ঢাকা, রবিবার, ১৮ জানুয়ারি ২০২৬, ৪ মাঘ ১৪৩২

নকল দলিল ঠেকাতে সরকারের কড়া নির্দেশনা

২০২৬ জানুয়ারি ১৮ ১৫:৪২:০০

নকল দলিল ঠেকাতে সরকারের কড়া নির্দেশনা

নিজস্ব প্রতিবেদক: ভূমিসেবার ডিজিটাল ব্যবস্থাকে অপব্যবহার করে জাল দাখিলা, খতিয়ান ও ডিসিআর তৈরির মাধ্যমে প্রতারণার ঘটনা বেড়ে যাওয়ায় দেশবাসীকে সতর্ক করেছে ভূমি মন্ত্রণালয়। এ ধরনের জাল কাগজপত্র শনাক্ত এবং নিরাপদ ভূমি সেবা নিশ্চিত করতে কেবলমাত্র সরকারের নির্ধারিত ‘ভূমি’ (Bhumi) অ্যাপ ব্যবহার করে কিউআর কোড যাচাই করার নির্দেশনা দেওয়া হয়েছে।

রোববার (১৮ জানুয়ারি) এ সংক্রান্ত একটি গণবিজ্ঞপ্তি জারি করে ভূমি মন্ত্রণালয় বিষয়টি জানায়।

গণবিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, ভূমিসেবা সিস্টেমের আদলে কিউআর কোড সংযুক্ত করে সংঘবদ্ধ প্রতারক চক্র দাখিলা, খতিয়ান ও ডিসিআরের নকল কপি তৈরি করছে। এসব ভুয়া কাগজপত্র দেখিয়ে সাধারণ মানুষকে বিভ্রান্ত করে আর্থিক ও আইনি ক্ষতির মুখে ফেলছে চক্রটি।

এ ধরনের প্রতারণামূলক কর্মকাণ্ড প্রচলিত আইন অনুযায়ী শাস্তিযোগ্য অপরাধ উল্লেখ করে মন্ত্রণালয় জানায়, নাগরিকদের জন্য সহজ, নিরাপদ ও নির্ভরযোগ্য ভূমি সেবা নিশ্চিত করতে সরকারিভাবে ‘ভূমি’ নামের একটি মোবাইল অ্যাপ চালু করা হয়েছে। অ্যাপটি অ্যান্ড্রয়েড ও আইওএস—উভয় প্ল্যাটফর্মেই ব্যবহারযোগ্য।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, দাখিলা, খতিয়ান কিংবা ডিসিআরে সংযুক্ত কিউআর কোড যাচাইয়ের ক্ষেত্রে অবশ্যই ‘ভূমি’ অ্যাপের ভেতরের কিউআর স্ক্যানার ব্যবহার করতে হবে। অন্য কোনো থার্ড পার্টি স্ক্যানার দিয়ে কিউআর কোড যাচাই না করার জন্য সবাইকে অনুরোধ জানানো হয়েছে।

কিউআর কোড স্ক্যান করার সময় যদি কোনো অসঙ্গতি, তথ্যগত ত্রুটি বা সন্দেহজনক কিছু দেখা যায়, কিংবা প্রদর্শিত তথ্য ভুয়া বলে মনে হয়, সে ক্ষেত্রে তাৎক্ষণিকভাবে ভূমি মন্ত্রণালয়ের হটলাইন নম্বর ১৬১২২-এ যোগাযোগ করার আহ্বান জানানো হয়েছে।

ভূমি মন্ত্রণালয় আরও জানিয়েছে, ভুয়া বা নকল দাখিলা, খতিয়ান ও ডিসিআর তৈরি, সরবরাহ বা ব্যবহার করার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে প্রচলিত আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

এমজে/

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত

আজকের বাজারে স্বর্ণের দাম (১৮ জানুয়ারি)

আজকের বাজারে স্বর্ণের দাম (১৮ জানুয়ারি)

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক বাজারে মূল্যবৃদ্ধির প্রভাবে দেশের স্বর্ণবাজারে আবারও বড় ধরনের উল্লম্ফন দেখা গেছে। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) বুধবার (১৪... বিস্তারিত