ঢাকা, বৃহস্পতিবার, ১৫ জানুয়ারি ২০২৬, ১ মাঘ ১৪৩২
জুলাই সনদে বিসমিল্লাহ বাদ দেওয়ার কোনো উল্লেখ নেই: আলী রীয়াজ
নিজস্ব প্রতিবেদক:জুলাই জাতীয় সনদ থেকে ‘বিসমিল্লাহ’ বাদ দেওয়া হচ্ছে কিংবা ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের ইতিহাস মুছে ফেলা হচ্ছে—এমন সব প্রচারণা সম্পূর্ণ ভিত্তিহীন ও অসত্য বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী অধ্যাপক আলী রীয়াজ। তিনি স্পষ্ট করেছেন, এই সনদে ধর্মীয় অনুভূতিতে আঘাত লাগে এমন কিছু নেই এবং এটি কোনোভাবেই মুক্তিযুদ্ধের ইতিহাসকে বাতিল করার কথা বলেনি।
বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) বিকেলে চট্টগ্রাম জেলা স্টেডিয়ামে গণভোটের প্রচার ও ভোটার উদ্বুদ্ধকরণের লক্ষ্যে আয়োজিত এক বিভাগীয় মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
অধ্যাপক আলী রীয়াজ বলেন, “জুলাই জাতীয় সনদ নিয়ে কিছু মহল অপপ্রচার চালাচ্ছে। তারা বলছেন, সংবিধানে বিসমিল্লাহ থাকবে না কিংবা ১৯৭১ মুছে দেওয়া হচ্ছে। আমি স্পষ্টভাবে বলছি, জুলাই জাতীয় সনদে বিসমিল্লাহ বাদ দেওয়ার কোনো উল্লেখ নেই এবং গণভোটে সেই প্রশ্নও করা হয়নি। যারা এসব বলছেন, তারা হয় ভুল বুঝে বলছেন অথবা কোনো অসৎ উদ্দেশ্যে মিথ্যা ছড়াচ্ছেন।”
গণভোটের যৌক্তিকতা তুলে ধরে তিনি আন্তর্জাতিক উদাহরণ টেনে বলেন, “তিউনিসিয়াতে ২০২২ সালে ১৪০টি অনুচ্ছেদ নিয়ে গণভোট হয়েছিল। তুরস্কে ২০১৭ সালে ১৮টি অনুচ্ছেদ পরিবর্তনের জন্য গণভোট হয়েছে। আমাদের লক্ষ্য হলো, পরবর্তীতে যারাই ক্ষমতায় আসুক না কেন, তারা যেন জুলাই সনদে বর্ণিত সংস্কারগুলো বাস্তবায়ন করে—সেই নিশ্চয়তা বিধান করা।”
আলী রীয়াজ আরও মনে করিয়ে দেন, ১৯৯১ সালে বেগম খালেদা জিয়ার সরকারের সময় বাংলাদেশ রাষ্ট্রপতি ব্যবস্থা থেকে সংসদীয় ব্যবস্থায় ফেরার জন্য গণভোট করেছিল। তখন তৎকালীন প্রধানমন্ত্রী খালেদা জিয়া নিজেই টেলিভিশনে ভাষণ দিয়ে জনগণকে ‘হ্যাঁ’ ভোট দেওয়ার আহ্বান জানিয়েছিলেন। তিনি বলেন, “আইনগতভাবে বাংলাদেশের কোনো নাগরিক এমনকি প্রজাতন্ত্রের কর্মে নিয়োজিত কর্মকর্তাদেরও ‘হ্যাঁ’ ভোটের পক্ষে প্রচারণা চালাতে কোনো সাংবিধানিক বাধা নেই।”
চট্টগ্রাম বিভাগীয় কমিশনার ড. মোহাম্মদ জিয়াউদ্দীনের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দার এবং ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের সচিব মো. কামাল উদ্দিন। সভায় বক্তারা অপপ্রচার রুখে দিয়ে সাধারণ মানুষকে গণভোটের প্রকৃত উদ্দেশ্য বোঝানোর ওপর গুরুত্বারোপ করেন।
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- নোয়াখালী এক্সপ্রেস বনাম রংপুর রাইডার্স: ম্যাচটি সরাসরি দেখুন (LIVE)
- ঢাকা বনাম রাজশাহী: ২৩ বল হাতে রেখেই জয়-দেখুন ফলাফল
- চলছে রাজশাহী ওয়ারিয়র্স বনাম ঢাকা ক্যাপিটালসের খেলা-সরাসরি দেখুন (LIVE)
- ঢাকা ক্যাপিটালস-সিলেট টাইটান্সের জমজমাট খেলা শেষ-দেখুন ফলাফল
- চিকিৎসা জগতের আলোকবর্তিকা ডা. কোহিনূর আহমেদ আর নেই
- রাজশাহী ওয়ারিয়র্স বনাম চট্টগ্রাম রয়্যালস: খেলাটি সরাসরি দেখুন (LIVE)
- সিলেট টাইটানস বনাম রংপুর রাইডার্স- খেলাটি সরাসরি দেখুন (LIVE)
- শেয়ারবাজার স্থিতিশীলতায় বড় পদক্ষেপ নিল বিএসইসি
- ডিভিডেন্ড পেতে হলে নজর রাখুন ২ কোম্পানির রেকর্ড ডেটে
- নির্বাচনের পর বাজার আরও স্থিতিশীল হবে বলে আশা সংশ্লিষ্টদের
- বেগম খালেদা জিয়ার সমাধিতে ঢাবি অ্যালামনাইয়ের শ্রদ্ধা
- মিশ্র সূচকের মধ্যেও বাজারে আশাবাদ অব্যাহত
- মিরাকল ইন্ডাস্ট্রিজের লোকসানের পাল্লা আরও ভারী হলো
- সাপ্তাহিক লেনদেন বৃদ্ধিতে শীর্ষে ৬ বড় খাত
- ডিভিডেন্ড অনুমোদনে সপ্তাহজুড়ে ৩ কোম্পানিরএজিএম