ঢাকা, রবিবার, ১৮ জানুয়ারি ২০২৬, ৪ মাঘ ১৪৩২

নির্বাচনে পেশিশক্তির ব্যবহার আর চলবে না: স্বাস্থ্য উপদেষ্টা

২০২৬ জানুয়ারি ১৮ ২০:৫০:১৬

নির্বাচনে পেশিশক্তির ব্যবহার আর চলবে না: স্বাস্থ্য উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক: নির্বাচনে পেশিশক্তির ব্যবহার আর চলবে না উল্লেখ করে স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম বলেছেন, আসন্ন নির্বাচনে প্রতিটি ভোটকেন্দ্রে এবং পুলিশের কাছে সিসি ক্যামেরা থাকবে। কেউ যদি ভোট বাক্স দখল বা কোনো অনিয়মের চেষ্টা করে, তবে তা তাৎক্ষণিকভাবে ধরা পড়বে। এবার উৎসবমুখর ও নির্বিঘ্ন পরিবেশে ভোট হবে।

রোববার (১৮ জানুয়ারি) বিকেল সাড়ে ৫টায় নাটোর জেলা প্রশাসক কার্যালয়ের সামনে আসন্ন সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে ‘ভোটের গাড়ি’ কার্যক্রম পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

নূরজাহান বেগম বলেন, ২০২৪ সালের গণআন্দোলনের ফসল হলো আজকের এই পরিবর্তন। এই আন্দোলনে প্রায় ১৪ হাজার মানুষ আহত হয়েছে, অনেকে অঙ্গহানি ও দৃষ্টিশক্তি হারিয়েছে। আমরা এমন এক দেশ গড়তে চাই যেখানে দুর্নীতি, চাঁদাবাজি থাকবে না এবং শিক্ষার্থীরা মেধা অনুযায়ী চাকরি পাবে। এই লক্ষ্যেই এবারের গণভোট আয়োজন করা হচ্ছে।

রাষ্ট্রপতির ক্ষমার এখতিয়ার নিয়ে সংস্কারের বিষয়ে তিনি বলেন, "অতীতের অভিজ্ঞতা থেকে দেখা গেছে, ফ্যাসিস্ট বা দুর্বৃত্তদের সাজা হওয়ার পর রাষ্ট্রপতি তাদের ক্ষমা করে দেন। কিন্তু ভুক্তভোগী পরিবারের অনুমতি ছাড়া রাষ্ট্রপতির এমন ক্ষমতা থাকা উচিত নয়। আমরা এমন দেশ চাই যেখানে দুর্বৃত্তরা পার পাবে না।"

নারীদের ক্ষমতায়ন প্রসঙ্গে তিনি আক্ষেপ প্রকাশ করে বলেন, কর্মক্ষেত্রে নারীদের অংশগ্রহণ এখনো আশানুরূপ নয়। বিশেষ করে কলেজ-বিশ্ববিদ্যালয়ের অধ্যক্ষ পদে নারীদের সংখ্যা অনেক কম। এই বৈষম্য দূর করতে সবাইকে একমত হতে হবে।

নির্বাচন নিরপেক্ষ হবে জানিয়ে ভোটারদের প্রতি তার আহ্বান— "যিনি ভোট চাইতে আসবেন, তাকে শিক্ষা, স্বাস্থ্য ও কর্মসংস্থান নিয়ে তার পরিকল্পনা সম্পর্কে প্রশ্ন করুন। সবকিছু বুঝে-শুনে তবেই আপনাদের রায় দিন।"

পরে স্বাস্থ্য উপদেষ্টা নাটোর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলার কর্মকর্তাদের সঙ্গে এক মতবিনিময় সভায় যোগ দেন। সভায় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সচিব সাইদুর রহমান, নাটোরের জেলা প্রশাসক আসমা শাহীন, পুলিশ সুপার আবদুল ওয়াহাবসহ স্থানীয় প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এসপি

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত