ঢাকা, বৃহস্পতিবার, ১৫ জানুয়ারি ২০২৬, ১ মাঘ ১৪৩২
দীর্ঘদিন পর বড় পর্দায় ফিরছেন ডলি জহুর
বিনোদন ডেস্ক: দীর্ঘদিন পর বড় পর্দায় ফিরে আসছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত অভিনেত্রী ডলি জহুর। ২০১১ সালের পর দীর্ঘ সময় সিনেমা থেকে দূরে থাকা এই বর্ষীয়ান অভিনেত্রী এবার দুইটি নতুন সিনেমায় কাজ করছেন, যা তার ভক্তদের জন্য সুখবর হিসেবে গণ্য হচ্ছে।
প্রথম সিনেমা ‘ঝামেলা’, যা নির্মাণ করছেন ইয়ামিন ইলান। দিয়া প্রডাকশনসের ব্যানারে নির্মিত এই সিনেমাটি একটি সম্পূর্ণ মৌলিক পারিবারিক গল্পের ওপর ভিত্তি করে তৈরি হচ্ছে। নির্মাতা জানিয়েছেন, ডলি জহুর প্রথমে সিনেমায় অভিনয় করতে অনিচ্ছুক ছিলেন, তবে গল্পটি শুনে তিনি সম্মতি দিয়েছেন। তিনি আশা প্রকাশ করেছেন, দর্শকরাও সিনেমার সঙ্গে সহজেই সংযুক্তি বোধ করবেন।
‘ঝামেলা’-তে ডলি জহুর ছাড়াও আছেন শ্যামল মাওলা, তানজিকা আমিন, রাশেদ মামুন অপু, কাজী নওশাবা আহমেদ, আবু হুরায়রা তানভীর, সাবেরী আলম, ইকবাল হোসেইন, ফারহানা ইয়াসমিন ইভা, শিশু শিল্পী জান্নাহ ও আদৃতা, নাজনীন শবনম, ইসরাত রহমানসহ আরও অনেকে। বর্তমানে সিনেমাটির শেষ অংশের শুটিং চলছে এবং সিনেমাটি মুক্তি পাবে এই বছরের কোনো এক ঈদে।
অপরদিকে, রেদওয়ান রনির ‘দম’-এ ডলি জহুরকে আফরান নিশোর মায়ের চরিত্রে দেখা যাবে। সত্য ঘটনার অনুপ্রেরণায় তৈরি এই সিনেমায় আছেন চঞ্চল চৌধুরী, পূজা চেরি। সিনেমাটির বড় অংশের শুটিং গত বছরের শেষ দিকে কাজাখস্তানে সম্পন্ন হয়েছে। সংশ্লিষ্টরা পরিকল্পনা করছেন, আসন্ন রোজার ঈদে সিনেমাটি মুক্তি দেওয়ার।
দীর্ঘদিন পর সিনেমায় ফেরার প্রসঙ্গে ডলি জহুর বলেন, সত্যিই সিনেমায় আর ফিরতে চাইনি। এখনো বলি, কমার্শিয়াল ফর্মুলা ভিত্তিক সিনেমায় অভিনয় করব না। তবে এই দুটি সিনেমার গল্প শুনে এবং নির্মাণ প্রক্রিয়া দেখার পর মনে হলো এগুলো করা যায়। তাছাড়া নাটকের শিল্পীদের সঙ্গে কাজ হচ্ছে, যাদের সঙ্গে নিয়মিত কাজ করি। তাই সব মিলিয়ে আমি এই দুটি সিনেমায় কাজ করার সিদ্ধান্ত নিয়েছি।
এমজে/
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- নোয়াখালী এক্সপ্রেস বনাম রংপুর রাইডার্স: ম্যাচটি সরাসরি দেখুন (LIVE)
- ঢাকা বনাম রাজশাহী: ২৩ বল হাতে রেখেই জয়-দেখুন ফলাফল
- চলছে রাজশাহী ওয়ারিয়র্স বনাম ঢাকা ক্যাপিটালসের খেলা-সরাসরি দেখুন (LIVE)
- ঢাকা ক্যাপিটালস-সিলেট টাইটান্সের জমজমাট খেলা শেষ-দেখুন ফলাফল
- চিকিৎসা জগতের আলোকবর্তিকা ডা. কোহিনূর আহমেদ আর নেই
- রাজশাহী ওয়ারিয়র্স বনাম চট্টগ্রাম রয়্যালস: খেলাটি সরাসরি দেখুন (LIVE)
- সিলেট টাইটানস বনাম রংপুর রাইডার্স- খেলাটি সরাসরি দেখুন (LIVE)
- শেয়ারবাজার স্থিতিশীলতায় বড় পদক্ষেপ নিল বিএসইসি
- ডিভিডেন্ড পেতে হলে নজর রাখুন ২ কোম্পানির রেকর্ড ডেটে
- নির্বাচনের পর বাজার আরও স্থিতিশীল হবে বলে আশা সংশ্লিষ্টদের
- বেগম খালেদা জিয়ার সমাধিতে ঢাবি অ্যালামনাইয়ের শ্রদ্ধা
- মিশ্র সূচকের মধ্যেও বাজারে আশাবাদ অব্যাহত
- মিরাকল ইন্ডাস্ট্রিজের লোকসানের পাল্লা আরও ভারী হলো
- সাপ্তাহিক লেনদেন বৃদ্ধিতে শীর্ষে ৬ বড় খাত
- ডিভিডেন্ড অনুমোদনে সপ্তাহজুড়ে ৩ কোম্পানিরএজিএম