ঢাকা, মঙ্গলবার, ১৩ জানুয়ারি ২০২৬, ২৯ পৌষ ১৪৩২

প্লট কেলেঙ্কারি মামলায় শেখ হাসিনার রায়ের দিন ঠিক করল আদালত

২০২৬ জানুয়ারি ১৩ ১৬:১৪:০৬

প্লট কেলেঙ্কারি মামলায় শেখ হাসিনার রায়ের দিন ঠিক করল আদালত

নিজস্ব প্রতিবেদক: পূর্বাচল নতুন শহর প্রকল্পে সরকারি জমি বরাদ্দ নিয়ে আলোচিত দুর্নীতি মামলার রায়ের দিন নির্ধারণ করেছে আদালত। ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তাঁর বোন শেখ রেহানার কন্যা টিউলিপ সিদ্দিকসহ মোট ১৮ জনের বিরুদ্ধে দায়ের করা মামলার রায় আগামী ২ ফেব্রুয়ারি ঘোষণা করা হবে।

মঙ্গলবার (১৩ জানুয়ারি) ঢাকার বিশেষ জজ আদালত-৪–এর বিচারক রবিউল আলম এ মামলার রায়ের তারিখ নির্ধারণ করেন।

বিষয়টি নিশ্চিত করে দুর্নীতি দমন কমিশনের (দুদক) পাবলিক প্রসিকিউটর হাফিজুর রহমান বলেন, মামলার সব আইনি প্রক্রিয়া শেষ হওয়ায় আদালত রায়ের দিন ধার্য করেছেন।

দুদকের অভিযোগ অনুযায়ী, ক্ষমতার অপব্যবহার ও নানা অনিয়মের মাধ্যমে পূর্বাচল নতুন শহর প্রকল্পে ১০ কাঠা সরকারি প্লট বরাদ্দ নেওয়া হয়। এ ঘটনায় গত বছরের ১৩ জানুয়ারি দুদকের সহকারী পরিচালক আফনান জান্নাত কেয়া আজমিনা সিদ্দিকের বিরুদ্ধে মামলা দায়ের করেন।

মামলার প্রাথমিক অভিযোগপত্রে শেখ হাসিনা ও টিউলিপ সিদ্দিকসহ ১৬ জনকে আসামি করা হলেও তদন্ত শেষে আরও দুইজনকে অন্তর্ভুক্ত করে মোট ১৮ জনের বিরুদ্ধে আদালতে চার্জশিট দাখিল করা হয়।

অন্য আসামিদের মধ্যে রয়েছেন শেখ হাসিনার ভাগ্নি আজমিনা সিদ্দিক, সাবেক প্রধানমন্ত্রীর একান্ত সচিব-১ মোহাম্মদ সালাহ উদ্দিন, সাবেক গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী শরীফ আহমেদসহ রাজউক ও গৃহায়ন মন্ত্রণালয়ের একাধিক সাবেক ও বর্তমান কর্মকর্তা।

মামলার বিচারিক কার্যক্রমের অংশ হিসেবে গত ৫ জানুয়ারি সাক্ষ্যগ্রহণ শেষ হয়। এ মামলায় তদন্তকারী কর্মকর্তাসহ মোট ৩১ জন সাক্ষী আদালতে সাক্ষ্য দিয়েছেন। পরে ৮ জানুয়ারি আসামিদের আত্মপক্ষ সমর্থনের শুনানি অনুষ্ঠিত হয়।

প্রসঙ্গত, ক্ষমতার অপপ্রয়োগ করে শেখ হাসিনা নিজের ও পরিবারের সদস্যদের নামে পূর্বাচল প্রকল্পে মোট ৬০ কাঠা জমি বরাদ্দ নেওয়ার অভিযোগে দুদক ছয়টি মামলা দায়ের করে। এর মধ্যে চারটি মামলায় ইতোমধ্যে শেখ হাসিনাসহ সংশ্লিষ্ট আসামিদের বিভিন্ন মেয়াদে সাজা প্রদান করা হয়েছে।

এমজে/

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত

আজকের মুদ্রা বিনিময় হার (১৩ জানুয়ারি)

আজকের মুদ্রা বিনিময় হার (১৩ জানুয়ারি)

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশের আন্তর্জাতিক ব্যবসা-বাণিজ্য ক্রমবর্ধমান হচ্ছে এবং এর সঙ্গে সঙ্গে বিদেশি মুদ্রার সঙ্গে বাংলাদেশি টাকার লেনদেনের চাহিদাও বেড়ে চলেছে।... বিস্তারিত