ঢাকা, বৃহস্পতিবার, ১৫ জানুয়ারি ২০২৬, ১ মাঘ ১৪৩২

দীর্ঘদিন পর বড় পর্দায় ফিরছেন ডলি জহুর 

২০২৬ জানুয়ারি ১৫ ১৯:৫২:০৮

দীর্ঘদিন পর বড় পর্দায় ফিরছেন ডলি জহুর 

বিনোদন ডেস্ক: দীর্ঘদিন পর বড় পর্দায় ফিরে আসছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত অভিনেত্রী ডলি জহুর। ২০১১ সালের পর দীর্ঘ সময় সিনেমা থেকে দূরে থাকা এই বর্ষীয়ান অভিনেত্রী এবার দুইটি নতুন সিনেমায় কাজ করছেন, যা তার ভক্তদের জন্য সুখবর হিসেবে গণ্য হচ্ছে।

প্রথম সিনেমা ‘ঝামেলা’, যা নির্মাণ করছেন ইয়ামিন ইলান। দিয়া প্রডাকশনসের ব্যানারে নির্মিত এই সিনেমাটি একটি সম্পূর্ণ মৌলিক পারিবারিক গল্পের ওপর ভিত্তি করে তৈরি হচ্ছে। নির্মাতা জানিয়েছেন, ডলি জহুর প্রথমে সিনেমায় অভিনয় করতে অনিচ্ছুক ছিলেন, তবে গল্পটি শুনে তিনি সম্মতি দিয়েছেন। তিনি আশা প্রকাশ করেছেন, দর্শকরাও সিনেমার সঙ্গে সহজেই সংযুক্তি বোধ করবেন।

‘ঝামেলা’-তে ডলি জহুর ছাড়াও আছেন শ্যামল মাওলা, তানজিকা আমিন, রাশেদ মামুন অপু, কাজী নওশাবা আহমেদ, আবু হুরায়রা তানভীর, সাবেরী আলম, ইকবাল হোসেইন, ফারহানা ইয়াসমিন ইভা, শিশু শিল্পী জান্নাহ ও আদৃতা, নাজনীন শবনম, ইসরাত রহমানসহ আরও অনেকে। বর্তমানে সিনেমাটির শেষ অংশের শুটিং চলছে এবং সিনেমাটি মুক্তি পাবে এই বছরের কোনো এক ঈদে।

অপরদিকে, রেদওয়ান রনির ‘দম’-এ ডলি জহুরকে আফরান নিশোর মায়ের চরিত্রে দেখা যাবে। সত্য ঘটনার অনুপ্রেরণায় তৈরি এই সিনেমায় আছেন চঞ্চল চৌধুরী, পূজা চেরি। সিনেমাটির বড় অংশের শুটিং গত বছরের শেষ দিকে কাজাখস্তানে সম্পন্ন হয়েছে। সংশ্লিষ্টরা পরিকল্পনা করছেন, আসন্ন রোজার ঈদে সিনেমাটি মুক্তি দেওয়ার।

দীর্ঘদিন পর সিনেমায় ফেরার প্রসঙ্গে ডলি জহুর বলেন, সত্যিই সিনেমায় আর ফিরতে চাইনি। এখনো বলি, কমার্শিয়াল ফর্মুলা ভিত্তিক সিনেমায় অভিনয় করব না। তবে এই দুটি সিনেমার গল্প শুনে এবং নির্মাণ প্রক্রিয়া দেখার পর মনে হলো এগুলো করা যায়। তাছাড়া নাটকের শিল্পীদের সঙ্গে কাজ হচ্ছে, যাদের সঙ্গে নিয়মিত কাজ করি। তাই সব মিলিয়ে আমি এই দুটি সিনেমায় কাজ করার সিদ্ধান্ত নিয়েছি।

এমজে/

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত