ঢাকা, শুক্রবার, ৯ জানুয়ারি ২০২৬, ২৫ পৌষ ১৪৩২
ভারতের সঙ্গে বন্ধুত্ব রেখেও চোখে চোখ রেখে কথা বলা যায়: তথ্য উপদেষ্টা
নিজস্ব প্রতিবেদক: অন্তর্বর্তী সরকারের পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক ও তথ্য উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান জানিয়েছেন, ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক বন্ধুত্বপূর্ণ হলেও প্রয়োজন হলে দৃঢ় ও সরাসরি প্রতিক্রিয়া দেখানোর সুযোগও রয়েছে।
বৃহস্পতিবার দুপুরে সচিবালয়ে নিজ দফতরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, কোনো দেশের আচরণে বাংলাদেশের মর্যাদা ক্ষুণ্ণ হলে সরকার অবশ্যই প্রতিক্রিয়া জানাবে। ভারতের সঙ্গে সম্পর্কের প্রসঙ্গে তিনি বলেন, “যার সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আছে, তার সঙ্গে প্রয়োজনে চোখে চোখ রেখে কথাবার্তা বলাও সম্ভব।”
তিনি আরও যোগ করেন, বিষয়টি আসলে বাংলাদেশের পররাষ্ট্রনীতির ওপর নির্ভর করছে। সব দেশের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রাখা সরকার চাইছে, এবং ভারতও আমাদের বৃহত্তম প্রতিবেশী হিসেবে সবসময় বন্ধুত্বপূর্ণ থাকবে। তবে যখন কোনো দেশের আচরণ দেশের মর্যাদা বা নাগরিকদের নিরাপত্তার ক্ষতি করে, তখন রেসপন্স দেখানোর অধিকার আমাদের রয়েছে। তিনি উল্লেখ করেন, এটি অফিসিয়াল চ্যানেলের মাধ্যমে কার্যকর করা হয়েছে এবং এক জায়গায় প্রতিক্রিয়া দেখানো মানে সবক্ষেত্রেই একই মনোভাব গ্রহণ করা নয়।
সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, বিসিবি ও সরকারের ক্রিকেট সংক্রান্ত সিদ্ধান্তের ক্ষেত্রে দেশের মর্যাদা এবং পররাষ্ট্রনীতির গুরুত্ব রক্ষা করতে আন্তর্জাতিক মঞ্চে বাংলাদেশের অবস্থান পরিষ্কারভাবে তুলে ধরা হবে।
এছাড়া তিনি রিটার্নিং কর্মকর্তাদের নিরপেক্ষতার বিষয়ে বলেন, যদি কোনো প্রার্থী বা দল প্রমাণ দিতে পারে যে কোনো রিটার্নিং অফিসার পক্ষপাতিত্ব করেছেন বা দ্বিমুখী আচরণ করেছেন, তবে নির্বাচন কমিশন বিষয়টি খতিয়ে দেখবে। সরকারের দৃষ্টি এলে এবং যথাযথ তথ্য থাকলে, সরকারও নির্বাচন কমিশনের কাছে ব্যবস্থা গ্রহণের জন্য সুপারিশ করবে।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাকা ক্যাপিটালস বনাম সিলেট টাইটান্স: বোলিংয়ে ঢাকা-দেখুন সরাসরি (LIVE)
- সিলেট বনাম চট্টগ্রামের খেলা চলছে: ম্যাচটি সরাসরি দেখুন( LIVE)
- সিলেটে মুখোমুখি সিলেট টাইটান্স ও রংপুর রাইডার্স-দেখুন সরাসরি (LIVE)
- জগন্নাথ বিশ্ববিদ্যালয়‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ
- চট্টগ্রাম বনাম রংপুরের ম্যাচটি শেষ: জানুন ফলাফল
- ঢাকা ক্যাপিটালস বনাম নোয়াখালী এক্সপ্রেসের খেলা শেষ-দেখুন ফলাফল
- নোয়াখালী বনাম রাজশাহী: জমজমাট খেলাটি শেষ-জানুন ফলাফল
- নোয়াখালী এক্সপ্রেস বনাম ঢাকা ক্যাপিটালস: খেলাটি সরাসরি দেখুন (LIVE)
- ঢাকা ক্যাপিটালস-সিলেট টাইটান্সের জমজমাট খেলা শেষ-দেখুন ফলাফল
- ঢাবি ব্যবসায় শিক্ষা ইউনিটের ফল প্রকাশ, প্রথম হলেন যারা
- নোয়াখালী বনাম সিলেটের জমজমাট ম্যাচটি শেষ: দেখে নিন ফলাফল
- সিলেট বনাম রংপুর: ৬ উইকেটে বিশাল জয়-দেখুন ফলাফল
- দীর্ঘ সংকট কাটাতে বাজারে ১০ শক্তিশালী কোম্পানি আনছে সরকার
- চলছে সিলেট বনাম নোয়াখালীর ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন (LIVE)
- শেয়ারবাজারে নতুন নামে আসছে তালিকাভুক্ত কোম্পানি