ঢাকা, শনিবার, ১৭ জানুয়ারি ২০২৬, ৩ মাঘ ১৪৩২
৩৮ পদে নিয়োগ দিচ্ছে নেত্রকোনা বিশ্ববিদ্যালয়
নিজস্ব প্রতিবেদক: নেত্রকোনা বিশ্ববিদ্যালয়ে একযোগে শিক্ষক ও প্রশাসনিক জনবল নিয়োগের উদ্যোগ নেওয়া হয়েছে। বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন একাডেমিক বিভাগ ও দপ্তরে মোট ৩৮টি শূন্য পদে নিয়োগ দিতে সম্প্রতি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। এর মধ্যে শিক্ষক পদে নিয়োগ দেওয়া হবে ২৩ জনকে, আর প্রশাসনিক ক্যাটাগরিতে ১৫টি পদে জনবল নেওয়া হবে।
বিজ্ঞপ্তি অনুযায়ী, শিক্ষক নিয়োগের আওতায় সহযোগী অধ্যাপক, সহকারী অধ্যাপক ও প্রভাষক পদে জনবল নেওয়া হবে। ইতিহাস ও প্রত্নতত্ত্ব, আন্তর্জাতিক সম্পর্ক, উন্নয়ন অধ্যয়ন, হিসাববিজ্ঞান এবং তড়িৎ ও ইলেকট্রনিক প্রকৌশল বিভাগে এসব নিয়োগ দেওয়া হবে।
সহযোগী অধ্যাপক পদে মোট পাঁচটি বিভাগে একজন করে নিয়োগ দেওয়া হবে, যা চতুর্থ গ্রেডভুক্ত। সহকারী অধ্যাপক পদে সাতটি বিভাগে মোট সাতজন নিয়োগ পাবেন, যাদের গ্রেড নির্ধারিত হয়েছে ষষ্ঠ। এছাড়া প্রভাষক পদে পাঁচটি বিভাগে মোট দশজন এবং সাধারণ শিক্ষা বিভাগ (GED)-এর অধীনে গণিত, পদার্থবিজ্ঞান ও পরিসংখ্যান বিষয়ে তিনজন প্রভাষক নিয়োগ দেওয়া হবে সবগুলোই নবম গ্রেডের।
একই সঙ্গে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক কার্যক্রম জোরদার করতে বিভিন্ন দপ্তরে জনবল নিয়োগ দেওয়া হবে। এর মধ্যে পরিচালক (পরিকল্পনা ও উন্নয়ন) পদে একজন, উপপরিচালক (অর্থ ও হিসাব) পদে একজন, প্রশাসনিক কর্মকর্তা একজন, অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর দুইজন, অফিস সহায়ক তিনজন এবং নিরাপত্তা প্রহরী সাতজন নিয়োগের কথা উল্লেখ করা হয়েছে। এসব পদের গ্রেড তৃতীয় থেকে বিংশতম পর্যন্ত নির্ধারিত।
আগ্রহী প্রার্থীদের ডাকযোগে অথবা সরাসরি রেজিস্ট্রার দপ্তর, নেত্রকোনা বিশ্ববিদ্যালয়, নেত্রকোনা-২৪০০ ঠিকানায় আবেদনপত্র পাঠাতে হবে। নিয়োগসংক্রান্ত শর্তাবলি, যোগ্যতা ও অন্যান্য বিস্তারিত তথ্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে পাওয়া যাবে।
আবেদনের শর্তাবলিসহ বিস্তারিত তথ্য ওয়েবসাইটে (https://neu.ac.bd/recruitment-১৮) পাওয়া যাবে।
বিজ্ঞপ্তি দেখতেএখানে ক্লিক করুন।
নিয়োগ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, আগামী ৩০ জানুয়ারি ২০২৬ পর্যন্ত আবেদন গ্রহণ করা হবে। নির্ধারিত সময়ের পর কোনো আবেদন গ্রহণযোগ্য হবে না।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- চলছে রাজশাহী ওয়ারিয়র্স বনাম সিলেট টাইটান্সের ম্যাচ-দেখুন সরাসরি (LIVE)
- ঢাকা বনাম রাজশাহী: ২৩ বল হাতে রেখেই জয়-দেখুন ফলাফল
- চলছে রাজশাহী ওয়ারিয়র্স বনাম ঢাকা ক্যাপিটালসের খেলা-সরাসরি দেখুন (LIVE)
- চিকিৎসা জগতের আলোকবর্তিকা ডা. কোহিনূর আহমেদ আর নেই
- সিলেট টাইটানস বনাম রংপুর রাইডার্স- খেলাটি সরাসরি দেখুন (LIVE)
- শেয়ারবাজার স্থিতিশীলতায় বড় পদক্ষেপ নিল বিএসইসি
- ডিভিডেন্ড পেতে হলে নজর রাখুন ২ কোম্পানির রেকর্ড ডেটে
- বেগম খালেদা জিয়ার সমাধিতে ঢাবি অ্যালামনাইয়ের শ্রদ্ধা
- নির্বাচনের পর বাজার আরও স্থিতিশীল হবে বলে আশা সংশ্লিষ্টদের
- মিশ্র সূচকের মধ্যেও বাজারে আশাবাদ অব্যাহত
- মিরাকল ইন্ডাস্ট্রিজের লোকসানের পাল্লা আরও ভারী হলো
- সাপ্তাহিক লেনদেন বৃদ্ধিতে শীর্ষে ৬ বড় খাত
- প্রত্যাশার বাজারে সূচকের উত্থান অব্যাহত
- ডিভিডেন্ড অনুমোদনে সপ্তাহজুড়ে ৩ কোম্পানিরএজিএম
- রোববার দর পতনের শীর্ষ কোম্পানির ভেতরের গল্প