিন্ন কারিগরি ও পেশাগত ক্যাডারেও উল্লেখযোগ্য সংখ্যক প্রার্থীকে নিয়োগ দেওয়া হবে।

রেকর্ড সময়ে ফল প্রকাশের উদ্যোগ

পিএসসি জানিয়েছে, এবার লিখিত পরীক্ষার খাতা মূল্যায়নে আধুনিক ‘সার্কুলার ইভালুয়েশন সিস্টেম’ ব্যবহারের ফলে ফল প্রকাশে অভাবনীয় গতি এসেছে। যেখানে ৪৪তম বিসিএসের লিখিত ফল প্রকাশে সময় লেগেছিল প্রায় ১৫ মাস, সেখানে ৪৬তম বিসিএসের ক্ষেত্রে তিন মাসেরও কম সময়ে ফল প্রকাশ সম্ভব হয়েছে।

এ বিষয়ে পিএসসির চেয়ারম্যান অধ্যাপক মোবাশ্বের মোনেম বলেন, বিসিএস নিয়োগ প্রক্রিয়ার দীর্ঘসূত্রতা কমানোই বর্তমান কমিশনের অন্যতম লক্ষ্য। তিনি জানান, জানুয়ারি মাসের মধ্যেই ৪৬তম বিসিএসের চূড়ান্ত ফল প্রকাশ করে যোগ্য প্রার্থীদের দ্রুত কর্মজীবনে যুক্ত করার চেষ্টা চলছে।

এমজে/

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত