ঢাকা, বুধবার, ১৪ জানুয়ারি ২০২৬, ১ মাঘ ১৪৩২
নির্বাচন সামনে রেখে বিদেশিদের ভিসা ব্যবস্থায় নতুন নির্দেশনা
নিজস্ব প্রতিবেদক: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ঘিরে বিদেশি নাগরিকদের আগমন, অবস্থান ও প্রস্থান ব্যবস্থাপনায় বাড়তি সতর্কতা নিচ্ছে সরকার। নির্বাচনকালীন নিরাপত্তা ও শৃঙ্খলা নিশ্চিত করতে অন অ্যারাইভাল ভিসাসহ সব ধরনের ভিসা প্রদানের ক্ষেত্রে নতুন নির্দেশনা জারি করা হয়েছে।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বহিরাগমন-৫ শাখার উপ-সচিব মো. শফিকুল ইসলামের স্বাক্ষরে জারি করা এক অফিস আদেশে এ নির্দেশনার কথা জানানো হয়। এতে বলা হয়েছে, নির্বাচন কমিশনের সুপারিশ অনুযায়ী গণভোট ও জাতীয় সংসদ নির্বাচন পর্যবেক্ষণে আগত বিদেশি পর্যবেক্ষকদের ক্ষেত্রে আগমনী ভিসা ফি মওকুফের সুযোগ থাকবে।
অফিস আদেশে উল্লেখ করা হয়, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট আয়োজনের সময় বিদেশি নাগরিকদের আগমন, অবস্থান ও প্রস্থানে যথাযথ নিরাপত্তা নিশ্চিত করতে আগমনী ভিসা (Visa on Arrival)সহ অন্যান্য ভিসা প্রদানে একাধিক শর্ত কঠোরভাবে অনুসরণ করতে হবে।
নির্দেশনায় বলা হয়েছে, ভিসা নীতিমালা ২০০৬ এবং পরবর্তীতে জারি করা সংশ্লিষ্ট প্রজ্ঞাপন অনুসরণ করে বিদেশে অবস্থিত বাংলাদেশ দূতাবাস ও মিশনগুলো প্রয়োজনীয় কাগজপত্র যাচাই-বাছাই শেষে নির্দিষ্ট ভিসা প্রদান করবে। একইসঙ্গে ২০১৬ সালের ১৫ সেপ্টেম্বর জারি করা পরিপত্র অনুযায়ী বিনা ভিসায় আগতদের ক্ষেত্রে আগমনী ভিসা দেওয়ার বিধান বহাল থাকবে।
আগমনী ভিসা প্রদানের ক্ষেত্রে বিদেশি নাগরিকের আগমনের উদ্দেশ্য, স্পন্সরকারী ব্যক্তি বা প্রতিষ্ঠান, হোটেল বা আবাসস্থলের তথ্য এবং ফিরতি টিকিটসহ প্রয়োজনীয় কাগজপত্র সতর্কতার সঙ্গে যাচাই করতে হবে। কোনো অনিয়ম, অসংগতি বা সন্দেহ দেখা দিলে ভিসা না দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
এছাড়া বিদেশি সামরিক ও নিরাপত্তা বাহিনীর সদস্যদের বাংলাদেশে প্রবেশের ক্ষেত্রে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পূর্বানুমতি গ্রহণ বাধ্যতামূলক করা হয়েছে।
নির্বাচন কমিশন, পররাষ্ট্র মন্ত্রণালয় অথবা প্রয়োজন অনুযায়ী তথ্য মন্ত্রণালয়ের সুপারিশের ভিত্তিতে গণভোট ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন পর্যবেক্ষণে আগত বিদেশি পর্যবেক্ষক ও সাংবাদিকদের জন্য নির্ধারিত সময়ের জন্য ‘নির্বাচন পর্যবেক্ষণ’ উল্লেখিত সিলসহ আগমনী ভিসা প্রদান করা হবে। একইসঙ্গে নির্বাচন কমিশনের সুপারিশ সাপেক্ষে এসব পর্যবেক্ষকের ভিসা ফি মওকুফ করা যাবে।
নির্দেশনায় আরও বলা হয়েছে, দেশের আন্তর্জাতিক বিমানবন্দরসহ স্থল ও নৌ-বন্দরগুলোতে বিদেশি নাগরিকদের আগমন ও প্রস্থানের সময় স্পেশাল ব্রাঞ্চ, গোয়েন্দা সংস্থা এবং আইনশৃঙ্খলা বাহিনীর মধ্যে সমন্বয় জোরদার করতে হবে।
এছাড়া বিদেশে অবস্থিত বাংলাদেশ দূতাবাস ও মিশন, বহিরাগমন ও পাসপোর্ট অধিদপ্তর, স্পেশাল ব্রাঞ্চ এবং আন্তর্জাতিক বিমানবন্দরসহ সব স্থল ও নৌ-বন্দরকে প্রতিদিন বিদেশি নাগরিকদের ভিসা প্রদান ও আগমন-প্রস্থানের বিস্তারিত তথ্য এক্সেল ফরমেটে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বহিরাগমন অনুবিভাগে নিয়মিতভাবে পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে।
নির্দেশনাটি দেখতেেএখানে ক্লিক করুন
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাকা ক্যাপিটালস বনাম সিলেট টাইটান্স: বোলিংয়ে ঢাকা-দেখুন সরাসরি (LIVE)
- নোয়াখালী এক্সপ্রেস বনাম রংপুর রাইডার্স: ম্যাচটি সরাসরি দেখুন (LIVE)
- ঢাকা বনাম রাজশাহী: ২৩ বল হাতে রেখেই জয়-দেখুন ফলাফল
- ঢাকা ক্যাপিটালস বনাম নোয়াখালী এক্সপ্রেসের খেলা শেষ-দেখুন ফলাফল
- নোয়াখালী বনাম রাজশাহী: জমজমাট খেলাটি শেষ-জানুন ফলাফল
- চলছে রাজশাহী ওয়ারিয়র্স বনাম ঢাকা ক্যাপিটালসের খেলা-সরাসরি দেখুন (LIVE)
- ঢাকা ক্যাপিটালস-সিলেট টাইটান্সের জমজমাট খেলা শেষ-দেখুন ফলাফল
- চিকিৎসা জগতের আলোকবর্তিকা ডা. কোহিনূর আহমেদ আর নেই
- রাজশাহী ওয়ারিয়র্স বনাম চট্টগ্রাম রয়্যালস: খেলাটি সরাসরি দেখুন (LIVE)
- দীর্ঘ সংকট কাটাতে বাজারে ১০ শক্তিশালী কোম্পানি আনছে সরকার
- শ্রীলঙ্কা বনাম পাকিস্তান: বছরের শুরুতেই হাইভোল্টেজ ম্যাচ-দেখুন সরাসরি
- চট্টগ্রাম রয়্যালস বনাম সিলেট টাইটান্স: জমজমাট খেলাটি সরাসরি দেখুন (LIVE)
- সিলেট টাইটানস বনাম রংপুর রাইডার্স- খেলাটি সরাসরি দেখুন (LIVE)
- ডিভিডেন্ড পেতে হলে নজর রাখুন ২ কোম্পানির রেকর্ড ডেটে
- শেয়ারবাজার স্থিতিশীলতায় বড় পদক্ষেপ নিল বিএসইসি