ঢাকা, মঙ্গলবার, ১৩ জানুয়ারি ২০২৬, ২৯ পৌষ ১৪৩২

এনইআইআর নিয়ে অপপ্রচার ও গুজব, যা বলছে বিটিআরসি

২০২৬ জানুয়ারি ১৩ ১৮:১৭:৫২

এনইআইআর নিয়ে অপপ্রচার ও গুজব, যা বলছে বিটিআরসি

নিজস্ব প্রতিবেদক: ন্যাশনাল ইকুইপমেন্ট আইডেন্টিফিকেশন রেজিস্টার (এনইআইআর) সিস্টেমের সার্ভার ও আইপি নিয়ে ছড়িয়ে পড়া তথ্যে বিভ্রান্ত না হওয়ার অনুরোধ জানিয়েছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)। সংস্থাটির দাবি, এই সিস্টেমের নিরাপত্তা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে সম্পূর্ণ ভিত্তিহীন ও বিভ্রান্তিকর গুজব ছড়ানো হচ্ছে।

মঙ্গলবার (১৩ জানুয়ারি) বিটিআরসির স্পেকট্রাম বিভাগ থেকে প্রকাশিত এক গণবিজ্ঞপ্তিতে জানানো হয়, এনইআইআর সিস্টেমের সব তথ্য (ডাটা) দেশের অভ্যন্তরে একটি অত্যন্ত নিরাপদ স্থানে সংরক্ষিত রয়েছে। এছাড়া এই সিস্টেমে ব্যবহৃত আইপিটি বাংলাদেশের একটি প্রতিষ্ঠানের অনুকূলে বরাদ্দ করা। ফলে কোনো তথ্য বা ট্রাফিক বিদেশে যাওয়ার কোনো সুযোগ নেই।

বিটিআরসি জানিয়েছে, ১ জানুয়ারি থেকে চালু হওয়া এই সিস্টেমটি মোবাইল হ্যান্ডসেটের অবৈধ আমদানি ও চুরি প্রতিরোধ, অপরাধ দমন এবং সরকারি রাজস্ব নিশ্চিত করার লক্ষ্যে কাজ করছে। সিস্টেমটি তৈরিতে সরকারের ডাটা প্রোটেকশন আইনের সব বিধান অনুসরণ করা হয়েছে এবং এতে বিটিআরসির নিজস্ব হার্ডওয়্যার ব্যবহার করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও স্পষ্ট করা হয় যে, এনইআইআর সিস্টেম পরিচালনার জন্য প্রয়োজনীয় সব রিকোয়েস্ট বাংলাদেশের ভেতরেই প্রসেস করা হচ্ছে। আইপি রুটের বিস্তারিত পর্যালোচনার মাধ্যমে এর অভ্যন্তরীণ অবস্থান ও সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে।

উল্লেখ্য, গত ১ জানুয়ারি থেকে দেশে আনঅফিশিয়াল ও অবৈধ হ্যান্ডসেট বন্ধে এনইআইআর ব্যবস্থা পূর্ণাঙ্গভাবে চালু হয়। এই ব্যবস্থার মাধ্যমে প্রতিটি মোবাইল ফোনের আইএমইআই নম্বর জাতীয় ডাটাবেইজে যুক্ত করা হয়েছে। তবে শুরু থেকেই আনঅফিশিয়াল ফোনের ব্যবসায়ীরা এবং সামাজিক মাধ্যমে কিছু পক্ষ এর নিরাপত্তা নিয়ে বিভিন্ন নেতিবাচক প্রচারণা চালিয়ে আসছিল।

এসপি

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত

আজকের মুদ্রা বিনিময় হার (১৩ জানুয়ারি)

আজকের মুদ্রা বিনিময় হার (১৩ জানুয়ারি)

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশের আন্তর্জাতিক ব্যবসা-বাণিজ্য ক্রমবর্ধমান হচ্ছে এবং এর সঙ্গে সঙ্গে বিদেশি মুদ্রার সঙ্গে বাংলাদেশি টাকার লেনদেনের চাহিদাও বেড়ে চলেছে।... বিস্তারিত