ঢাকা, শুক্রবার, ১৬ জানুয়ারি ২০২৬, ১ মাঘ ১৪৩২
ঢাবির বাসে হা'মলা, আইনি পথে হাঁটছে ডাকসু
নিজস্ব প্রতিবেদক: রাজধানীর সায়েন্স ল্যাব মোড়ে সাত কলেজের শিক্ষার্থীদের অবরোধ চলাকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) বাসে ন্যাক্কারজনক হামলার ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু)। এই হামলায় জড়িতদের আইনের আওতায় আনতে শাহবাগ থানায় আনুষ্ঠানিক অভিযোগ দায়ের করার ঘোষণা দিয়েছে সংগঠনটি।
বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে আয়োজিত এক জরুরি সংবাদ সম্মেলনে ডাকসুর পক্ষ থেকে এই তথ্য জানানো হয়।
সংবাদ সম্মেলনে ডাকসুর সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক মুসাদ্দিক আলী ইবনে মোহাম্মদ বলেন, “ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাসের ওপর যারা হামলা চালিয়েছে, তারা প্রকৃত শিক্ষার্থী হতে পারে না। এরা শিক্ষার্থী নামের ‘পরগাছা’। সাত কলেজের দাবি-দাওয়া থাকলে তারা সরকারের কাছে বলবে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ওপর হামলা কেন? বাসে ছোঁড়া প্রতিটি পাথর আমাদের হৃদয়ে আঘাত করেছে।”
তিনি আরও অভিযোগ করেন, এই ঘটনায় বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থী ও একজন সাংবাদিকসহ ৭ জন আহত হলেও বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো দৃশ্যমান পদক্ষেপ দেখা যায়নি। ফলে শিক্ষার্থীদের নিরাপত্তা ও ন্যায়বিচারের স্বার্থে ডাকসু নিজ উদ্যোগে থানায় অভিযোগ দায়ের করার সিদ্ধান্ত নিয়েছে।
ডাকসুর কার্যনির্বাহী সদস্য আফসানা আক্তার বলেন, “সাত কলেজের সমস্যার যৌক্তিক সমাধান আমরাও চাই। কিন্তু তাদের একটি অংশ আমাদের প্রতিপক্ষ ভেবে আমাদের শিক্ষার্থীদের ওপর হামলা চালাচ্ছে, যা অত্যন্ত দুঃখজনক। এই দুষ্কৃতকারীদের অবিলম্বে শনাক্ত করে গ্রেফতার করতে হবে।”
উল্লেখ্য, বৃহস্পতিবার দুপুরে সায়েন্স ল্যাব এলাকায় সাত কলেজের শিক্ষার্থীদের অবরোধের মধ্যে পড়ে ঢাবির লেদার ইঞ্জিনিয়ারিং ইন্সটিটিউটের একটি বাস। এসময় আন্দোলনকারীদের ছোঁড়া ইটের আঘাতে বাসের জানালার কাচ ভেঙে বেশ কয়েকজন শিক্ষার্থী ও একজন সংবাদকর্মী আহত হন।
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- নোয়াখালী এক্সপ্রেস বনাম রংপুর রাইডার্স: ম্যাচটি সরাসরি দেখুন (LIVE)
- ঢাকা বনাম রাজশাহী: ২৩ বল হাতে রেখেই জয়-দেখুন ফলাফল
- চলছে রাজশাহী ওয়ারিয়র্স বনাম ঢাকা ক্যাপিটালসের খেলা-সরাসরি দেখুন (LIVE)
- চিকিৎসা জগতের আলোকবর্তিকা ডা. কোহিনূর আহমেদ আর নেই
- রাজশাহী ওয়ারিয়র্স বনাম চট্টগ্রাম রয়্যালস: খেলাটি সরাসরি দেখুন (LIVE)
- সিলেট টাইটানস বনাম রংপুর রাইডার্স- খেলাটি সরাসরি দেখুন (LIVE)
- শেয়ারবাজার স্থিতিশীলতায় বড় পদক্ষেপ নিল বিএসইসি
- ডিভিডেন্ড পেতে হলে নজর রাখুন ২ কোম্পানির রেকর্ড ডেটে
- নির্বাচনের পর বাজার আরও স্থিতিশীল হবে বলে আশা সংশ্লিষ্টদের
- বেগম খালেদা জিয়ার সমাধিতে ঢাবি অ্যালামনাইয়ের শ্রদ্ধা
- মিশ্র সূচকের মধ্যেও বাজারে আশাবাদ অব্যাহত
- মিরাকল ইন্ডাস্ট্রিজের লোকসানের পাল্লা আরও ভারী হলো
- সাপ্তাহিক লেনদেন বৃদ্ধিতে শীর্ষে ৬ বড় খাত
- ডিভিডেন্ড অনুমোদনে সপ্তাহজুড়ে ৩ কোম্পানিরএজিএম
- প্রত্যাশার বাজারে সূচকের উত্থান অব্যাহত