ঢাকা, বুধবার, ৭ জানুয়ারি ২০২৬, ২৩ পৌষ ১৪৩২
উৎসবে মুখর জবি ক্যাম্পাস, জকসু নির্বাচনের ভোটগ্রহণ চলছে
নিজস্ব প্রতিবেদক: দীর্ঘ প্রতীক্ষা, স্থগিতাদেশ ও আন্দোলনের অধ্যায় পেরিয়ে অবশেষে ভোটের উৎসবে ফিরেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়। জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) নির্বাচনের ভোটগ্রহণ শুরু হয়েছে আজ মঙ্গলবার সকাল ৯টায়। বিকেল ৩টা পর্যন্ত চলবে এই ভোটগ্রহণ। নির্বাচনী পরিবেশ ঘিরে শিক্ষার্থীদের মধ্যে সকাল থেকেই চোখে পড়ছে ব্যাপক উৎসাহ ও প্রত্যাশা।
বিশ্ববিদ্যালয়ের মোট ৩৯টি কেন্দ্রে স্থাপন করা হয়েছে ১৭৮টি বুথ। একই দিনে অনুষ্ঠিত হচ্ছে বিশ্ববিদ্যালয়ের একমাত্র নারী হল সংসদ নির্বাচনও। নির্বাচন ঘিরে ক্যাম্পাস ও আশপাশের এলাকায় জোরদার করা হয়েছে নিরাপত্তা ব্যবস্থা। বিশ্ববিদ্যালয় চত্বরে পুলিশের পাশাপাশি দায়িত্ব পালন করছে রোভার স্কাউট ও বিএনসিসির সদস্যরা।
এবারের জকসু ও হল সংসদ নির্বাচনে মোট ভোটার সংখ্যা ১৬ হাজার ৬৪৫ জন। সকাল থেকেই ভোটারদের কেন্দ্রে কেন্দ্রে উপস্থিতি লক্ষ্য করা যাচ্ছে।
নির্বাচনে জকসুর ২১টি পদের বিপরীতে প্রতিদ্বন্দ্বিতা করছেন ১৫৭ জন প্রার্থী। পাশাপাশি হল সংসদের ১৩টি পদের জন্য লড়ছেন ৩৩ জন প্রার্থী। হলের ভোটারদের কেন্দ্রীয় সংসদ ও হল সংসদের জন্য আলাদাভাবে ভোট দিতে হচ্ছে। ভোটগ্রহণ শেষে ছয়টি গণনা মেশিনে ব্যালট গণনা করা হবে। ফলাফল ঘোষণা করা হবে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় অডিটোরিয়ামে এবং সরাসরি দেখানো হবে এলইডি স্ক্রিনে।
নির্বাচনে অংশ নেওয়া উল্লেখযোগ্য প্যানেলগুলোর মধ্যে রয়েছে ছাত্রদল সমর্থিত ‘ঐক্যবদ্ধ নির্ভীক জবিয়ান’, ছাত্রশিবির সমর্থিত ‘অদম্য জবিয়ান ঐক্য’, ছাত্রশক্তি সমর্থিত ‘ঐক্যবদ্ধ জবিয়ান’ এবং বামপন্থী মওলানা ভাসানী ব্রিগেড প্যানেল। এসবের বাইরে স্বতন্ত্র প্রার্থীরাও নির্বাচনে অংশ নিয়েছেন।
উল্লেখ্য, গত ৩০ ডিসেম্বর জকসু নির্বাচনের ভোটগ্রহণের কথা থাকলেও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে জরুরি সিন্ডিকেট সভা ডেকে নির্বাচন স্থগিত করে বিশ্ববিদ্যালয় প্রশাসন। পরবর্তীতে শিক্ষার্থীদের বিক্ষোভ ও দাবির মুখে পুনরায় ৬ জানুয়ারি ভোটগ্রহণের নতুন তারিখ ঘোষণা করা হয়।
নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, এবারের নির্বাচনে মোট ভোটার ১৬ হাজার ৪৪৫ জন। এর মধ্যে নারী ভোটার ৮ হাজার ৪৭৯ জন এবং পুরুষ ভোটার ৮ হাজার ১৭০ জন। কেন্দ্রীয় সংসদ ও হল সংসদ মিলিয়ে মোট প্রার্থী সংখ্যা ১৯০ জন।
সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে নির্বাচন সম্পন্ন করতে সব কেন্দ্রে প্রিসাইডিং ও পোলিং অফিসাররা দায়িত্ব পালন করছেন। পাশাপাশি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও স্বেচ্ছাসেবক দলের সদস্যরা সার্বিক নিরাপত্তায় নিয়োজিত রয়েছেন।
ভোটগ্রহণকে ঘিরে ক্যাম্পাসে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। বিভিন্ন প্যানেল ও স্বতন্ত্র প্রার্থীরা শিক্ষার্থীদের ভোটকেন্দ্রে গিয়ে ভোটাধিকার প্রয়োগের আহ্বান জানাচ্ছেন এবং শেষ মুহূর্তে ভোট ও দোয়া চাইছেন।
নির্বাচন প্রসঙ্গে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মুহাম্মদ তাজাম্মুল হক বলেন, সার্বিক নিরাপত্তা ব্যবস্থায় কোনো ঘাটতি রাখা হয়নি। নির্বাচন শেষ না হওয়া পর্যন্ত এই প্রস্তুতি অব্যাহত থাকবে বলে আমরা আশাবাদী।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- রাজশাহী ওয়ারিয়র্স বনাম রংপুর রাইডার্স: খেলাটি সরাসরি দেখুন (LIVE)
- ঢাকা ক্যাপিটালস বনাম সিলেট টাইটান্স: খেলাটি সরাসরি দেখুন (LIVE)
- চলছে ঢাকা বনাম চট্টগ্রামের ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন (LIVE)
- সিলেটে মুখোমুখি সিলেট টাইটান্স ও রংপুর রাইডার্স-দেখুন সরাসরি (LIVE)
- জগন্নাথ বিশ্ববিদ্যালয়‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ
- সিলেট টাইটান্স ও ঢাকা ক্যাপিটালসের খেলা শেষ-জেনে নিন ফলাফল
- চট্টগ্রাম বনাম রংপুরের ম্যাচটি শেষ: জানুন ফলাফল
- চট্টগ্রাম বনাম ঢাকা: ১০ উইকেটে বিশাল জয়-দেখুন ফলাফল
- সিলেট বনাম চট্টগ্রামের খেলা চলছে: ম্যাচটি সরাসরি দেখুন( LIVE)
- ঢাবি ব্যবসায় শিক্ষা ইউনিটের ফল প্রকাশ, প্রথম হলেন যারা
- ইপিএস প্রকাশ করেছে অলটেক্স ইন্ডাস্ট্রিজ
- সিলেট বনাম রংপুর: ৬ উইকেটে বিশাল জয়-দেখুন ফলাফল
- নোয়াখালী বনাম সিলেটের জমজমাট ম্যাচটি শেষ: দেখে নিন ফলাফল
- শেয়ারবাজারে নতুন নামে আসছে তালিকাভুক্ত কোম্পানি
- চলছে সিলেট বনাম নোয়াখালীর ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন (LIVE)