ঢাকা, বৃহস্পতিবার, ১৫ জানুয়ারি ২০২৬, ১ মাঘ ১৪৩২
চলন্ত বাসে রাতভর ছাত্রীকে ধ-র্ষ-ণ, গ্রেফতার ৩
নিজস্ব প্রতিবেদক: ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে এক কলেজছাত্রীকে চলন্ত বাসে ধর্ষণের অভিযোগে তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ। এ ঘটনায় ভুক্তভোগীকে উদ্ধার করা হয়েছে এবং তিনজনকে টাঙ্গাইল সদর থানায় হস্তান্তর করা হয়েছে।
গ্রেফতারকৃতদের মধ্যে রয়েছেন বাসের চালক মো. আলতাফ (২৫), হেলপার মো. সাগর (২৪) এবং চালকের সহযোগী মো. রাব্বি (২১)।
মধুপুর-এলেঙ্গা হাইওয়ে থানার এসআই মাহবুবুর রহমান জানান, ঘটনার দিন তারা করটিয়ার একটি হোটেলে নাস্তা করছিলেন। ওই কলেজছাত্রীও সেখানে উপস্থিত ছিলেন। পুলিশ দেখার পর, চালক ও হেলপার মেয়েটিকে কৌশলে বাসে তুলে নিয়ে যান।
পুলিশ জানায়, হঠাৎ এক ব্যক্তি ‘ছিনতাই হচ্ছে’ বলে চিৎকার করলে পুলিশ সন্দেহ করে বাসের কাছে গিয়ে বিষয়টি জানার চেষ্টা করেন। তখন ভুক্তভোগী কান্না করে পুরো ঘটনা খুলে বলেন। এরপর পুলিশ তিনজনকে আটক করে এবং মেয়েটিকে উদ্ধার করে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবগত করে।
ওসি মো. শরীফ জানান, বুধবার (১৪ জানুয়ারি) রাত সাড়ে ১১টার দিকে মিরপুর সরকারি বাংলা কলেজের দর্শন বিভাগের এক ছাত্রী ঢাকা থেকে আশুলিয়া যাওয়ার উদ্দেশ্যে ‘সাভার পরিবহন’-এর একটি বাসে ওঠেন। তখন বাসে মাত্র দুই যাত্রী ছিলেন। অন্যান্য যাত্রী নেমে যাওয়ার পর, চালক, হেলপার ও তাদের সহযোগী কলেজছাত্রীকে জোরপূর্বক আটকে রেখে তার স্বর্ণালঙ্কার, টাকা ও মোবাইল ফোন ছিনিয়ে নেন।
পরে বাসটি বিভিন্ন স্থানে ঘুরিয়ে রাতভর ছাত্রীকে সংঘবদ্ধভাবে ধর্ষণ করা হয় এবং এই ঘটনার ভিডিও ধারণ করা হয়। মহাসড়কের ঢাকাগামী লেনের করটিয়া আন্ডারপাস এলাকায় বাসটি সন্দেহজনকভাবে দাঁড়িয়ে থাকলে হাইওয়ে পুলিশ বাসটি আটক করে এবং জিজ্ঞাসাবাদের মাধ্যমে প্রকৃত ঘটনা জানতে পারে।
ওসি আরও জানান, ঘটনার সঙ্গে জড়িত কলেজছাত্রী ও গ্রেফতারকৃত তিনজনকে টাঙ্গাইল সদর থানায় হস্তান্তর করা হয়েছে।
এমজে/
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- নোয়াখালী এক্সপ্রেস বনাম রংপুর রাইডার্স: ম্যাচটি সরাসরি দেখুন (LIVE)
- ঢাকা বনাম রাজশাহী: ২৩ বল হাতে রেখেই জয়-দেখুন ফলাফল
- চলছে রাজশাহী ওয়ারিয়র্স বনাম ঢাকা ক্যাপিটালসের খেলা-সরাসরি দেখুন (LIVE)
- ঢাকা ক্যাপিটালস-সিলেট টাইটান্সের জমজমাট খেলা শেষ-দেখুন ফলাফল
- চিকিৎসা জগতের আলোকবর্তিকা ডা. কোহিনূর আহমেদ আর নেই
- রাজশাহী ওয়ারিয়র্স বনাম চট্টগ্রাম রয়্যালস: খেলাটি সরাসরি দেখুন (LIVE)
- সিলেট টাইটানস বনাম রংপুর রাইডার্স- খেলাটি সরাসরি দেখুন (LIVE)
- শেয়ারবাজার স্থিতিশীলতায় বড় পদক্ষেপ নিল বিএসইসি
- ডিভিডেন্ড পেতে হলে নজর রাখুন ২ কোম্পানির রেকর্ড ডেটে
- নির্বাচনের পর বাজার আরও স্থিতিশীল হবে বলে আশা সংশ্লিষ্টদের
- বেগম খালেদা জিয়ার সমাধিতে ঢাবি অ্যালামনাইয়ের শ্রদ্ধা
- মিশ্র সূচকের মধ্যেও বাজারে আশাবাদ অব্যাহত
- মিরাকল ইন্ডাস্ট্রিজের লোকসানের পাল্লা আরও ভারী হলো
- সাপ্তাহিক লেনদেন বৃদ্ধিতে শীর্ষে ৬ বড় খাত
- ডিভিডেন্ড অনুমোদনে সপ্তাহজুড়ে ৩ কোম্পানিরএজিএম