ঢাকা, রবিবার, ৩ আগস্ট ২০২৫, ১৯ শ্রাবণ ১৪৩২
আলিসের অবিশ্বাস্য চারে বিপিএল ফাইনালে চিটাগং কিংস
.jpg)
ডুয়া নিউজ : পায়ের চোটে মাঠ ছেড়েছিলেন চিটাগং কিংসের খেলোয়াড় আলিস আল ইসলাম। কিন্তু দুই বল পরই আবার ফিরতে হলো মাঠে। শেষ বলে যখন ৪ রান প্রয়োজন। ঠিক তখন মাঠে নেমে চিটাগং কিংসকে বিপিএল ফাইনালে তুললেন আলিস আল ইসলাম।
মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে বুধবার বিপিএলের দ্বিতীয় কোয়ালিফায়ারে খুলনা টাইগার্সকে হারিয়ে ২০১৩ সালের পর আবার ফাইনালে উঠেছে চিটাগং কিংস। ম্যাচের শেষ ওভারে দরকার ছিল ১৫ রান। সেখানে অসাধারণ ব্যাটিং করে দলকে জয় এনে দেন আলিস ও আরফাত সানি। মূলত স্পিনার হলেও, দুজনের ব্যাটেই জন্ম নেয় এই অবিশ্বাস্য গল্প।
মুশফিক হাসানের করা শেষ ওভারের প্রথম বলে বাউন্ডারি হাঁকান সানি। এরপর আরও তিন রান নিয়ে শেষ তিন বলে প্রয়োজন ছিল আট রান। তবে এর মধ্যেই চোট পান আলিস। মাঠ ছাড়তে হয় তাকে। তার জায়গায় ব্যাট করতে আসেন শরিফুল ইসলাম। প্রথম বলেই চার মেরে দিলেও পরের বলেই আউট হয়ে যান তিনি। এরপরই ব্যথা নিয়ে আবার মাঠে নামতে হয় আলিসকে।
শেষ বলে প্রয়োজন চার রান। কাভার অঞ্চল দিয়ে চার মেরে দলকে ফাইনালে তুললেন তিনি। ম্যাচ শেষে বলছিলেন, ‘শেষ বলে আমি আবার যখন ফিরে এলাম, সানি ভাইকে বলছিলাম, ’ভাই আসলেই দেখেন, কপালে যদি থাকে ছয় মেরে দেব।’ সানি ভাই বলছিলেন, ‘ছয় দরকার নেই, তুই চারই মার’ (হাসি)।’
পুরো ম্যাচেই নাটকীয়তা ছিল চরমে। ১৬৪ রানের লক্ষ্যে এক পর্যায়ে ১০৫ রানে ২ উইকেট হারানোর পর হঠাৎই ধসে পড়ে চিটাগং। ১২ রানের মধ্যে হারায় ৪ উইকেট। সেখান থেকেই আলিস ও সানির লড়াইয়ে ঘুরে দাঁড়ায় দল।
শেষ ওভারে দুই দফায় ১৬ বলে ৩০ রান যোগ করেন এই জুটি। ম্যাচসেরার পুরস্কার জেতা আলিস বলেন, ‘আমি আর সানি ভাই যখন ব্যাটিং করছিলাম, সানি ভাই আমাকে শুধু বলছিলেন, ‘আলিস বিশ্বাস রাখ। তোর ব্যাটিং আমি দেখেছি। তুই পারবি।’ বিশ্বাসের সেই জোরেই তো ফাইনালে উঠল চিটাগং।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ১১'শ শিক্ষার্থীকে বৃত্তি দিবে ঘুড্ডি ফাউন্ডেশন
- ভারতে ঢাবির দুই ছাত্রীর ছবি নিয়ে তোলপাড়, ক্ষোভ
- এক বহুজাতিকের ধাক্কায়ই কেঁপে উঠল শেয়ারবাজার
- দ্বিতীয় প্রান্তিকের ইপিএস প্রকাশ করেছে ১৪ কোম্পানি
- ইপিএস প্রকাশ করার তারিখ জানাল ১৫ প্রতিষ্ঠান
- ডিএনসিসির শিক্ষাবৃত্তি পাবে ২ হাজার শিক্ষার্থী
- ডিভিডেন্ড ঘোষণা করেছে ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স
- অস্বাভাবিক শেয়ার দাম: ডিএসইর সতর্কবার্তা জারি
- শেয়ারবাজারে বড়দের দাপট, ছোটদের পিছুটান
- ডিভিডেন্ড পেল দুই কোম্পানির বিনিয়োগকারীরা
- ডিভিডেন্ড ঘোষণা করেছে ৪ প্রতিষ্ঠান
- ২৭ জুলাই : শেয়ারবাজারের সেরা ১১ খবর
- বিকালে আসছে ১০ কোম্পানির ইপিএস
- ডিভিডেন্ড ঘোষণা করেছে ৭ প্রতিষ্ঠান
- স্কয়ার ফার্মার বাজার মূলধনে নতুন মাইলফলক