ঢাকা, শনিবার, ১৭ জানুয়ারি ২০২৬, ৩ মাঘ ১৪৩২
জ্বালানি মহাপরিকল্পনা ২০২৫ বাতিলের দাবিতে শাহবাগে নাগরিক সমাজের প্রতিবাদ
পার্থ হক
রিপোর্টার
পার্থ হক: অন্তর্বর্তীকালীন সরকারের প্রস্তাবিত ২৫ বছর মেয়াদি ‘জ্বালানি ও বিদ্যুৎ মহাপরিকল্পনা ২০২৫’ (IEPMP 2025)-কে জনবিরোধী ও অস্বচ্ছ আখ্যা দিয়ে তা বাতিলের দাবি জানিয়েছে নাগরিক সমাজ। শনিবার (১৭ জানুয়ারি) বিকেলে রাজধানীর শাহবাগে এক প্রতিবাদ কর্মসূচির মাধ্যমে তারা এই দাবি জানান। নাগরিক প্রতিনিধিদের অভিযোগ, বর্তমান সরকার এই পরিকল্পনা প্রণয়নে পূর্ববর্তী স্বৈরাচারী সরকারের মতোই অস্বচ্ছতা ও জনবিচ্ছিন্নতার পথ অনুসরণ করছে।
‘বাংলাদেশের প্রতিবেশ ও উন্নয়ন কর্মজোট’ (বিডব্লিউজিইডি)-এর উদ্যোগে আয়োজিত এই কর্মসূচিতে উপকূলীয় জীবনযাত্রা ও পরিবেশ কর্মজোট (ক্লিন), আমরাই আগামী, ইথিক্যাল ট্রেডিং ইনিশিয়েটিভ বাংলাদেশ (ইটিআই বাংলাদেশ), রি-গ্লোবাল, সৌহার্দ ইয়ুথ ফাউন্ডেশন, সেইফটি অ্যান্ড রাইটস (এসআরএস), ওয়াটারকিপার্স ও শ্রমিক-নেতৃত্বাধীন ক্লাইমেট অ্যাকশন নেটওয়ার্ক (ওয়ার্কার ক্যান)-সহ বেশ কয়েকটি সংগঠন সহ-আয়োজক হিসেবে অংশ নেয়।
প্রতিবাদ সভায় বিডব্লিউজিইডি-এর সদস্য সচিব হাসান মেহেদী বলেন, “এই খসড়া পরিকল্পনা প্রণয়নে সাধারণ মানুষ, নাগরিক সমাজ ও স্বাধীন বিশেষজ্ঞদের সম্পূর্ণ উপেক্ষা করা হয়েছে। কোনো প্রকার জনশুনানি ছাড়াই এটি চূড়ান্ত করার চেষ্টা চলছে, যা বিগত সরকারের দায়মুক্তিমূলক নীতিরই প্রতিফলন। উচ্চ আদালতের নির্দেশ থাকা সত্ত্বেও কোনো অংশগ্রহণমূলক পরামর্শ প্রক্রিয়া অনুসরণ করা হয়নি।”
বক্তারা অভিযোগ করেন, এই মহাপরিকল্পনায় ‘এনার্জি ট্রানজিশন’-এর কথা বলা হলেও বাস্তবে নবায়নযোগ্য জ্বালানির অংশ মাত্র ১৭ শতাংশ, যা কাগজে-কলমে ৪৪ শতাংশ দেখানো হয়েছে। অন্যদিকে গ্যাসভিত্তিক বিদ্যুৎকেন্দ্রের সক্ষমতা ১৫.৮ গিগাওয়াট থেকে বাড়িয়ে ২৫.২ গিগাওয়াট করার প্রস্তাব করা হয়েছে। ২৫ বছর পরও দেশ এলএনজি, কয়লা ও তেলের ওপর ৫০ শতাংশ নির্ভরশীল থাকবে, যা জাতীয় জ্বালানি নিরাপত্তার জন্য চরম ঝুঁকিপূর্ণ।
নাগরিক সমাজের প্রতিনিধিরা আরও উল্লেখ করেন, এই পরিকল্পনা অনুযায়ী ২০৫০ সালে বাংলাদেশের কার্বন নির্গমন হবে ১৮৬.৩ MtCO₂e। এটি প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস ঘোষিত ‘শূন্য কার্বন’ বা ‘থ্রি জিরো’ দর্শনের সঙ্গে সম্পূর্ণ সাংঘর্ষিক। এছাড়া হাইড্রোজেন ও কার্বন ক্যাপচারের মতো ব্যয়বহুল ও পরীক্ষামূলক প্রযুক্তি ব্যবহারের প্রস্তাব দেশকে নতুন ঋণ ও ভর্তুকির সংকটে ফেলবে।
বিক্ষোভ সমাবেশ থেকে উত্থাপিত প্রধান দাবিগুলো হলো:
১. অবিলম্বে জ্বালানি ও বিদ্যুৎ মহাপরিকল্পনা ২০২৫ (IEPMP 2025) স্থগিত ও বাতিল করা।
২. বিশেষজ্ঞ ও জনগণের অংশগ্রহণে স্বচ্ছ ও অন্তর্ভুক্তিমূলক নতুন পরামর্শ প্রক্রিয়া শুরু করা।
৩. জীবাশ্ম জ্বালানির নির্ভরতা কমিয়ে ১০০% নবায়নযোগ্য জ্বালানির বাস্তবসম্মত রোডম্যাপ প্রণয়ন করা।
৪. ন্যায্য ও পরিবেশবান্ধব জ্বালানি রূপান্তরের ভিত্তিতে নতুন পরিকল্পনা গ্রহণ করা।
অন্যথায় এই পরিকল্পনাটি বাংলাদেশের ইতিহাসে একটি অস্বচ্ছ ও জনস্বার্থ বিরোধী দলিল হিসেবে চিহ্নিত হয়ে থাকবে বলে হুঁশিয়ারি দেন নাগরিক প্রতিনিধিরা।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- চলছে রাজশাহী ওয়ারিয়র্স বনাম সিলেট টাইটান্সের ম্যাচ-দেখুন সরাসরি (LIVE)
- ঢাকা বনাম রাজশাহী: ২৩ বল হাতে রেখেই জয়-দেখুন ফলাফল
- চলছে রাজশাহী ওয়ারিয়র্স বনাম ঢাকা ক্যাপিটালসের খেলা-সরাসরি দেখুন (LIVE)
- চিকিৎসা জগতের আলোকবর্তিকা ডা. কোহিনূর আহমেদ আর নেই
- সিলেট টাইটানস বনাম রংপুর রাইডার্স- খেলাটি সরাসরি দেখুন (LIVE)
- শেয়ারবাজার স্থিতিশীলতায় বড় পদক্ষেপ নিল বিএসইসি
- বেগম খালেদা জিয়ার সমাধিতে ঢাবি অ্যালামনাইয়ের শ্রদ্ধা
- নির্বাচনের পর বাজার আরও স্থিতিশীল হবে বলে আশা সংশ্লিষ্টদের
- মিশ্র সূচকের মধ্যেও বাজারে আশাবাদ অব্যাহত
- মিরাকল ইন্ডাস্ট্রিজের লোকসানের পাল্লা আরও ভারী হলো
- প্রত্যাশার বাজারে সূচকের উত্থান অব্যাহত
- রোববার দর পতনের শীর্ষ কোম্পানির ভেতরের গল্প
- ১০ লাখ শেয়ার কেনার ঘোষণা দিলেন কোম্পানির পরিচালক
- ডিএসইএক্স ও ডিএস-৩০ সূচকে বড় রদবদল
- সূচক কমলেও স্বস্তিতে বাজার, লেনদেন বেড়েছে