ঢাকা, শুক্রবার, ৯ জানুয়ারি ২০২৬, ২৪ পৌষ ১৪৩২

শহিদদের পরিচয় শনাক্তে সিআইডির প্রতিবেদন প্রধান উপদেষ্টাকে হস্তান্তর

২০২৬ জানুয়ারি ০৭ ২০:৩৫:৪৩

শহিদদের পরিচয় শনাক্তে সিআইডির প্রতিবেদন প্রধান উপদেষ্টাকে হস্তান্তর

নিজস্ব প্রতিবেদক: জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের সময় রাজধানীর রায়ের বাজারে বেওয়ারিশ হিসেবে দাফন করা ১১৪টি মৃতদেহ থেকে ডিএনএ নমুনা সংগ্রহ করে ৮ জন শহিদের পরিচয় শনাক্ত করেছে সিআইডি।

বুধবার (৭ জানুয়ারি) রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এই সংক্রান্ত একটি বিস্তারিত প্রতিবেদন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের কাছে হস্তান্তর করা হয়।

মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে স্বরাষ্ট্র ও স্বাস্থ্য মন্ত্রণালয়ের সহযোগিতায় গত ৭ ডিসেম্বর থেকে ২৭ ডিসেম্বর পর্যন্ত এই ডিএনএ নমুনা সংগ্রহ কার্যক্রম চলে। সিআইডি জানিয়েছে, এখন পর্যন্ত ৯টি পরিবার তাদের নিখোঁজ স্বজনের সন্ধানে ডিএনএ নমুনা প্রদান করেছে, যার মধ্যে ৮ জনের পরিচয় নিশ্চিত হওয়া গেছে। শনাক্ত হওয়া প্রতিটি দেহেই বুলেটের আঘাত পাওয়া গেছে।

শনাক্ত হওয়া ৮ শহিদ হলেন:

১. শহিদ সোহেল রানা (৩৮)

২. শহিদ রফিকুল ইসলাম (৫২)

৩. শহিদ আসাদুল্লাহ (৩২)

৪. শহিদ মাহিন মিয়া (৩২)

৫. শহিদ ফয়সাল সরকার (২৬)

৬. শহিদ পারভেজ বেপারী (২৩)

৭. শহিদ কাবিল হোসেন (৫৮)

৮. শহিদ রফিকুল ইসলাম (২৯)

প্রতিবেদন গ্রহণ করে প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস এই উদ্যোগকে ন্যায়ের পথে একটি বড় মাইলফলক হিসেবে অভিহিত করেন। তিনি বলেন, “তৎকালীন সরকার যে বর্বরোচিত ঘটনা ঘটিয়েছে তা সভ্য সমাজে অকল্পনীয়। নিজ দেশের নাগরিককে হত্যা করে গণকবর দেওয়া সভ্য রাষ্ট্র হতে পারে না।” তিনি আরও বলেন, এই কার্যক্রম প্রমাণ করে সত্যকে চিরদিন ধামাচাপা দিয়ে রাখা যায় না এবং এটি নিখোঁজ পরিবারগুলোর দীর্ঘদিনের যন্ত্রণার অবসান ঘটাবে।

বৈঠকে সিআইডি প্রধান অতিরিক্ত আইজিপি মো. ছিবগাত উল্লাহ এক আবেগঘন ঘটনার কথা উল্লেখ করেন। তিনি জানান, এক শহিদের মা নিয়মিত সিআইডিতে আসতেন এবং রায়ের বাজারে একটি নির্দিষ্ট গাছের নিচে তার সন্তানের লাশ আছে বলে বিশ্বাস করতেন। ডিএনএ পরীক্ষায় বিস্ময়করভাবে ওই গাছের নিচ থেকেই তার সন্তানের মৃতদেহ শনাক্ত করা হয়েছে।

সিআইডি এই কার্যক্রমের আন্তর্জাতিক মান বজায় রাখতে ফরেনসিক বিশেষজ্ঞ ড. মরিস টিডবাল বিনজের পরামর্শ গ্রহণ করেছে। জুলাই-আগস্ট আন্দোলনে যাদের পরিবারের সদস্য নিখোঁজ হয়েছেন, তাদের সিআইডির হটলাইন নম্বর **০১৩২০০১৯৯৯৯**-এ যোগাযোগ করার অনুরোধ জানানো হয়েছে।

বৈঠকে মুক্তিযোদ্ধা উপদেষ্টা ফারুক-ই-আজমসহ সিআইডি ও ফরেনসিক বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এসপি

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত