ঢাকা, শুক্রবার, ১৬ জানুয়ারি ২০২৬, ২ মাঘ ১৪৩২

উপদেষ্টা আদিলুর

'জুলাই সনদ পাস হলে ফ্যাসিবাদ চিরতরে বিদায় নেবে'

২০২৬ জানুয়ারি ১৬ ২১:৩৫:৫৬

'জুলাই সনদ পাস হলে ফ্যাসিবাদ চিরতরে বিদায় নেবে'

নিজস্ব প্রতিবেদক: আসন্ন গণভোটের মাধ্যমে ‘জুলাই জাতীয় সনদ’ জনসমর্থনে পাস হলে বাংলাদেশ থেকে ফ্যাসিবাদ চিরতরে দূর হবে বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় উপদেষ্টা আদিলুর রহমান খান। তিনি বলেন, এই সনদটি গত জুলাইয়ের গণঅভ্যুত্থানে সাধারণ মানুষের আত্মত্যাগ ও লালিত স্বপ্নের প্রতিফলন।

বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) বিকেলে চট্টগ্রাম জেলা স্টেডিয়াম চত্বরে গণভোটের প্রচার কার্যক্রমের অংশ হিসেবে ‘সুপার ক্যারাভান’ (ভোটের গাড়ি) উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন।

উপদেষ্টা আদিলুর রহমান খান বলেন, "২০০৯ থেকে ২০২৪ সালের আগস্ট পর্যন্ত এ দেশের মানুষ গুম, খুন ও বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের ভয়াবহ শিকার হয়েছে। মানুষ তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেনি এবং অন্যায়ের বিরুদ্ধে বিচার চাওয়ার সাহসটুকুও হারিয়ে ফেলেছিল। দীর্ঘদিনের সেই পুঞ্জীভূত ক্ষোভ ও বঞ্চনারই স্বতঃস্ফূর্ত বহিঃপ্রকাশ ঘটেছে জুলাইয়ের ছাত্র-জনতার বিপ্লবের মাধ্যমে।"

বিপ্লবে নিহত ও আহতদের অবদানের কথা স্মরণ করে তিনি আরও বলেন, "ফ্যাসিবাদ হটানোর লড়াইয়ে অনেকে প্রাণ দিয়েছেন, অনেকে পঙ্গুত্ব বরণ করেছেন। সেই আত্মত্যাগের সার্থকতা নিহিত রয়েছে রাষ্ট্র সংস্কারের মধ্যে। জুলাই জাতীয় সনদ যদি গণভোটে জয়যুক্ত হয়, তবেই দেশে মানুষের মৌলিক অধিকার প্রতিষ্ঠিত হবে এবং স্বৈরাচারী ব্যবস্থার পুনরাবৃত্তি রোধ করা সম্ভব হবে।"

আসন্ন ১২ ফেব্রুয়ারির গণভোটে ‘হ্যাঁ’ ভোটের পক্ষে ব্যাপক জনমত গড়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, শুধু প্রচার গাড়ির ওপর নির্ভর করলে হবে না; সমাজের সব স্তরের সচেতন মানুষকে এই সংস্কারের গুরুত্ব সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতে হবে। প্রচারণার কার্যক্রম যেন শুধু শহরকেন্দ্রিক না থেকে প্রত্যন্ত গ্রামেও বিস্তৃত হয়, সে বিষয়ে তিনি গুরুত্বারোপ করেন।

অনুষ্ঠানে স্থানীয় সরকার বিভাগের সচিব মো. রেজাউল মাকছুদ জাহেদী, চট্টগ্রাম বিভাগীয় কমিশনার ড. মো. জিয়াউদ্দীন এবং জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞাসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। উল্লেখ্য, আগামী ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের দিনই এই গণভোট অনুষ্ঠিত হতে যাচ্ছে।

এসপি

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত