ঢাকা, বৃহস্পতিবার, ১৫ জানুয়ারি ২০২৬, ১ মাঘ ১৪৩২

হাদি হ'ত্যা মামলা পুনঃতদন্তের জন্য সিআইডিকে নির্দেশ

২০২৬ জানুয়ারি ১৫ ১৮:৫৪:৫৭

হাদি হ'ত্যা মামলা পুনঃতদন্তের জন্য সিআইডিকে নির্দেশ

নিজস্ব প্রতিবেদক: ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদি হত্যা মামলার তদন্তে নতুন মোড় এসেছে। গোয়েন্দা পুলিশের (ডিবি) দেওয়া অভিযোগপত্রে (চার্জশিট) বাদীপক্ষ অনাস্থা প্রকাশ করায় মামলাটি পুনরায় তদন্তের জন্য পুলিশের অপরাধ তদন্ত বিভাগকে (সিআইডি) নির্দেশ দিয়েছেন আদালত।

বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জশিতা ইসলাম এই আদেশ দেন। এর আগে মামলার বাদী ও ইনকিলাব মঞ্চের সদস্যসচিব আবদুল্লাহ আল জাবের আদালতে নারাজি আবেদন দাখিল করেন।

শুনানিতে বাদীর আইনজীবী মোস্তাফিজুর রহমান মুকুল দাবি করেন, ডিবি পুলিশের দেওয়া চার্জশিটটি ‘দায়সারা’। এতে হত্যাকাণ্ডের মূল পরিকল্পনাকারী এবং নেপথ্যের কুশীলবদের শনাক্ত করা হয়নি। প্রকৃত রহস্য উন্মোচিত না হওয়ায় অধিকতর তদন্তের প্রয়োজন। শুনানি শেষে আদালত বাদীর আবেদন মঞ্জুর করে মামলাটি সিআইডির কাছে হস্তান্তরের নির্দেশ দেন।

উল্লেখ্য, গত ১২ ডিসেম্বর মতিঝিলে নির্বাচনী প্রচারণা শেষে ফেরার পথে পল্টনের বক্স কালভার্ট এলাকায় দুর্বৃত্তদের গুলিতে গুরুতর আহত হন শরিফ ওসমান হাদি। উন্নত চিকিৎসার জন্য তাকে সিঙ্গাপুরে নেওয়া হলেও ১৮ ডিসেম্বর তিনি চিকিৎসাধীন অবস্থায় মারা যান। এই ঘটনায় পল্টন থানায় হত্যাচেষ্টার মামলা করা হলেও হাদির মৃত্যুর পর তা হত্যা মামলায় রূপান্তরিত হয়।

গত ৬ জানুয়ারি ডিবি পুলিশ সাবেক কাউন্সিলর তাইজুল ইসলাম চৌধুরী বাপ্পি ও প্রধান অভিযুক্ত ফয়সাল করিম মাসুদসহ ১৭ জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র জমা দিয়েছিল। ডিবি তাদের তদন্তে উল্লেখ করেছিল, রাজনৈতিক প্রতিহিংসা এবং আসন্ন ত্রয়োদশ সংসদ নির্বাচনকে বাধাগ্রস্ত করতেই এই হত্যাকাণ্ড ঘটানো হয়েছে। তবে বাদীপক্ষ এই তদন্তে অসন্তোষ প্রকাশ করে পুনঃতদন্তের দাবি জানিয়ে আসছিল।

এসপি

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত