ঢাকা, শুক্রবার, ১৬ জানুয়ারি ২০২৬, ২ মাঘ ১৪৩২
ফয়েজ আহমদ তৈয়্যব
'যমুনা ও মেঘনা সেতুতেও আসবে ডি-টোল ব্যবস্থা'
নিজস্ব প্রতিবেদক: পদ্মা সেতুর ডিজিটাল টোল বা ‘ডি-টোল’ সেবা ক্যাশলেস বাংলাদেশ বিনির্মাণের পথে দেশটিকে এক ধাপ এগিয়ে দিয়েছে বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী (ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়) ফয়েজ আহমদ তৈয়্যব।
বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) সরকারি সফরে খুলনায় যাওয়ার পথে নিজে এই সেবা ব্যবহার এবং ট্যাগ রেজিস্ট্রেশন সেন্টারের কার্যক্রম পরিদর্শন শেষে তিনি এ কথা বলেন।
ফয়েজ আহমদ তৈয়্যব জানান, মানুষের যাতায়াত অভিজ্ঞতা আরও সহজ ও আধুনিক করতে এটি অন্তর্বর্তী সরকারের একটি যুগান্তকারী পদক্ষেপ। তিনি বলেন, “নগদ টাকায় টোল দেওয়ার সময় গাড়ির গতি কমিয়ে থামতে হয়, যা মূল্যবান সময় নষ্ট করে। কিন্তু ডি-টোল ব্যবস্থায় কোনো বিরতি ছাড়াই তাৎক্ষণিকভাবে টোল প্রসেসিং সম্ভব হচ্ছে, ফলে যান চলাচল যেমন স্বাভাবিক থাকছে, তেমনি সময়ও সাশ্রয় হচ্ছে।”
সরকারের ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরে বিশেষ সহকারী আরও জানান, পদ্মা সেতুর এই সফলতাকে দেশজুড়ে ছড়িয়ে দিতে যমুনা সেতু, মেঘনা-গোমতী সেতুসহ দেশের অন্যান্য বড় সেতুগুলোতেও পর্যায়ক্রমে ডি-টোল ব্যবস্থা চালু করা হবে। এর ফলে দেশের সকল মহাসড়ক ও সেতুতে একটি একীভূত বা ইন্টিগ্রেটেড ডিজিটাল টোলিং ব্যবস্থা গড়ে উঠবে।
বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের সহযোগিতায় ‘এসপায়ার টু ইনোভেট’ (এটুআই) নির্মিত এই ডি-টোল সিস্টেমের পাইলট কার্যক্রম গত বছরের ১৫ সেপ্টেম্বর শুরু হয়। এখন পর্যন্ত ছয় হাজারের বেশি যানবাহন এই সেবার আওতায় নিবন্ধিত হয়েছে এবং প্রায় ৪ কোটি টাকার টোল লেনদেন সম্পন্ন হয়েছে। বর্তমানে বিকাশ, নগদ, ট্যাপ এবং মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক, মিডল্যান্ড ব্যাংক, এনসিসি ব্যাংক ও প্রাইম ব্যাংকসহ সাতটি আর্থিক প্রতিষ্ঠান এই প্রক্রিয়ার সাথে যুক্ত রয়েছে।
উল্লেখ্য, এই সেবা গ্রহণের জন্য গ্রাহকদের আলাদা কোনো অ্যাপ বা নতুন অ্যাকাউন্টের প্রয়োজন নেই। বিদ্যমান মোবাইল ব্যাংকিং বা ব্যাংকিং অ্যাপ ব্যবহার করেই অত্যন্ত সহজে ডিজিটাল পদ্ধতিতে টোল পরিশোধ করা যাচ্ছে।
পরিদর্শনকালে এটুআই প্রকল্পের পরিচালক মোহাম্মদ আব্দুর রফিকসহ আইসিটি বিভাগ ও এটুআই-এর ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- নোয়াখালী এক্সপ্রেস বনাম রংপুর রাইডার্স: ম্যাচটি সরাসরি দেখুন (LIVE)
- ঢাকা বনাম রাজশাহী: ২৩ বল হাতে রেখেই জয়-দেখুন ফলাফল
- চলছে রাজশাহী ওয়ারিয়র্স বনাম ঢাকা ক্যাপিটালসের খেলা-সরাসরি দেখুন (LIVE)
- চিকিৎসা জগতের আলোকবর্তিকা ডা. কোহিনূর আহমেদ আর নেই
- রাজশাহী ওয়ারিয়র্স বনাম চট্টগ্রাম রয়্যালস: খেলাটি সরাসরি দেখুন (LIVE)
- সিলেট টাইটানস বনাম রংপুর রাইডার্স- খেলাটি সরাসরি দেখুন (LIVE)
- শেয়ারবাজার স্থিতিশীলতায় বড় পদক্ষেপ নিল বিএসইসি
- ডিভিডেন্ড পেতে হলে নজর রাখুন ২ কোম্পানির রেকর্ড ডেটে
- নির্বাচনের পর বাজার আরও স্থিতিশীল হবে বলে আশা সংশ্লিষ্টদের
- বেগম খালেদা জিয়ার সমাধিতে ঢাবি অ্যালামনাইয়ের শ্রদ্ধা
- মিশ্র সূচকের মধ্যেও বাজারে আশাবাদ অব্যাহত
- মিরাকল ইন্ডাস্ট্রিজের লোকসানের পাল্লা আরও ভারী হলো
- সাপ্তাহিক লেনদেন বৃদ্ধিতে শীর্ষে ৬ বড় খাত
- প্রত্যাশার বাজারে সূচকের উত্থান অব্যাহত
- ডিভিডেন্ড অনুমোদনে সপ্তাহজুড়ে ৩ কোম্পানিরএজিএম