ঢাকা, রবিবার, ১৮ জানুয়ারি ২০২৬, ৪ মাঘ ১৪৩২

নির্বাচনে সবার অংশগ্রহণ নিশ্চিত করাই কমিশনের মূল লক্ষ্য: সিইসি

২০২৬ জানুয়ারি ১৮ ২১:১৮:০৯

নির্বাচনে সবার অংশগ্রহণ নিশ্চিত করাই কমিশনের মূল লক্ষ্য: সিইসি

নিজস্ব প্রতিবেদক: নির্বাচনী প্রক্রিয়াকে আরও অন্তর্ভুক্তিমূলক ও বিশ্বাসযোগ্য করতে নির্বাচন কমিশন কোনো পক্ষের প্রতি ঝুঁকে না পড়ে আপিল শুনানি সম্পন্ন করেছে বলে দাবি করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। তিনি বলেন, সবার অংশগ্রহণ নিশ্চিত করাই কমিশনের মূল লক্ষ্য।

রোববার (১৮ জানুয়ারি) নির্বাচন ভবনে টানা নয় দিন ধরে চলা আপিল শুনানি শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন সিইসি। তিনি জানান, অংশগ্রহণমূলক নির্বাচনের স্বার্থেই স্বতন্ত্র প্রার্থীদের ক্ষেত্রে ১ শতাংশ ভোটারের সমর্থনের শর্ত শিথিল করা হয়েছে।

সিইসি বলেন, অনেকেই হয়তো কমিশনের সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন তুলবেন বা সমালোচনা করবেন। তবে স্বতন্ত্র প্রার্থীদের সমর্থনসূচক স্বাক্ষরের বিষয়টি কীভাবে শিথিল করা হয়েছে, তা সবাই দেখেছেন। এটি কোনো একক সিদ্ধান্ত নয়, বরং নির্বাচনকে সবার জন্য উন্মুক্ত রাখার প্রয়াস।

তিনি আরও বলেন, কমিশনের পক্ষ থেকে আমি স্পষ্ট করে বলতে চাই—আমরা কোনো ধরনের পক্ষপাতমূলক সিদ্ধান্ত নেইনি। দীর্ঘ বিচার-বিশ্লেষণ এবং আল্লাহর ওপর ভরসা রেখে প্রতিটি বিষয়ে সঠিক সিদ্ধান্তে পৌঁছানোর চেষ্টা করেছি।

আপিল শুনানিতে অংশ নেওয়া প্রার্থীদের আচরণ ও অংশগ্রহণের ভূয়সী প্রশংসা করেন সিইসি নাসির উদ্দিন। তিনি বলেন, প্রার্থীরা যেভাবে প্রশ্ন করেছেন এবং যুক্তিসংগতভাবে জবাব দিয়েছেন, তা দেখে তিনি মুগ্ধ হয়েছেন। আমাদের আলেম সমাজ একে ‘বাহাস’ বলে থাকেন—আপনাদের ধৈর্য ও শালীনতা প্রশংসার দাবি রাখে।

তিনি আরও যোগ করেন, সকাল থেকে রাত পর্যন্ত প্রার্থীরা ধৈর্য ধরে অপেক্ষা করেছেন, কেউ কেউ আমাদের আগেও উপস্থিত হয়েছেন। এই সহযোগিতা ছাড়া এত বড় প্রক্রিয়া সফল করা সম্ভব হতো না।

এদিকে নির্বাচন কমিশনার আবুল ফজল মো. সানাউল্লাহ জানান, ঋণখেলাপি প্রার্থীদের বিষয়ে ছাড় দিতে গিয়ে কমিশন মানসিকভাবে স্বস্তিতে ছিল না। তবে আইন যেহেতু তাদের প্রার্থিতা বৈধ রাখার সুযোগ দিয়েছে, তাই বাধ্য হয়েই সেই সিদ্ধান্ত নিতে হয়েছে বলে মন্তব্য করেন তিনি।

এমজে/

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত