ঢাকা, বৃহস্পতিবার, ৮ জানুয়ারি ২০২৬, ২৪ পৌষ ১৪৩২

জকসু নির্বাচনে হাড্ডাহাড্ডি লড়াই, ১৮ কেন্দ্রের ফল প্রকাশ

২০২৬ জানুয়ারি ০৭ ১৬:২৮:৩৪

জকসু নির্বাচনে হাড্ডাহাড্ডি লড়াই, ১৮ কেন্দ্রের ফল প্রকাশ

নিজস্ব প্রতিবেদক: জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) নির্বাচনে এখন পর্যন্ত ১৮টি ভোটকেন্দ্রের ফল প্রকাশ করেছে নির্বাচন কমিশন। ঘোষিত ফলাফলে ভিপি পদে হাড্ডাহাড্ডি লড়াইয়ে এগিয়ে রয়েছেন ছাত্রদল সমর্থিত প্রার্থী একেএম রাকিব।

প্রাপ্ত তথ্যে জানা গেছে, ভিপি পদে একেএম রাকিব পেয়েছেন ২ হাজার ২৯১ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছাত্রশিবির সমর্থিত প্রার্থী রিয়াজুল ইসলাম পেয়েছেন ২ হাজার ২৮১ ভোট। দুই প্রার্থীর ব্যবধান মাত্র ১০ ভোট।

এদিকে কেন্দ্রীয় সংসদের অপর দুই শীর্ষ পদ জিএস ও এজিএস-এ এগিয়ে রয়েছে শিবির সমর্থিত ‘অদম্য জবিয়ান ঐক্য’ প্যানেল। অন্যদিকে ভিপি পদে এগিয়ে আছে ছাত্রদল ও ছাত্রঅধিকার সমর্থিত ‘ঐক্যবদ্ধ নির্ভীক জবিয়ান’ প্যানেল।

বুধবার (৭ জানুয়ারি) ভোর সাড়ে ৩টা পর্যন্ত ঘোষিত ফলাফলে দেখা যায়, জিএস পদে শিবির প্যানেলের প্রার্থী আব্দুল আলিম আরিফ পেয়েছেন ২ হাজার ৫৬৩ ভোট। একই পদে ছাত্রদল প্যানেলের খাদিজাতুল কুবরা পেয়েছেন ১ হাজার ৬৬ ভোট।

এজিএস পদে শিবির সমর্থিত প্রার্থী মাসুদ রানা ২ হাজার ২৬১ ভোট পেয়ে এগিয়ে আছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছাত্রদল প্যানেলের আতিকুর রহমান তানজিল পেয়েছেন ১ হাজার ৮০৩ ভোট।

সর্বশেষ সমাজকর্ম, সমাজবিজ্ঞান, ল অ্যান্ড ল্যান্ড অ্যাডমিনিস্ট্রেশন এবং পরিসংখ্যান বিভাগের চারটি কেন্দ্রের ফল ঘোষণা করা হয়েছে। এসব কেন্দ্রেই ভিপি, জিএস ও এজিএস—তিনটি পদেই শিবির সমর্থিত প্রার্থীরা এগিয়ে রয়েছেন।

তবে সামগ্রিক ফলাফলে শীর্ষ দুই পদসহ অধিকাংশ সম্পাদকীয় পদে শিবির প্যানেল এগিয়ে থাকলেও পাঠাগার সম্পাদক ও সংস্কৃতি সম্পাদক পদে এখনো ছাত্রদল সমর্থিত প্রার্থীরা এগিয়ে আছেন। নির্বাহী সদস্য পদেও ছাত্রদল প্যানেলের কয়েকজন প্রার্থী ভালো অবস্থানে রয়েছেন।

উল্লেখ্য, যান্ত্রিক ত্রুটির কারণে জকসু নির্বাচনের ভোট গণনা দীর্ঘ সময় বন্ধ ছিল। পরে ম্যানুয়াল ও মেশিন উভয় পদ্ধতিতে পুনরায় গণনা শুরু হলেও এখনও পুরো প্রক্রিয়া শেষ হয়নি। মঙ্গলবার (৬ জানুয়ারি) দিবাগত রাত পৌনে ১টার দিকে প্রায় পাঁচ ঘণ্টা পর ভোট গণনা আবার শুরু হয়। এখনো ২১টি কেন্দ্রের ফলাফল ঘোষণা বাকি রয়েছে।

ইএইচপি

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত

চবি ‘ডি’ ইউনিটের ফল প্রকাশ

চবি ‘ডি’ ইউনিটের ফল প্রকাশ

নিজস্ব প্রতিবেদক: চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ২০২৫-২৬ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) শ্রেণির ভর্তি পরীক্ষা নিয়ে সামাজিক বিজ্ঞান অনুষদের ‘ডি’ ইউনিটের ফলাফল প্রকাশিত হয়েছে।... বিস্তারিত