ঢাকা, শুক্রবার, ১৬ জানুয়ারি ২০২৬, ২ মাঘ ১৪৩২
রায়েরবাজারের ৮ অজ্ঞাত শহীদের পরিচয় শনাক্ত করেছে সিআইডি
নিজস্ব প্রতিবেদক: জুলাই গণ-অভ্যুত্থানের পর দীর্ঘ দেড় বছর ধরে যারা নিখোঁজ ছিলেন কিংবা পরিচয়হীনভাবে দাফন হয়েছিলেন, ডিএনএ প্রোফাইলিংয়ের মাধ্যমে অবশেষে তেমন ৮ জন শহীদের পরিচয় শনাক্ত করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।
শুক্রবার (১৬ জানুয়ারি) রাজধানীর রায়েরবাজার কবরস্থানে আয়োজিত এক অনুষ্ঠানে শনাক্ত হওয়া শহীদদের নাম-ঠিকানা প্রকাশ করা হয় এবং পরিবারের কাছে তাদের কবর বুঝিয়ে দেওয়া হয়।
সিআইডি প্রধান অতিরিক্ত আইজিপি মো. ছিবগাত উল্লাহ জানান, আদালতের নির্দেশ ও মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে রায়েরবাজার কবরস্থান থেকে ১১৪টি অজ্ঞাত মরদেহ উত্তোলন করে ময়নাতদন্ত ও ডিএনএ নমুনা সংগ্রহ করা হয়েছিল। ৯টি পরিবারের দেওয়া নমুনার ভিত্তিতে এখন পর্যন্ত ৮ জনের পরিচয় নিশ্চিত হওয়া গেছে। বাকিদের শনাক্তকরণ প্রক্রিয়া এখনো চলমান।
শনাক্ত হওয়া ৮ শহীদের পরিচয়:
১. মো. মাহিন মিয়া (২৫): পিতা-গাজী মামুদ, মাতা-জোসনা বেগম। গ্রাম-ফুলপুর, ময়মনসিংহ। মৃত্যু: ১৮ জুলাই ২০২৪।
২. আসাদুল্লাহ: পিতা-আব্দুল মালেক, মাতা-আয়েশা বেগম। গ্রাম-শ্রীবরদী, শেরপুর। মৃত্যু: ১৯ জুলাই ২০২৪।
৩. পারভেজ বেপারী: পিতা-সবুজ বেপারী, মাতা-শামসুন্নাহার। গ্রাম-বারোহাতিয়া, মতলব, চাঁদপুর। মৃত্যু: ১৯ জুলাই ২০২৪।
৪. রফিকুল ইসলাম: পিতা-মৃত আব্দুল জব্বার সিকদার। গ্রাম-সাতকাছিমা, নাজিরপুর, পিরোজপুর। মৃত্যু: ১৯ জুলাই ২০২৪।
৫. সোহেল রানা: পিতা-মো. লাল মিয়া, মাতা-রাশেদা বেগম। গ্রাম-লৌহজং, মুন্সীগঞ্জ। মৃত্যু: জুলাই ২০২৪।
৬. রফিকুল ইসলাম: পিতা-মৃত খোরশেদ আলম। গ্রাম-ফেনী সদর, ফেনী। মৃত্যু: ১৯ জুলাই ২০২৪।
৭. ফয়সাল সরকার: পিতা-শফিকুল ইসলাম। গ্রাম-কাচিমারা, দেবিদ্বার, কুমিল্লা। মৃত্যু: ২২ জুলাই ২০২৪।
৮. কাবিল হোসেন (৫৮): পিতা-মৃত বুলু মিয়া, মাতা-শামেনা বেগম। ঠিকানা-মুগদা, ঢাকা। মৃত্যু: ২ আগস্ট ২০২৪।
অনুষ্ঠানে উপস্থিত শহীদ পরিবারের সদস্যরা ১৮ মাস পর প্রিয়জনের কবরের সন্ধান পেয়ে কান্নায় ভেঙে পড়েন। সেখানে এক হৃদয়বিদারক পরিস্থিতির সৃষ্টি হয়। অনুষ্ঠানে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ফারুক-ই-আজম বীর প্রতীক, গৃহায়ন ও গণপূর্ত উপদেষ্টা আদিলুর রহমান খান এবং স্বাস্থ্য মন্ত্রণালয়ের বিশেষ সহকারী অধ্যাপক ডা. সায়েদুর রহমান বক্তব্য রাখেন।
আন্তর্জাতিক মানদণ্ড ও ফরেনসিক প্রক্রিয়া:
সিআইডি জানিয়েছে, পুরো প্রক্রিয়াটি আন্তর্জাতিক ‘মিনেসোটা প্রটোকল’ অনুসরণ করে অত্যন্ত স্বচ্ছতার সাথে সম্পন্ন করা হয়েছে। জাতিসংঘ মানবাধিকার কমিশনের সহায়তায় আন্তর্জাতিক ফরেনসিক বিশেষজ্ঞ ড. মরিস টিডবল-বিঞ্জ এবং ড. লুইস ফন্ডেব্রিডারের দিকনির্দেশনায় সিআইডির ফরেনসিক ও ডিএনএ টিম এই কার্যক্রম পরিচালনা করে। গত ৭ থেকে ২৭ ডিসেম্বর ২০২৫ পর্যন্ত রায়েরবাজারে অস্থায়ী মর্গ স্থাপন করে ১১৪টি মরদেহের নমুনা সংগ্রহ করা হয়েছিল।
সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, নিখোঁজ সকল শহীদের সঠিক হিসাব না পাওয়া এবং তাদের পরিচয় নিশ্চিত করে পরিবারের কাছে ফিরিয়ে না দেওয়া পর্যন্ত এই শনাক্তকরণ প্রক্রিয়া অব্যাহত থাকবে। এটি বাংলাদেশে মানবাধিকারভিত্তিক তদন্তের ক্ষেত্রে একটি মাইলফলক হিসেবে চিহ্নিত হয়ে থাকবে।
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- চলছে রাজশাহী ওয়ারিয়র্স বনাম সিলেট টাইটান্সের ম্যাচ-দেখুন সরাসরি (LIVE)
- ঢাকা বনাম রাজশাহী: ২৩ বল হাতে রেখেই জয়-দেখুন ফলাফল
- চলছে রাজশাহী ওয়ারিয়র্স বনাম ঢাকা ক্যাপিটালসের খেলা-সরাসরি দেখুন (LIVE)
- চিকিৎসা জগতের আলোকবর্তিকা ডা. কোহিনূর আহমেদ আর নেই
- সিলেট টাইটানস বনাম রংপুর রাইডার্স- খেলাটি সরাসরি দেখুন (LIVE)
- শেয়ারবাজার স্থিতিশীলতায় বড় পদক্ষেপ নিল বিএসইসি
- ডিভিডেন্ড পেতে হলে নজর রাখুন ২ কোম্পানির রেকর্ড ডেটে
- নির্বাচনের পর বাজার আরও স্থিতিশীল হবে বলে আশা সংশ্লিষ্টদের
- বেগম খালেদা জিয়ার সমাধিতে ঢাবি অ্যালামনাইয়ের শ্রদ্ধা
- মিশ্র সূচকের মধ্যেও বাজারে আশাবাদ অব্যাহত
- মিরাকল ইন্ডাস্ট্রিজের লোকসানের পাল্লা আরও ভারী হলো
- সাপ্তাহিক লেনদেন বৃদ্ধিতে শীর্ষে ৬ বড় খাত
- প্রত্যাশার বাজারে সূচকের উত্থান অব্যাহত
- ডিভিডেন্ড অনুমোদনে সপ্তাহজুড়ে ৩ কোম্পানিরএজিএম
- রোববার দর পতনের শীর্ষ কোম্পানির ভেতরের গল্প