ঢাকা, বৃহস্পতিবার, ১৫ জানুয়ারি ২০২৬, ১ মাঘ ১৪৩২

চলন্ত বাসে রাতভর ছাত্রীকে ধ-র্ষ-ণ, গ্রেফতার ৩

২০২৬ জানুয়ারি ১৫ ২০:২৭:০৮

চলন্ত বাসে রাতভর ছাত্রীকে ধ-র্ষ-ণ, গ্রেফতার ৩

নিজস্ব প্রতিবেদক: ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে এক কলেজছাত্রীকে চলন্ত বাসে ধর্ষণের অভিযোগে তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ। এ ঘটনায় ভুক্তভোগীকে উদ্ধার করা হয়েছে এবং তিনজনকে টাঙ্গাইল সদর থানায় হস্তান্তর করা হয়েছে।

গ্রেফতারকৃতদের মধ্যে রয়েছেন বাসের চালক মো. আলতাফ (২৫), হেলপার মো. সাগর (২৪) এবং চালকের সহযোগী মো. রাব্বি (২১)।

মধুপুর-এলেঙ্গা হাইওয়ে থানার এসআই মাহবুবুর রহমান জানান, ঘটনার দিন তারা করটিয়ার একটি হোটেলে নাস্তা করছিলেন। ওই কলেজছাত্রীও সেখানে উপস্থিত ছিলেন। পুলিশ দেখার পর, চালক ও হেলপার মেয়েটিকে কৌশলে বাসে তুলে নিয়ে যান।

পুলিশ জানায়, হঠাৎ এক ব্যক্তি ‘ছিনতাই হচ্ছে’ বলে চিৎকার করলে পুলিশ সন্দেহ করে বাসের কাছে গিয়ে বিষয়টি জানার চেষ্টা করেন। তখন ভুক্তভোগী কান্না করে পুরো ঘটনা খুলে বলেন। এরপর পুলিশ তিনজনকে আটক করে এবং মেয়েটিকে উদ্ধার করে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবগত করে।

ওসি মো. শরীফ জানান, বুধবার (১৪ জানুয়ারি) রাত সাড়ে ১১টার দিকে মিরপুর সরকারি বাংলা কলেজের দর্শন বিভাগের এক ছাত্রী ঢাকা থেকে আশুলিয়া যাওয়ার উদ্দেশ্যে ‘সাভার পরিবহন’-এর একটি বাসে ওঠেন। তখন বাসে মাত্র দুই যাত্রী ছিলেন। অন্যান্য যাত্রী নেমে যাওয়ার পর, চালক, হেলপার ও তাদের সহযোগী কলেজছাত্রীকে জোরপূর্বক আটকে রেখে তার স্বর্ণালঙ্কার, টাকা ও মোবাইল ফোন ছিনিয়ে নেন।

পরে বাসটি বিভিন্ন স্থানে ঘুরিয়ে রাতভর ছাত্রীকে সংঘবদ্ধভাবে ধর্ষণ করা হয় এবং এই ঘটনার ভিডিও ধারণ করা হয়। মহাসড়কের ঢাকাগামী লেনের করটিয়া আন্ডারপাস এলাকায় বাসটি সন্দেহজনকভাবে দাঁড়িয়ে থাকলে হাইওয়ে পুলিশ বাসটি আটক করে এবং জিজ্ঞাসাবাদের মাধ্যমে প্রকৃত ঘটনা জানতে পারে।

ওসি আরও জানান, ঘটনার সঙ্গে জড়িত কলেজছাত্রী ও গ্রেফতারকৃত তিনজনকে টাঙ্গাইল সদর থানায় হস্তান্তর করা হয়েছে।

এমজে/

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত