ঢাকা, রবিবার, ১১ জানুয়ারি ২০২৬, ২৭ পৌষ ১৪৩২

গাজায় ট্রাম্প প্রস্তাবিত বাহিনীতে যুক্ত হতে আগ্রহী বাংলাদেশ

২০২৬ জানুয়ারি ১১ ১২:৪৫:০১

গাজায় ট্রাম্প প্রস্তাবিত বাহিনীতে যুক্ত হতে আগ্রহী বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: গাজায় স্থিতিশীলতা ফেরাতে যুক্তরাষ্ট্রের প্রস্তাবিত আন্তর্জাতিক উদ্যোগে যুক্ত হওয়ার আগ্রহ প্রকাশ করেছে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষিত ‘ইন্টারন্যাশনাল স্ট্যাবিলাইজেশন ফোর্স’-এ বাংলাদেশের সম্ভাব্য অংশগ্রহণের বিষয়ে ইতিবাচক সাড়া দিয়েছে যুক্তরাষ্ট্রও।

প্রধান উপদেষ্টার প্রেস উইং জানায়, ওয়াশিংটনে অনুষ্ঠিত এক বৈঠকে সরকারের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান যুক্তরাষ্ট্রের রাজনীতি বিষয়ক আন্ডার সেক্রেটারি অব স্টেট আলিসন হুকার এবং সহকারী পররাষ্ট্রমন্ত্রী পল কাপুরের কাছে গাজা-সংক্রান্ত এই আন্তর্জাতিক বাহিনীতে বাংলাদেশের অংশগ্রহণে আগ্রহের কথা তুলে ধরেন। যুক্তরাষ্ট্রের পক্ষ থেকেও বিষয়টিকে ‘গুরুত্বপূর্ণ’ উল্লেখ করে একসঙ্গে কাজ করার আগ্রহ প্রকাশ করা হয়।

তবে এ বিষয়ে এখন পর্যন্ত মার্কিন প্রশাসনের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো বিবৃতি দেওয়া হয়নি।

ওই বৈঠকে দুই দেশের মধ্যে বাণিজ্যিক সম্পর্ক, বাংলাদেশি ব্যবসায়ীদের জন্য ভিসা প্রক্রিয়া সহজীকরণ, রোহিঙ্গা সংকট এবং বাংলাদেশের আসন্ন জাতীয় সংসদ নির্বাচন নিয়েও আলোচনা হয়।

উল্লেখ্য, সম্প্রতি যুক্তরাষ্ট্র যেসব দেশের নাগরিকদের জন্য ভিসা বন্ড বাধ্যতামূলক করেছে, বাংলাদেশ তার মধ্যে রয়েছে। আগামী ২১ জানুয়ারি থেকে বাংলাদেশি আবেদনকারীদের জন্য এই নিয়ম কার্যকর হওয়ার কথা রয়েছে।

এই প্রেক্ষাপটে গাজায় প্রস্তাবিত আন্তর্জাতিক বাহিনীতে বাংলাদেশের অংশগ্রহণের আগ্রহ প্রকাশ সামনে আসতেই বিষয়টি নিয়ে রাজনৈতিক ও কূটনৈতিক অঙ্গনে আলোচনা শুরু হয়েছে। বিশ্লেষকদের একটি অংশ মনে করছেন, সরকারের এই অবস্থানের পেছনের কৌশলগত দিকগুলো আরও স্পষ্টভাবে ব্যাখ্যা করা প্রয়োজন।

সাবেক রাষ্ট্রদূত হুমায়ুন কবির বলেন, বৈশ্বিক অস্থিরতার প্রেক্ষাপটে ট্রাম্প প্রশাসনের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করার বার্তা দিতেই বাংলাদেশ এই আগ্রহ প্রকাশ করে থাকতে পারে। তার মতে, জাতিসংঘের আওতায় শান্তিরক্ষা কার্যক্রমে বাংলাদেশের দীর্ঘ অভিজ্ঞতা রয়েছে এবং গাজায় যদি জাতিসংঘভিত্তিক কোনো ফোর্স গঠিত হয়, তাহলে সেখানে বাংলাদেশের যুক্ত হওয়া অস্বাভাবিক নয়।

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক সাহাব এনাম খানও মনে করেন, যুক্তরাষ্ট্রের প্রস্তাবিত এ উদ্যোগে যুক্ত হওয়ার ক্ষেত্রে বাংলাদেশের জন্য বড় কোনো নেতিবাচক দিক নেই।

সরকারের অবস্থান কী?

জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমানের যুক্তরাষ্ট্র সফর নিয়ে প্রধান উপদেষ্টার প্রেস উইং প্রকাশিত বিবৃতিতে জানানো হয়, বৈঠকে অর্থনৈতিক ও বাণিজ্যিক সম্পর্ক জোরদার, রোহিঙ্গা সংকট, আঞ্চলিক নিরাপত্তা এবং আসন্ন জাতীয় নির্বাচনসহ বিভিন্ন বিষয় আলোচনায় উঠে আসে।

বৈঠকে বাংলাদেশে মার্কিন কৃষিপণ্যের আমদানি বাড়ার প্রেক্ষাপটে দুই দেশের বাণিজ্য সম্প্রসারণের সম্ভাবনার কথাও তুলে ধরেন খলিলুর রহমান। পাশাপাশি তিনি বাংলাদেশি ব্যবসায়ীদের জন্য বি-১ ভিসাকে ভিসা বন্ডের আওতা থেকে অব্যাহতির অনুরোধ জানান।

বিবৃতিতে বলা হয়, আলিসন হুকার বিষয়টি ইতিবাচকভাবে বিবেচনার আশ্বাস দেন এবং পর্যটন ভিসায় অতিরিক্ত সময় অবস্থানের হার কমলে ভিসা বন্ড নীতিমালা পুনর্বিবেচনার ইঙ্গিত দেন। একই সঙ্গে অবৈধভাবে অবস্থানরত বাংলাদেশিদের ফেরত পাঠানোর ক্ষেত্রে সহযোগিতার জন্য বাংলাদেশের প্রশংসাও করেন তিনি।

এই বিবৃতিতেই গাজায় আন্তর্জাতিক স্থিতিশীলতা বাহিনীতে বাংলাদেশের যুক্ত হওয়ার আগ্রহের কথা উল্লেখ করা হয়। তবে বাহিনীটি যুক্তরাষ্ট্র নাকি জাতিসংঘের অধীনে গঠিত হবে, এর কাঠামো ও কার্যপরিধি কী হবে এসব বিষয় এখনো চূড়ান্ত হয়নি।

ইএইচপি

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত

আজকের বাজারে স্বর্ণের দাম (১১ জানুয়ারি)

আজকের বাজারে স্বর্ণের দাম (১১ জানুয়ারি)

নিজস্ব প্রতিবেদক: বিশ্ববাজারে স্বর্ণের মূল্য ঊর্ধ্বমুখী হওয়ায় দেশের বাজারেও এর প্রভাব পড়েছে। আন্তর্জাতিক বাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন... বিস্তারিত