ঢাকা, বৃহস্পতিবার, ১৫ জানুয়ারি ২০২৬, ১ মাঘ ১৪৩২

দেশ ও প্রকৃতির কল্যাণে নিজেকে উৎসর্গ করার আহ্বান রিজওয়ানা হাসানের

২০২৬ জানুয়ারি ১৫ ১১:১৮:৩৮

দেশ ও প্রকৃতির কল্যাণে নিজেকে উৎসর্গ করার আহ্বান রিজওয়ানা হাসানের

নিজস্ব প্রতিবেদক: নিজের ব্যক্তি স্বার্থের গণ্ডি পেরিয়ে দেশ, মানুষ ও প্রকৃতির কল্যাণে কাজ করার আহ্বান জানিয়েছেন তথ্য ও সম্প্রচার, পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন এবং পানি সম্পদ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। তিনি বলেন, সৃষ্টির সেরা জীব হিসেবে মানুষের দায়িত্ব শুধু নিজের উন্নয়ন নয়, বরং অন্য প্রাণ ও প্রকৃতির সেবায় নিজেকে নিয়োজিত করা।

বুধবার (১৪ জানুয়ারি) ঢাকার বেইলি রোডে ভিকারুননিসা নুন স্কুল অ্যান্ড কলেজের ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে শিক্ষার্থীদের উদ্দেশে এসব কথা বলেন তিনি।

নিজেকে একজন প্রাক্তন শিক্ষার্থী হিসেবে পরিচয় করিয়ে দিয়ে রিজওয়ানা হাসান বলেন, আজ তিনি কোনো রাষ্ট্রীয় পদমর্যাদার কারণে নয়, বরং ভিকারুননিসা নুন স্কুল পরিবারের একজন সদস্য হিসেবে অনুষ্ঠানে উপস্থিত থাকতে পেরে গর্বিত। এই প্রতিষ্ঠানের সঙ্গে তার আবেগ ও কৃতজ্ঞতার সম্পর্ক রয়েছে বলেও উল্লেখ করেন তিনি।

তিনি বলেন, ভিকারুননিসা নুন স্কুল অ্যান্ড কলেজ যুগে যুগে অসংখ্য মেধাবী ও খ্যাতিমান মানুষ উপহার দিয়েছে দেশকে। এই প্রতিষ্ঠানের সুনাম যাঁরা গড়ে তুলেছেন সেই শিক্ষক ও কর্মীদের প্রতি তিনি গভীর শ্রদ্ধা জানান এবং তাঁদের অবদানের কথা স্মরণ করেন।

পরিবেশ সুরক্ষার প্রসঙ্গে উপদেষ্টা বলেন, প্লাস্টিকের ব্যবহার কমিয়ে কাচের জগ-গ্লাস বা চটের ব্যাগে ফিরে যাওয়ার বিষয়টি কেবল অভ্যাসের পরিবর্তন নয়, এটি একটি মূল্যবোধের প্রশ্ন। তিনি শিক্ষার্থীদের অনুরোধ করেন, পরিবারে প্লাস্টিকের ব্যাগের পরিবর্তে পরিবেশবান্ধব চটের ব্যাগ ব্যবহারে সবাইকে উৎসাহিত করতে। তিনি সতর্ক করে বলেন, প্লাস্টিকের ক্ষতিকর প্রভাব এখন মানুষের রক্ত, ফুসফুস এমনকি মায়ের দুধেও শনাক্ত হচ্ছে, যা আমাদের অসচেতনতারই ফল।

শিক্ষার্থীদের রাজনৈতিক ও সামাজিকভাবে সচেতন হওয়ার আহ্বান জানিয়ে রিজওয়ানা হাসান বলেন, দেশের জন্য কাজ করাই প্রকৃত সাফল্য। ব্যক্তিগত জীবনের অর্জন ব্যক্তি ও পরিবারে সীমাবদ্ধ থাকে, কিন্তু রাষ্ট্র ও সমাজের জন্য কাজ করলে তার সাফল্য উদযাপন করে পুরো দেশ। তিনি বলেন, দেশকে বদলাতে চাইলে আগে নিজেকে বদলানোর মানসিকতা তৈরি করতে হবে।

অনুষ্ঠানে স্কুলের অধ্যক্ষ মাজেদা বেগম বলেন, মানবিকতা ও সামাজিক দায়বদ্ধতার কারণে উপদেষ্টা রিজওয়ানা হাসান বর্তমান ও ভবিষ্যৎ শিক্ষার্থীদের জন্য অনুপ্রেরণার প্রতীক। ভিকারুননিসা নুন স্কুল পরিবারের সঙ্গে নিজেকে যুক্ত রাখার জন্য তিনি উপদেষ্টার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

স্কুল কর্তৃপক্ষ ও অ্যালামনাই অ্যাসোসিয়েশনের যৌথ আয়োজনে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে আরও বক্তব্য দেন অন্তর্বর্তীকালীন কমিটির সভাপতি মো. আজমল হক এবং অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সভাপতি ব্যারিস্টার ইফফাত গিয়াস আরেফিন।

অনুষ্ঠানের শেষ পর্যায়ে ভিকারুননিসা নুন স্কুল অ্যান্ড কলেজের ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে উপদেষ্টা রিজওয়ানা হাসান শিক্ষক, শিক্ষার্থী ও প্রাক্তনদের সঙ্গে কেক কাটেন এবং স্মরণীয় মুহূর্ত ধরে রাখতে ফটোসেশনে অংশ নেন।

ইএইচপি

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত

জাতীয় এর অন্যান্য সংবাদ