ঢাকা, বৃহস্পতিবার, ৮ জানুয়ারি ২০২৬, ২৪ পৌষ ১৪৩২
জকসু নির্বাচনে হাড্ডাহাড্ডি লড়াই, ১৮ কেন্দ্রের ফল প্রকাশ
নিজস্ব প্রতিবেদক: জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) নির্বাচনে এখন পর্যন্ত ১৮টি ভোটকেন্দ্রের ফল প্রকাশ করেছে নির্বাচন কমিশন। ঘোষিত ফলাফলে ভিপি পদে হাড্ডাহাড্ডি লড়াইয়ে এগিয়ে রয়েছেন ছাত্রদল সমর্থিত প্রার্থী একেএম রাকিব।
প্রাপ্ত তথ্যে জানা গেছে, ভিপি পদে একেএম রাকিব পেয়েছেন ২ হাজার ২৯১ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছাত্রশিবির সমর্থিত প্রার্থী রিয়াজুল ইসলাম পেয়েছেন ২ হাজার ২৮১ ভোট। দুই প্রার্থীর ব্যবধান মাত্র ১০ ভোট।
এদিকে কেন্দ্রীয় সংসদের অপর দুই শীর্ষ পদ জিএস ও এজিএস-এ এগিয়ে রয়েছে শিবির সমর্থিত ‘অদম্য জবিয়ান ঐক্য’ প্যানেল। অন্যদিকে ভিপি পদে এগিয়ে আছে ছাত্রদল ও ছাত্রঅধিকার সমর্থিত ‘ঐক্যবদ্ধ নির্ভীক জবিয়ান’ প্যানেল।
বুধবার (৭ জানুয়ারি) ভোর সাড়ে ৩টা পর্যন্ত ঘোষিত ফলাফলে দেখা যায়, জিএস পদে শিবির প্যানেলের প্রার্থী আব্দুল আলিম আরিফ পেয়েছেন ২ হাজার ৫৬৩ ভোট। একই পদে ছাত্রদল প্যানেলের খাদিজাতুল কুবরা পেয়েছেন ১ হাজার ৬৬ ভোট।
এজিএস পদে শিবির সমর্থিত প্রার্থী মাসুদ রানা ২ হাজার ২৬১ ভোট পেয়ে এগিয়ে আছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছাত্রদল প্যানেলের আতিকুর রহমান তানজিল পেয়েছেন ১ হাজার ৮০৩ ভোট।
সর্বশেষ সমাজকর্ম, সমাজবিজ্ঞান, ল অ্যান্ড ল্যান্ড অ্যাডমিনিস্ট্রেশন এবং পরিসংখ্যান বিভাগের চারটি কেন্দ্রের ফল ঘোষণা করা হয়েছে। এসব কেন্দ্রেই ভিপি, জিএস ও এজিএস—তিনটি পদেই শিবির সমর্থিত প্রার্থীরা এগিয়ে রয়েছেন।
তবে সামগ্রিক ফলাফলে শীর্ষ দুই পদসহ অধিকাংশ সম্পাদকীয় পদে শিবির প্যানেল এগিয়ে থাকলেও পাঠাগার সম্পাদক ও সংস্কৃতি সম্পাদক পদে এখনো ছাত্রদল সমর্থিত প্রার্থীরা এগিয়ে আছেন। নির্বাহী সদস্য পদেও ছাত্রদল প্যানেলের কয়েকজন প্রার্থী ভালো অবস্থানে রয়েছেন।
উল্লেখ্য, যান্ত্রিক ত্রুটির কারণে জকসু নির্বাচনের ভোট গণনা দীর্ঘ সময় বন্ধ ছিল। পরে ম্যানুয়াল ও মেশিন উভয় পদ্ধতিতে পুনরায় গণনা শুরু হলেও এখনও পুরো প্রক্রিয়া শেষ হয়নি। মঙ্গলবার (৬ জানুয়ারি) দিবাগত রাত পৌনে ১টার দিকে প্রায় পাঁচ ঘণ্টা পর ভোট গণনা আবার শুরু হয়। এখনো ২১টি কেন্দ্রের ফলাফল ঘোষণা বাকি রয়েছে।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- রাজশাহী ওয়ারিয়র্স বনাম রংপুর রাইডার্স: খেলাটি সরাসরি দেখুন (LIVE)
- সিলেট বনাম চট্টগ্রামের খেলা চলছে: ম্যাচটি সরাসরি দেখুন( LIVE)
- চলছে ঢাকা বনাম চট্টগ্রামের ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন (LIVE)
- জগন্নাথ বিশ্ববিদ্যালয়‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ
- সিলেটে মুখোমুখি সিলেট টাইটান্স ও রংপুর রাইডার্স-দেখুন সরাসরি (LIVE)
- চট্টগ্রাম বনাম রংপুরের ম্যাচটি শেষ: জানুন ফলাফল
- চট্টগ্রাম বনাম ঢাকা: ১০ উইকেটে বিশাল জয়-দেখুন ফলাফল
- ঢাকা ক্যাপিটালস বনাম নোয়াখালী এক্সপ্রেসের খেলা শেষ-দেখুন ফলাফল
- নোয়াখালী এক্সপ্রেস বনাম ঢাকা ক্যাপিটালস: খেলাটি সরাসরি দেখুন (LIVE)
- ঢাবি ব্যবসায় শিক্ষা ইউনিটের ফল প্রকাশ, প্রথম হলেন যারা
- সিলেট বনাম রংপুর: ৬ উইকেটে বিশাল জয়-দেখুন ফলাফল
- নোয়াখালী বনাম সিলেটের জমজমাট ম্যাচটি শেষ: দেখে নিন ফলাফল
- চলছে সিলেট বনাম নোয়াখালীর ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন (LIVE)
- শেয়ারবাজারে নতুন নামে আসছে তালিকাভুক্ত কোম্পানি
- দীর্ঘ সংকট কাটাতে বাজারে ১০ শক্তিশালী কোম্পানি আনছে সরকার