ঢাকা, রবিবার, ১১ জানুয়ারি ২০২৬, ২৭ পৌষ ১৪৩২

প্রাথমিকের সহকারী শিক্ষক পরীক্ষার ফল নিয়ে যা জানা গেল

২০২৬ জানুয়ারি ১০ ১৭:০৮:০৭

প্রাথমিকের সহকারী শিক্ষক পরীক্ষার ফল নিয়ে যা জানা গেল

নিজস্ব প্রতিবেদক: লাখো চাকরিপ্রার্থীর অপেক্ষার অবসান ঘটিয়ে অনুষ্ঠিত হয়েছে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগের লিখিত পরীক্ষা। পরীক্ষা শেষ হতেই এখন একটাই প্রশ্ন—কবে প্রকাশ হবে ফলাফল? সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে, খুব বেশি সময় অপেক্ষা করতে নাও হতে পারে প্রার্থীদের।

গত শুক্রবার (৯ জানুয়ারি) দেশের বিভিন্ন কেন্দ্রে একযোগে এই লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়। এবারের পরীক্ষায় অংশ নেন ১০ লাখেরও বেশি প্রার্থী। বিপুল সংখ্যক পরীক্ষার্থী ও সীমিত সংখ্যক পদের কারণে এটি দেশের ইতিহাসে অন্যতম বৃহৎ সরকারি নিয়োগ পরীক্ষা হিসেবে বিবেচিত হচ্ছে।

পরীক্ষা সংশ্লিষ্ট একাধিক সূত্র জানিয়েছে, সাধারণত প্রাথমিকের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রিলিমিনারি ফল প্রকাশ করা হয় পরীক্ষা শেষ হওয়ার ১৫ দিনের মধ্যেই। সেই হিসেবে জানুয়ারি মাসের মধ্যেই ফল প্রকাশের সম্ভাবনা রয়েছে।

এ বিষয়ে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের গবেষণা কর্মকর্তা এস এম মাহবুব শনিবার দুপুরে দ্য ডেইলি ক্যাম্পাসকে জানান, ফল প্রকাশের প্রস্তুতি ইতোমধ্যে শুরু হয়েছে। তিনি বলেন, আজ অধিদপ্তরে ফল প্রকাশ সংক্রান্ত একটি সভা অনুষ্ঠিত হচ্ছে। বিকেল ৩টা থেকে উত্তরপত্র গ্রহণের কার্যক্রম শুরু হবে।

তিনি আরও জানান, সাধারণত আমরা ১৫ দিনের মধ্যেই ফল প্রকাশ করে থাকি। তবে উত্তরপত্র যাচাইয়ের দায়িত্বে থাকা বুয়েটের বর্তমানে ভর্তি পরীক্ষা চলায় কিছুটা সময় লাগতে পারে। তারপরও আমাদের লক্ষ্য নির্ধারিত সময়ের মধ্যেই ফল প্রকাশ করা।

এর আগে ২০২৪ সালে তিন ধাপে অনুষ্ঠিত সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার ক্ষেত্রেও পরীক্ষা শেষ হওয়ার প্রায় দুই সপ্তাহের মধ্যেই প্রিলিমিনারি ফল প্রকাশ করা হয়েছিল। সেই অভিজ্ঞতার আলোকে এবারও সময়মতো ফল প্রকাশ হবে বলে আশাবাদী সংশ্লিষ্ট কর্মকর্তারা।

এমজে/

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত