ঢাকা, রবিবার, ১৮ জানুয়ারি ২০২৬, ৪ মাঘ ১৪৩২

নেপালে বাংলাদেশ মেডিকেল এডুকেশন ফেয়ার অনুষ্ঠিত

২০২৬ জানুয়ারি ১৮ ১৭:৪৬:১৩

নেপালে বাংলাদেশ মেডিকেল এডুকেশন ফেয়ার অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক: নেপালের রাজধানী কাঠমান্ডুতে বাংলাদেশ মেডিকেল শিক্ষার সুযোগ প্রচারের উদ্দেশ্যে বাংলাদেশ মেডিকেল এডুকেশন ফেয়ার-২০২৬ অনুষ্ঠিত হয়েছে। মেলার আয়োজন করেছে কাঠমান্ডুর বাংলাদেশ দূতাবাস, সহযোগিতা করেছে বাংলাদেশ প্রাইভেট মেডিকেল কলেজ অ্যাসোসিয়েশন (বিপিএমসিএ)।

মেলায় বাংলাদেশের ২০টি বেসরকারি মেডিকেল কলেজ অংশগ্রহণ করে। উপস্থিত নেপালি শিক্ষার্থী এবং তাদের অভিভাবকরা বিভিন্ন কলেজের শিক্ষাগত সুযোগ-সুবিধা, কোর্স কাঠামো এবং ভর্তি প্রক্রিয়া সম্পর্কে বিস্তারিত তথ্য সংগ্রহ করেন।

উদ্বোধনী অনুষ্ঠানে নেপালে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত দুই দেশের দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ও শিক্ষা খাতে ক্রমবর্ধমান সহযোগিতার ওপর গুরুত্বারোপ করেন। বিশেষ করে মেডিকেল শিক্ষায় দুই দেশের ঘনিষ্ঠ যোগাযোগ এবং যৌথ অগ্রগতির বিষয় তুলে ধরেন।

রাষ্ট্রদূত বলেন, উন্নতমানের শিক্ষা, বিস্তৃত ক্লিনিক্যাল প্রশিক্ষণ, সাশ্রয়ী টিউশন ফি এবং আন্তর্জাতিকভাবে স্বীকৃত ডিগ্রি বাংলাদেশের মেডিকেল শিক্ষা ব্যবস্থা আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য আকর্ষণীয় করে তুলেছে।

তিনি আরও বলেন, বাংলাদেশের কোর্স কারিকুলাম ও পরীক্ষা পদ্ধতি কানাডিয়ান সিস্টেম অনুসারে প্রণীত, যা দক্ষিণ এশিয়ার অন্যান্য দেশের তুলনায় শিক্ষাগত মান বেশি উন্নত। এছাড়া ভাষা ও সামাজিক পরিবেশের সাদৃশ্য নেপালি শিক্ষার্থীদের জন্য বাংলাদেশে পড়াশোনা আরও স্বাচ্ছন্দ্যময় করে তোলে।

রাষ্ট্রদূত আরও জানান, বাংলাদেশে শিক্ষার্থীরা বিভিন্ন রোগ নির্ণয় ও ক্লিনিক্যাল পর্যবেক্ষণের সুযোগ পায়, যা তাদের উন্নত চিকিৎসা দক্ষতা অর্জনে সহায়তা করে। উল্লেখযোগ্য সংখ্যক নেপালি চিকিৎসক বাংলাদেশ থেকে মেডিকেল শিক্ষা গ্রহণ করে বর্তমানে নেপালের স্বাস্থ্যখাতে গুরুত্বপূর্ণ অবদান রাখছেন।

এমজে/

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত

আজকের বাজারে স্বর্ণের দাম (১৮ জানুয়ারি)

আজকের বাজারে স্বর্ণের দাম (১৮ জানুয়ারি)

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক বাজারে মূল্যবৃদ্ধির প্রভাবে দেশের স্বর্ণবাজারে আবারও বড় ধরনের উল্লম্ফন দেখা গেছে। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) বুধবার (১৪... বিস্তারিত