ঢাকা, রবিবার, ১৮ জানুয়ারি ২০২৬, ৪ মাঘ ১৪৩২

ম্যাজিস্ট্রেটকে হুমকি ও মব সৃষ্টির চেষ্টা

রুমিন ফারহানার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে ইউএনও’র চিঠি

২০২৬ জানুয়ারি ১৮ ২১:২১:৫২

রুমিন ফারহানার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে ইউএনও’র চিঠি

নিজস্ব প্রতিবেদক: ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের স্বতন্ত্র প্রার্থী ব্যারিস্টার রুমিন ফারহানা ও তার সহযোগীদের বিরুদ্ধে নির্বাহী ম্যাজিস্ট্রেটকে হুমকি প্রদান, আক্রমণাত্মক অঙ্গভঙ্গি এবং বিচারিক কাজে বাধা দেওয়ার অভিযোগে আইনানুগ ব্যবস্থা নিতে চিঠি দেওয়া হয়েছে। সহকারী রিটার্নিং অফিসার ও সরাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আবু বকর সরকার গত শনিবার (১৭ জানুয়ারি) নির্বাচনি অনুসন্ধান ও বিচারিক কমিটির কাছে এই চিঠি প্রেরণ করেন।

অভিযোগপত্রে উল্লেখ করা হয়েছে, সরাইলের নোয়াগাঁও ইউনিয়নের ইসলামপুর এলাকায় রুমিন ফারহানার নির্বাচনি সমাবেশে মোবাইল কোর্ট পরিচালনা করতে যান সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহরিয়া হাসান খান। সেখানে নির্বাচনি আচরণবিধি লঙ্ঘনের দায়ে প্রার্থীর এক সমর্থককে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়। এই ঘটনায় ক্ষিপ্ত হয়ে রুমিন ফারহানা এবং তার সহযোগীরা ম্যাজিস্ট্রেটের সঙ্গে অসৌজন্যমূলক ও বেয়াদবিপূর্ণ আচরণ করেন।

নথিতে বলা হয়েছে, রুমিন ফারহানা ম্যাজিস্ট্রেটের দিকে আঙুল উঁচিয়ে ইংরেজিতে বলেন, ‘দিজ ইজ দ্যা লাস্ট টাইম আই ওয়ার্নিং ইউ, আই উইল নট লিসেন টু দিজ।’ বাংলায় তিনি বলেন, ‘আপনি পারলে থামাই দেন, আজকে ভদ্রতা দেখাচ্ছি, নেক্সট টাইম কিন্তু এই ভদ্রতা করব না।’ একপর্যায়ে তিনি উপস্থিত জনতাকে উসকে দিয়ে ম্যাজিস্ট্রেটের বিরুদ্ধে মব সৃষ্টির চেষ্টা করেন এবং বলেন, ‘আমার এই মানুষ, এইখান থেকে বাইর হইতে পারবেন না... মাথায় রাইখেন।’

চিঠিতে আরও বলা হয়, রুমিন ফারহানার সমর্থক জুয়েল মিয়াসহ অন্যরা কর্মকর্তাদের সঙ্গে মারমুখী আচরণ করেন। এর আগেও গত ১১ জানুয়ারি একই প্রার্থীর এক সমর্থককে বিধি লঙ্ঘনের দায়ে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছিল। অর্থাৎ এক সপ্তাহের ব্যবধানে এটি দ্বিতীয় বিধি লঙ্ঘনের ঘটনা।

ম্যাজিস্ট্রেটের সঙ্গে এই অসৌজন্যমূলক আচরণের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হলে জনমনে বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি হয়। সরাইলের ইউএনও মো. আবু বকর সরকার জানান, একজন সরকারি কর্মকর্তাকে হুমকি ও বিচারিক কাজে বাধা দেওয়া গুরুতর অপরাধ। বিষয়টি আদালতের নজরে আনা হয়েছে এবং এখন আদালত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন।

এসপি

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত