ঢাকা, বৃহস্পতিবার, ৮ জানুয়ারি ২০২৬, ২৪ পৌষ ১৪৩২
নির্বাচন ও গণভোটে ৭ দিন মাঠে থাকবে আইনশৃঙ্খলা বাহিনী
নিজস্ব প্রতিবেদক: আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হতে যাওয়া ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে ঘিরে নিটোল নিরাপত্তা নিশ্চিত করতে বিশেষ পরিকল্পনা গ্রহণ করেছে সরকার। ভোটের আগে ও পরে মোট ৭ দিন অর্থাৎ ৮ থেকে ১৪ ফেব্রুয়ারি পর্যন্ত পুলিশ, আনসার, র্যাব ও বিজিবির পাশাপাশি মাঠে থাকবে সশস্ত্র বাহিনী।
মঙ্গলবার (৬ জানুয়ারি) স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে জারি করা এক বিশেষ পরিপত্রে এই তথ্য জানানো হয়েছে। পরিপত্রে বলা হয়েছে, নির্বাচন অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে স্থানীয় বেসামরিক প্রশাসনকে সহায়তা দিতে ‘ইন এইড টু দ্য সিভিল পাওয়ার’-এর আওতায় সশস্ত্র বাহিনী মোতায়েন করা হবে।
নিরাপত্তা ব্যবস্থা মূলত দুই পর্বে বিন্যস্ত থাকবে। বর্তমানে যারা মোতায়েন রয়েছেন তারা প্রথম পর্বের দায়িত্ব পালন করবেন। আর দ্বিতীয় পর্বে ৮ ফেব্রুয়ারি থেকে ১৪ ফেব্রুয়ারি পর্যন্ত নির্বাচনী বিশেষ নিরাপত্তার দায়িত্বে থাকবেন আইনশৃঙ্খলা বাহিনীর সকল সদস্য।
স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানায়, নির্বাচনী এলাকায় শান্তি-শৃঙ্খলা রক্ষায় সশস্ত্র বাহিনী, বিজিবি, কোস্টগার্ড, র্যাব, পুলিশ, এপিবিএন ও আনসার ব্যাটালিয়ন মোবাইল এবং স্ট্রাইকিং ফোর্স হিসেবে সক্রিয় থাকবে। উপকূলীয় এলাকায় কোস্টগার্ড এবং অন্যান্য এলাকাগুলোতে বিজিবি, র্যাব ও পুলিশ জেলা ও উপজেলা ভিত্তিক দায়িত্ব পালন করবে। সকল বাহিনীই সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তার নির্দেশনা ও পরামর্শ অনুযায়ী কাজ করবে।
পুরো নিরাপত্তা কার্যক্রম তদারকিতে একটি কেন্দ্রীয় ‘আইনশৃঙ্খলা সমন্বয় সেল’ গঠন করা হবে, যেখানে প্রতিটি বাহিনীর প্রতিনিধি থাকবেন। এছাড়া জরুরি সেবা ৯৯৯-এ একটি বিশেষ টিম থাকবে যারা সরাসরি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে যোগাযোগ রক্ষা করবে।
পরিপত্রে আরও বলা হয়েছে, সংবেদনশীল ভোটকেন্দ্রগুলোতে বাড়তি ফোর্স মোতায়েনের পাশাপাশি নির্বাচনকে প্রভাবমুক্ত করতে যৌথ বাহিনীর মাধ্যমে অবৈধ অস্ত্র উদ্ধার এবং সন্ত্রাসীদের গ্রেপ্তারে দেশব্যাপী চিরুনি অভিযান ও চেকপয়েন্ট বসিয়ে তল্লাশি চালানোর নির্দেশ দেওয়া হয়েছে।
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাকা ক্যাপিটালস বনাম সিলেট টাইটান্স: বোলিংয়ে ঢাকা-দেখুন সরাসরি (LIVE)
- সিলেট বনাম চট্টগ্রামের খেলা চলছে: ম্যাচটি সরাসরি দেখুন( LIVE)
- চলছে ঢাকা বনাম চট্টগ্রামের ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন (LIVE)
- সিলেটে মুখোমুখি সিলেট টাইটান্স ও রংপুর রাইডার্স-দেখুন সরাসরি (LIVE)
- জগন্নাথ বিশ্ববিদ্যালয়‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ
- চট্টগ্রাম বনাম রংপুরের ম্যাচটি শেষ: জানুন ফলাফল
- চট্টগ্রাম বনাম ঢাকা: ১০ উইকেটে বিশাল জয়-দেখুন ফলাফল
- ঢাকা ক্যাপিটালস বনাম নোয়াখালী এক্সপ্রেসের খেলা শেষ-দেখুন ফলাফল
- নোয়াখালী এক্সপ্রেস বনাম ঢাকা ক্যাপিটালস: খেলাটি সরাসরি দেখুন (LIVE)
- নোয়াখালী বনাম রাজশাহী: জমজমাট খেলাটি শেষ-জানুন ফলাফল
- ঢাবি ব্যবসায় শিক্ষা ইউনিটের ফল প্রকাশ, প্রথম হলেন যারা
- সিলেট বনাম রংপুর: ৬ উইকেটে বিশাল জয়-দেখুন ফলাফল
- নোয়াখালী বনাম সিলেটের জমজমাট ম্যাচটি শেষ: দেখে নিন ফলাফল
- চলছে সিলেট বনাম নোয়াখালীর ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন (LIVE)
- দীর্ঘ সংকট কাটাতে বাজারে ১০ শক্তিশালী কোম্পানি আনছে সরকার