ঢাকা, বৃহস্পতিবার, ৮ জানুয়ারি ২০২৬, ২৪ পৌষ ১৪৩২

মাসব্যাপী টিকিটে ১৪ শতাংশ ছাড় দিচ্ছে নভোএয়ার

২০২৬ জানুয়ারি ০৮ ১৫:৩৩:৫৩

মাসব্যাপী টিকিটে ১৪ শতাংশ ছাড় দিচ্ছে নভোএয়ার

নিজস্ব প্রতিবেদক: দেশের অন্যতম বেসরকারি বিমান সংস্থা নভোএয়ার আগামীকাল ৯ জানুয়ারি সাফল্যের সঙ্গে ১৩ বছর পূর্ণ করে ১৪তম বর্ষে পদার্পণ করতে যাচ্ছে। এই বিশেষ মাইলফলক উদযাপন উপলক্ষে সম্মানিত যাত্রীদের জন্য মাসব্যাপী টিকিটের মূল্যে ১৪ শতাংশ বিশেষ ছাড়ের ঘোষণা দিয়েছে প্রতিষ্ঠানটি।

আজ বৃহস্পতিবার (৮ জানুয়ারি) থেকেই নভোএয়ার তাদের প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচি শুরু করেছে। নভোএয়ার কর্তৃপক্ষ জানিয়েছে, এই আকর্ষণীয় অফারটি উপভোগ করতে যাত্রীরা নভোএয়ারের বিক্রয়কেন্দ্র, অফিশিয়াল ওয়েবসাইট এবং মোবাইল অ্যাপ থেকে টিকিট সংগ্রহ করতে পারবেন। যারা অনলাইনে (ওয়েবসাইট ও অ্যাপ) টিকিট কিনবেন, তাদের VQANNI14 প্রমোকোডটি ব্যবহার করতে হবে।

২০১৩ সালের ৯ জানুয়ারি ঢাকা থেকে চট্টগ্রাম রুটে প্রথম ফ্লাইট পরিচালনার মাধ্যমে নভোএয়ারের যাত্রা শুরু হয়। গত ১৩ বছরে প্রতিষ্ঠানটি মোট ১ লাখ ৪২ হাজারেরও বেশি ফ্লাইট পরিচালনা করেছে এবং প্রায় ৮০ লাখের বেশি যাত্রীকে সেবা দিয়েছে। উন্নত যাত্রীসেবা, সঠিক সময়ে ফ্লাইট পরিচালনা এবং নিরাপত্তার ক্ষেত্রে নভোএয়ার আকাশপথে একটি আস্থাশীল নাম হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছে।

যাত্রীসেবাকে আরও আধুনিক করতে নভোএয়ার দেশে প্রথম ফ্রিকোয়েন্ট ফ্লায়ার প্রোগ্রাম ‘স্মাইলস’ (Smiles) চালু করে। এছাড়াও তাদের রয়েছে নিজস্ব মোবাইল অ্যাপ, ওয়েব চেক-ইন সুবিধা এবং কো-ব্র্যান্ডেড কার্ড। স্মাইলস মেম্বারদের জন্য বিভিন্ন ব্র্যান্ডে বিশেষ ছাড় এবং বোর্ডিং পাস প্রিভিলেজ প্রোগ্রামও বেশ জনপ্রিয়।

নভোএয়ারের ব্যবস্থাপনা পরিচালক মফিজুর রহমান প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সংশ্লিষ্ট সকল কর্তৃপক্ষ, ব্যবসায়িক সহযোগী ও যাত্রীদের শুভেচ্ছা জানিয়ে বলেন, “আমরা নিরাপদ ভ্রমণ ও সময়ানুবর্তিতা নিশ্চিত করতে সব সময় প্রতিশ্রুতিবদ্ধ। চ্যালেঞ্জ মোকাবিলা করে নভোএয়ার আজ আকাশপথে বিশ্বস্ত প্রতিষ্ঠানে পরিণত হয়েছে। ভবিষ্যতে অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক রুট সম্প্রসারণের মাধ্যমে আমরা সেবার মান আরও উন্নত করতে চাই।”

বর্তমানে নভোএয়ার প্রতিদিন ঢাকা থেকে চট্টগ্রাম, কক্সবাজার, সিলেট ও সৈয়দপুর রুটে নিয়মিত ফ্লাইট পরিচালনা করছে। বিস্তারিত তথ্যের জন্য গ্রাহকরা ১৩৬০৩ নম্বরে যোগাযোগ করতে পারেন।

এসপি

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত