ঢাকা, বৃহস্পতিবার, ১৫ জানুয়ারি ২০২৬, ১ মাঘ ১৪৩২

এসএসসি ফরম পূরণে সময় বাড়াল ঢাকা বোর্ড

২০২৬ জানুয়ারি ১৫ ২১:১৯:৩৪

এসএসসি ফরম পূরণে সময় বাড়াল ঢাকা বোর্ড

নিজস্ব প্রতিবেদক: ২০২৬ সালের এসএসসি পরীক্ষায় অংশ নিতে ইচ্ছুক শিক্ষার্থীদের ফরম পূরণের সময়সীমা বাড়িয়েছে ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড।

বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে বোর্ড জানায়, বিলম্ব ফিসহ এসএসসি পরীক্ষার ফরম পূরণের সময় আগামী ২৪ জানুয়ারি পর্যন্ত বাড়ানো হয়েছে। একই সঙ্গে অনলাইন প্ল্যাটফর্ম ‘সোনালী সেবা’র মাধ্যমে ফি পরিশোধের শেষ সময় নির্ধারণ করা হয়েছে ২৫ জানুয়ারি পর্যন্ত।

ঢাকা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক এস এম কামাল উদ্দিন হায়দারের সই করা বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, নির্ধারিত সময়ের মধ্যেই বোর্ডের আওতাধীন সব শিক্ষাপ্রতিষ্ঠানকে শিক্ষার্থীদের ফরম পূরণের কার্যক্রম সম্পন্ন করতে হবে। এ বিষয়ে কোনো ধরনের অবহেলা বরদাশত করা হবে না বলেও ইঙ্গিত দেওয়া হয়েছে।

এদিকে, ২০২৬ সালের এসএসসি ও সমমান পরীক্ষার পূর্ণাঙ্গ সময়সূচিও প্রকাশ করেছে ঢাকা বোর্ড। বোর্ড সূত্রে জানা গেছে, আগামী ২১ এপ্রিল থেকে সারাদেশে একযোগে শুরু হবে এসএসসি পরীক্ষা। প্রথম দিন অনুষ্ঠিত হবে বাংলা প্রথম পত্রের পরীক্ষা।

প্রকাশিত সূচি অনুযায়ী, লিখিত পরীক্ষা চলবে ২০ মে পর্যন্ত। এরপর বিরতির পর আগামী ৭ জুন থেকে শুরু হবে ব্যবহারিক পরীক্ষা, যা শেষ হবে ১৪ জুন। বোর্ড জানিয়েছে, মাঝখানে ছুটি থাকায় এবার ব্যবহারিক পরীক্ষা কিছুটা দেরিতে আয়োজন করা হচ্ছে।

উল্লেখ্য, গত বছর এসএসসি ও সমমান পরীক্ষা শুরু হয়েছিল ১০ এপ্রিল। সে তুলনায় এ বছর পরীক্ষা শুরু হচ্ছে ১১ দিন পরে। বোর্ড সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, নির্ধারিত সময়সূচি অনুযায়ী পরীক্ষা গ্রহণে প্রয়োজনীয় সব প্রস্তুতি ইতোমধ্যে শুরু হয়েছে।

এমজে/

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত