ঢাকা, মঙ্গলবার, ৬ জানুয়ারি ২০২৬, ২২ পৌষ ১৪৩২

নির্বাচনী প্রার্থীদের হলফনামা ও সম্পদের তথ্য যাচাই করবে দুদক

২০২৬ জানুয়ারি ০৫ ১৮:১০:১৩

নির্বাচনী প্রার্থীদের হলফনামা ও সম্পদের তথ্য যাচাই করবে দুদক

নিজস্ব প্রতিবেদক: আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণকারী প্রার্থীদের জমা দেওয়া হলফনামা ও সম্পদের বিবরণী নিবিড়ভাবে পরীক্ষা-নিরীক্ষা করার ঘোষণা দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

সোমবার (৫ জানুয়ারি) দুদকের প্রধান কার্যালয়ে রিপোর্টার্স অ্যাগেইনস্ট করাপশন (র‌্যাক)-এর নবনির্বাচিত কমিটির সঙ্গে এক মতবিনিময় সভায় এ কথা জানান দুদক চেয়ারম্যান মোহাম্মদ আবদুল মোমেন।

দুদক চেয়ারম্যান বলেন, প্রার্থীদের হলফনামায় দেওয়া সম্পদের তথ্য ইতোমধ্যে ওয়েবসাইটে পাওয়া যাচ্ছে। আমরা নির্বাচন কমিশনকে (ইসি) অনুরোধ জানিয়েছি যেন কারো সম্পদের তথ্য সন্দেহজনক মনে হলে তা আমাদের জানানো হয়। এছাড়া দুদক নিজস্বভাবেও এই হলফনামাগুলো যাচাই করবে। প্রয়োজনে অন্যান্য নিয়মিত কার্যক্রম কিছুটা কমিয়ে হলেও এই গুরুত্বপূর্ণ কাজটি অগ্রাধিকার ভিত্তিতে করা হবে। একইসাথে তিনি গণমাধ্যম কর্মীদেরও প্রার্থীদের সম্পদের তথ্য খতিয়ে দেখার আহ্বান জানান।

নতুন আইন ও দুর্নীতির বিরুদ্ধে অবস্থান প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, "দুর্নীতির সঙ্গে কোনো আপস হবে না। যদি নতুন কোনো আইনে আপসের সুযোগ রাখা হয়, তবে আমরা আমাদের কঠোর অবস্থানেই অনড় থাকব এবং প্রয়োজনে সরকারের সঙ্গে আলোচনা করব।"

মতবিনিময় সভায় দুদকের কমিশনার মিঞা মুহাম্মদ আলি আকবার আজিজী, কমিশনার (অনুসন্ধান) ব্রিগেডিয়ার জেনারেল (অব.) হাফিজ আহসান ফরিদ এবং র‍্যাকের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এসপি

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত