ঢাকা, বৃহস্পতিবার, ৮ জানুয়ারি ২০২৬, ২৪ পৌষ ১৪৩২
সূচক বাড়ায় লেনদেনে গতি, বিনিয়োগকারীদের স্বস্তি
নিজস্ব প্রতিবেদক : টানা দুই কার্যদিবসের পতনের পর বুধবার (০৭ জানুয়ারি, ২০২৬) সূচকের ঊর্ধ্বগতিতে লেনদেন শেষ হয়েছে শেয়ারবাজারে। দিনের শুরু থেকেই প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচক বাড়তির দিকে ছিল, যা লেনদেনের শেষ পর্যন্ত অব্যাহত থাকে।
সূচক বৃদ্ধির প্রভাবে দিনশেষে টাকার অংকে লেনদেনের পরিমাণও বেড়েছে। পাশাপাশি লেনদেনে অংশ নেওয়া অধিকাংশ প্রতিষ্ঠানের শেয়ার দর ঊর্ধ্বমুখী ছিল। বাজার সংশ্লিষ্টদের মতে, এই ইতিবাচক ধারা অব্যাহত থাকলে আগামী দিনে সূচক ও লেনদেন আরও উচ্চ পর্যায়ে পৌঁছাতে পারে।
বাজার পর্যালোচনায় দেখা যায়, বুধবার সপ্তাহের চতুর্থ কর্মদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স ৩৯.০৯ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৪ হাজার ৯৯২.৬৯ পয়েন্টে। এদিন অন্য দুই সূচকের মধ্যে ডিএসইএস ৩.৯০ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ৯.৩৭ পয়েন্টে। আর ডিএসই-৩০ সূচক ১৭.৮৪ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ৯১৩.৩৭ পয়েন্টে।
আজ ডিএসইতে মোট ৩৮৮টি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নেয়। এর মধ্যে ১৯৩টির দর বেড়েছে, ১৩১টির দর কমেছে এবং ৬৪টির দর অপরিবর্তিত রয়েছে।
ডিএসইতে এদিন প্রায় ৪৬৫ কোটি ৬৮ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। আগের দিন লেনদেন হয়েছিল প্রায় ৪৫৪ কোটি ৬৯ লাখ টাকার। আগের দিনের তুলনায় লেনদেন বেড়েছে প্রায় ১১ কোটি টাকা।
এদিকে, অপর শেয়ারবাজার চট্টগ্রাম এক্সচেঞ্জে (সিএসই) আজ ১২ কোটি ৮০ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগেরদিন সিএসইতে ১১ কোটি ৭৪ লাখ শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছিল।
আজ সিএসইতে লেনদেন হওয়া ১৪৯টি প্রতিষ্ঠানের মধ্যে শেয়ার ও ইউনিট দর বেড়েছে ৭৯টির, কমেছে ৪৬টির এবং পরিবর্তন হয়নি ২৪টির।
এদিন সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ১০৭.৭৫ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৩ হাজার ৯৭৫.২৪ পয়েন্টে। আগেরদিন সূচক সিএএসপিআই ২২.৬২ পয়েন্ট বেড়েছিল।
এসএ খান/
শেয়ারবাজারের বিশ্লেষণ ও ইনসাইড স্টোরি পেতে আমাদের পেজ ফলো করুন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- রাজশাহী ওয়ারিয়র্স বনাম রংপুর রাইডার্স: খেলাটি সরাসরি দেখুন (LIVE)
- চলছে ঢাকা বনাম চট্টগ্রামের ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন (LIVE)
- সিলেট বনাম চট্টগ্রামের খেলা চলছে: ম্যাচটি সরাসরি দেখুন( LIVE)
- জগন্নাথ বিশ্ববিদ্যালয়‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ
- সিলেটে মুখোমুখি সিলেট টাইটান্স ও রংপুর রাইডার্স-দেখুন সরাসরি (LIVE)
- সিলেট টাইটান্স ও ঢাকা ক্যাপিটালসের খেলা শেষ-জেনে নিন ফলাফল
- চট্টগ্রাম বনাম রংপুরের ম্যাচটি শেষ: জানুন ফলাফল
- চট্টগ্রাম বনাম ঢাকা: ১০ উইকেটে বিশাল জয়-দেখুন ফলাফল
- ঢাকা ক্যাপিটালস বনাম নোয়াখালী এক্সপ্রেসের খেলা শেষ-দেখুন ফলাফল
- নোয়াখালী এক্সপ্রেস বনাম ঢাকা ক্যাপিটালস: খেলাটি সরাসরি দেখুন (LIVE)
- ঢাবি ব্যবসায় শিক্ষা ইউনিটের ফল প্রকাশ, প্রথম হলেন যারা
- সিলেট বনাম রংপুর: ৬ উইকেটে বিশাল জয়-দেখুন ফলাফল
- নোয়াখালী বনাম সিলেটের জমজমাট ম্যাচটি শেষ: দেখে নিন ফলাফল
- চলছে সিলেট বনাম নোয়াখালীর ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন (LIVE)
- শেয়ারবাজারে নতুন নামে আসছে তালিকাভুক্ত কোম্পানি