ঢাকা, মঙ্গলবার, ১৩ জানুয়ারি ২০২৬, ২৯ পৌষ ১৪৩২
'জ্বালানি সরবরাহ নিশ্চিত করতে দীর্ঘমেয়াদি পরিকল্পনা করছে সরকার'
নিজস্ব প্রতিবেদক: দেশজুড়ে জ্বালানি সরবরাহের চ্যালেঞ্জ মোকাবিলায় সরকার দীর্ঘমেয়াদি পরিকল্পনা করছে। অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ মঙ্গলবার (১৩ জানুয়ারি) সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলন কক্ষে সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ কথা জানান।
জ্বালানি বাজারে ভেনেজুয়েলা ও ইরানের অস্থিতিশীলতা এবং আন্তর্জাতিক দিক থেকে চাপ বৃদ্ধির প্রেক্ষাপটে দেশের প্রস্তুতি বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, ভেনেজুয়েলাতে হঠাৎ কিছু পরিবর্তন হয়েছে এবং মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে যে ডিল হচ্ছে, তাতে প্রভাব পড়ছে।
ড. সালেহউদ্দিন বলেন, “জ্বালানির ক্ষেত্রে দীর্ঘমেয়াদি পরিকল্পনা নেওয়া হয়েছে। সম্প্রতি একটি প্রেজেন্টেশন অনুষ্ঠিত হয়, সেখানে আমি উপস্থিত ছিলাম। জ্বালানি আমাদের বড় চ্যালেঞ্জ। যদি আমরা এ বিষয়ে নিরাপত্তা নিশ্চিত করতে না পারি, তাহলে স্থানীয় উৎপাদন ক্ষতিগ্রস্ত হবে। জ্বালানির দুইটি গুরুত্বপূর্ণ দিক রয়েছে—পাওয়ার এবং এনার্জি—যেগুলোর জন্য একটি সমন্বিত ব্যবস্থা করা হয়েছে। আমাদের নিজস্ব অফশোর ড্রিলিং, কয়লা ব্যবহারের পরিকল্পনা এবং মধ্যপাড়া কয়লার হার্ড রক ব্যবস্থাও এতে অন্তর্ভুক্ত।”
গতকাল টিআইবি একটি রিপোর্ট প্রকাশ করেছে, যেখানে বলা হয়েছে যে সরকারের উপদেষ্টাদের তুলনায় প্রশাসন বেশি শক্তিশালী এবং সব সিদ্ধান্ত নেয়। এ বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, “দেখুন, কিছু হয়েছে কি না, তা বোঝা প্রয়োজন। আমাদের দেশে বিভিন্ন সময়ে কিছু কাজ বেশি প্রকাশ পায়, কিছু কম। পুরোপুরি সব কাজ সম্পন্ন হয়নি, কিন্তু অংশবিশেষে যথেষ্ট অগ্রগতি হয়েছে।”
তিনি আরও বলেন, “১০০ শতাংশ অর্জন সম্ভব হয়নি। আমাদের কিছু প্রত্যাশা পূরণ হয়নি, তবে সরকারি কর্মচারীদের নিষ্ঠা, দক্ষতা এবং সমন্বয়ের মাধ্যমে অনেক কিছু করা হয়েছে। পরিকল্পনা এবং ইচ্ছাশক্তি থাকলেও সবকিছু একবারে করা সম্ভব নয়।”
বৈঠকে সরকারের বিভিন্ন প্রকল্পের অনুমোদন দেয়া হয়। এতে রয়েছে সয়াবিন তেল এবং সার সরবরাহ, বরিশালের প্রত্যন্ত অঞ্চলে একটি সেতু নির্মাণ এবং বিদেশে পাঠানোর জন্য ৬০ হাজার চালক তৈরি করার প্রস্তাব।
এমজে/
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাকা ক্যাপিটালস বনাম সিলেট টাইটান্স: বোলিংয়ে ঢাকা-দেখুন সরাসরি (LIVE)
- নোয়াখালী এক্সপ্রেস বনাম রংপুর রাইডার্স: ম্যাচটি সরাসরি দেখুন (LIVE)
- ঢাকা ক্যাপিটালস বনাম নোয়াখালী এক্সপ্রেসের খেলা শেষ-দেখুন ফলাফল
- নোয়াখালী এক্সপ্রেস বনাম ঢাকা ক্যাপিটালস: খেলাটি সরাসরি দেখুন (LIVE)
- ঢাকা বনাম রাজশাহী: ২৩ বল হাতে রেখেই জয়-দেখুন ফলাফল
- নোয়াখালী বনাম রাজশাহী: জমজমাট খেলাটি শেষ-জানুন ফলাফল
- চলছে রাজশাহী ওয়ারিয়র্স বনাম ঢাকা ক্যাপিটালসের খেলা-সরাসরি দেখুন (LIVE)
- ঢাকা ক্যাপিটালস-সিলেট টাইটান্সের জমজমাট খেলা শেষ-দেখুন ফলাফল
- চিকিৎসা জগতের আলোকবর্তিকা ডা. কোহিনূর আহমেদ আর নেই
- রাজশাহী ওয়ারিয়র্স বনাম চট্টগ্রাম রয়্যালস: খেলাটি সরাসরি দেখুন (LIVE)
- দীর্ঘ সংকট কাটাতে বাজারে ১০ শক্তিশালী কোম্পানি আনছে সরকার
- শ্রীলঙ্কা বনাম পাকিস্তান: বছরের শুরুতেই হাইভোল্টেজ ম্যাচ-দেখুন সরাসরি
- চট্টগ্রাম রয়্যালস বনাম সিলেট টাইটান্স: জমজমাট খেলাটি সরাসরি দেখুন (LIVE)
- সুন্দরবনে ভ্রমণে গিয়ে প্রাণ হারালেন ঢাবি শিক্ষক
- সিলেট টাইটানস বনাম রংপুর রাইডার্স- খেলাটি সরাসরি দেখুন (LIVE)