ঢাকা, বৃহস্পতিবার, ১৫ জানুয়ারি ২০২৬, ১ মাঘ ১৪৩২
এসএসসি ফরম পূরণে সময় বাড়াল ঢাকা বোর্ড
নিজস্ব প্রতিবেদক: ২০২৬ সালের এসএসসি পরীক্ষায় অংশ নিতে ইচ্ছুক শিক্ষার্থীদের ফরম পূরণের সময়সীমা বাড়িয়েছে ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড।
বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে বোর্ড জানায়, বিলম্ব ফিসহ এসএসসি পরীক্ষার ফরম পূরণের সময় আগামী ২৪ জানুয়ারি পর্যন্ত বাড়ানো হয়েছে। একই সঙ্গে অনলাইন প্ল্যাটফর্ম ‘সোনালী সেবা’র মাধ্যমে ফি পরিশোধের শেষ সময় নির্ধারণ করা হয়েছে ২৫ জানুয়ারি পর্যন্ত।
ঢাকা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক এস এম কামাল উদ্দিন হায়দারের সই করা বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, নির্ধারিত সময়ের মধ্যেই বোর্ডের আওতাধীন সব শিক্ষাপ্রতিষ্ঠানকে শিক্ষার্থীদের ফরম পূরণের কার্যক্রম সম্পন্ন করতে হবে। এ বিষয়ে কোনো ধরনের অবহেলা বরদাশত করা হবে না বলেও ইঙ্গিত দেওয়া হয়েছে।
এদিকে, ২০২৬ সালের এসএসসি ও সমমান পরীক্ষার পূর্ণাঙ্গ সময়সূচিও প্রকাশ করেছে ঢাকা বোর্ড। বোর্ড সূত্রে জানা গেছে, আগামী ২১ এপ্রিল থেকে সারাদেশে একযোগে শুরু হবে এসএসসি পরীক্ষা। প্রথম দিন অনুষ্ঠিত হবে বাংলা প্রথম পত্রের পরীক্ষা।
প্রকাশিত সূচি অনুযায়ী, লিখিত পরীক্ষা চলবে ২০ মে পর্যন্ত। এরপর বিরতির পর আগামী ৭ জুন থেকে শুরু হবে ব্যবহারিক পরীক্ষা, যা শেষ হবে ১৪ জুন। বোর্ড জানিয়েছে, মাঝখানে ছুটি থাকায় এবার ব্যবহারিক পরীক্ষা কিছুটা দেরিতে আয়োজন করা হচ্ছে।
উল্লেখ্য, গত বছর এসএসসি ও সমমান পরীক্ষা শুরু হয়েছিল ১০ এপ্রিল। সে তুলনায় এ বছর পরীক্ষা শুরু হচ্ছে ১১ দিন পরে। বোর্ড সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, নির্ধারিত সময়সূচি অনুযায়ী পরীক্ষা গ্রহণে প্রয়োজনীয় সব প্রস্তুতি ইতোমধ্যে শুরু হয়েছে।
এমজে/
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- নোয়াখালী এক্সপ্রেস বনাম রংপুর রাইডার্স: ম্যাচটি সরাসরি দেখুন (LIVE)
- ঢাকা বনাম রাজশাহী: ২৩ বল হাতে রেখেই জয়-দেখুন ফলাফল
- চলছে রাজশাহী ওয়ারিয়র্স বনাম ঢাকা ক্যাপিটালসের খেলা-সরাসরি দেখুন (LIVE)
- ঢাকা ক্যাপিটালস-সিলেট টাইটান্সের জমজমাট খেলা শেষ-দেখুন ফলাফল
- চিকিৎসা জগতের আলোকবর্তিকা ডা. কোহিনূর আহমেদ আর নেই
- রাজশাহী ওয়ারিয়র্স বনাম চট্টগ্রাম রয়্যালস: খেলাটি সরাসরি দেখুন (LIVE)
- সিলেট টাইটানস বনাম রংপুর রাইডার্স- খেলাটি সরাসরি দেখুন (LIVE)
- শেয়ারবাজার স্থিতিশীলতায় বড় পদক্ষেপ নিল বিএসইসি
- ডিভিডেন্ড পেতে হলে নজর রাখুন ২ কোম্পানির রেকর্ড ডেটে
- নির্বাচনের পর বাজার আরও স্থিতিশীল হবে বলে আশা সংশ্লিষ্টদের
- বেগম খালেদা জিয়ার সমাধিতে ঢাবি অ্যালামনাইয়ের শ্রদ্ধা
- মিশ্র সূচকের মধ্যেও বাজারে আশাবাদ অব্যাহত
- মিরাকল ইন্ডাস্ট্রিজের লোকসানের পাল্লা আরও ভারী হলো
- সাপ্তাহিক লেনদেন বৃদ্ধিতে শীর্ষে ৬ বড় খাত
- ডিভিডেন্ড অনুমোদনে সপ্তাহজুড়ে ৩ কোম্পানিরএজিএম