ঢাকা, রবিবার, ১৮ জানুয়ারি ২০২৬, ৪ মাঘ ১৪৩২

এই বয়সেই মৃত্যুর পরোয়ানা মাথায় নিয়ে চলতে হচ্ছে: হাসনাত

২০২৬ জানুয়ারি ১৮ ১৮:৩৮:০০

এই বয়সেই মৃত্যুর পরোয়ানা মাথায় নিয়ে চলতে হচ্ছে: হাসনাত

নিজস্ব প্রতিবেদক: দেশের রাজনীতিতে তরুণদের অনিশ্চিত ও ঝুঁকিপূর্ণ বাস্তবতার চিত্র তুলে ধরে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ বলেছেন, যে বয়সে পরিবার নিয়ে নিশ্চিন্ত জীবন কাটানোর কথা, সেই বয়সেই রাজপথ ও আদালতের বারান্দায় মৃত্যুভয় মাথায় নিয়ে চলতে হচ্ছে। প্রতিদিন ঘর থেকে বের হওয়ার সময় নিশ্চিত থাকা যায় না, আবার নিরাপদে ফেরা হবে কি না।

রোববার (১৮ জানুয়ারি) কুমিল্লার দেবিদ্বার উপজেলার পৌর মিলনায়তনে অনুষ্ঠিত ‘নারীর ক্ষমতায়ন ও নারী শিক্ষার উন্নয়নে বেগম খালেদা জিয়ার ভূমিকা’ শীর্ষক আলোচনা সভায় অনলাইনে যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

হাসনাত আব্দুল্লাহ বলেন, সন্তান জানে না তার বাবা ঘরে ফিরবে কি না, স্ত্রী জানে না তার স্বামী জীবিত ফিরবে কি না। তিনি উল্লেখ করেন, হাদি ভাইয়ের সন্তান আর কোনোদিন তার বাবাকে ফিরে পাবে না—এটাই আজকের বাস্তবতা। এভাবেই ভয় আর শঙ্কার মধ্যে দিয়ে রাজনীতি করতে হচ্ছে তরুণদের।

সভায় উপস্থিত নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, এখানে কেউ এমপি-মন্ত্রী কিংবা সচিবের সন্তান নয়, সবাই সাধারণ খেটে খাওয়া মানুষের সন্তান। তারা সেই নাগরিক, যারা দেশের প্রয়োজনে রক্ত দিতে রাস্তায় নামে, দুর্নীতির বিরুদ্ধে সোচ্চার হয়। এই ‘ব্লাডি সিটিজেনদের’ রক্তের ওপরই বাংলাদেশ দাঁড়িয়ে আছে বলে মন্তব্য করেন তিনি।

তিনি আরও বলেন, দেশের ভবিষ্যৎ বিদেশি শক্তির হাতে তুলে দেওয়া যাবে না। এই সংগ্রাম কোনো একক দলের নয়, এটি আমাদের প্রজন্মের অস্তিত্ব রক্ষার লড়াই। তাই সবাইকে সচেতন ও ঐক্যবদ্ধ থাকতে হবে।

গত ১৭ বছরের রাজনৈতিক প্রেক্ষাপট তুলে ধরে হাসনাত আব্দুল্লাহ বলেন, এই সময়টা কখনোই সহজ ছিল না। ২০০৯ সালের পিলখানা হত্যাকাণ্ড, ২০১৩ সালের শাপলা চত্বরে গণহত্যা, ২০১৪ সালের ভোট ডাকাতি—সবকিছু মিলিয়ে ধারাবাহিক দমন-পীড়নের মধ্য দিয়েই আজকের অবস্থানে আসা। তিনি স্পষ্ট করে বলেন, দেবিদ্বারকে আর কখনোই কারও অর্থকেন্দ্র বা ‘মানি মেশিন’ হতে দেওয়া হবে না।

এমজে/

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত

আজকের বাজারে স্বর্ণের দাম (১৮ জানুয়ারি)

আজকের বাজারে স্বর্ণের দাম (১৮ জানুয়ারি)

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক বাজারে মূল্যবৃদ্ধির প্রভাবে দেশের স্বর্ণবাজারে আবারও বড় ধরনের উল্লম্ফন দেখা গেছে। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) বুধবার (১৪... বিস্তারিত