ঢাকা, মঙ্গলবার, ৬ জানুয়ারি ২০২৬, ২২ পৌষ ১৪৩২

পরিচালক আব্দুল লতিফ বাচ্চু আর নেই

২০২৬ জানুয়ারি ০৪ ১৫:১৬:৪০

পরিচালক আব্দুল লতিফ বাচ্চু আর নেই

বিনোদন ডেস্ক: বাংলাদেশের চলচ্চিত্র অঙ্গনে নেমে এলো শোকের ছায়া। খ্যাতিমান চলচ্চিত্র পরিচালক ও সংগঠক আব্দুল লতিফ বাচ্চু আর নেই। রোববার (৪ জানুয়ারি) দুপুর ১২টায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তার মৃত্যুতে চলচ্চিত্রাঙ্গনে গভীর শোকের আবহ তৈরি হয়েছে। ‘বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতি’ বিষয়টি নিশ্চিত করেছে।

বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতির আজীবন সদস্য এবং বাংলাদেশ চলচ্চিত্রগ্রাহক সমিতির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করা আব্দুল লতিফ বাচ্চু চলচ্চিত্র ও নাট্যজগতে তার বিচক্ষণতা ও নীতিনিষ্ঠ কর্মকাণ্ডের জন্য সুপরিচিত ছিলেন। সরকারি সেন্সর বোর্ড ও বিভিন্ন জুরি বোর্ডে দায়িত্ব পালনের সময় তিনি সততা ও পেশাদারিত্বের দৃষ্টান্ত স্থাপন করেন। পাশাপাশি চলচ্চিত্র সংশ্লিষ্ট একাধিক সংগঠনের নির্বাচনে বারবার নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেছেন তিনি।

১৯৪২ সালের ৯ জানুয়ারি সিরাজগঞ্জে জন্মগ্রহণ করেন আব্দুল লতিফ বাচ্চু। চলচ্চিত্রে তার পথচলা শুরু হয় প্রখ্যাত চিত্রগ্রাহক সাধন রায়ের সহকারী হিসেবে। ‘আলোর পিপাসা’, ‘আগন্তুক’ ও ‘দর্পচূর্ণ’ সিনেমায় কাজ করার মাধ্যমে তিনি নিজের দক্ষতার স্বাক্ষর রাখেন।

১৯৬৮ সালে ‘রূপকুমারী’ সিনেমার মাধ্যমে এককভাবে চলচ্চিত্রাঙ্গনে যাত্রা শুরু করেন তিনি। স্বাধীনতার পর ‘অবুঝ মন’ সিনেমায় চিত্রা জহির ও কাজী জহিরের সঙ্গে কাজ করে তিনি আরও পরিচিতি লাভ করেন।

পরিচালক হিসেবে আব্দুল লতিফ বাচ্চুর উল্লেখযোগ্য চলচ্চিত্রগুলোর মধ্যে রয়েছে ‘বলবান’, ‘যাদুর বাঁশি’ (বাচসাস), ‘দ্বীপকন্যা’, ‘নতুন বউ’, ‘মি. মাওলা’ ও ‘প্রতারক’। তার দীর্ঘ কর্মজীবনে তিনি বাচসাসসহ ‘ফজলুল হক স্মৃতি’ পুরস্কার অর্জন করেন, যা তার সৃজনশীল অবদানের স্বীকৃতি।

বাংলাদেশ চলচ্চিত্রের ইতিহাসে একজন প্রাজ্ঞ পরিচালক, সংগঠক ও অভিভাবক হিসেবে আব্দুল লতিফ বাচ্চুর অবদান অমলিন হয়ে থাকবে। তার প্রয়াণে চলচ্চিত্রাঙ্গন হারালো এক নীরব অথচ দৃঢ় অভিভাবককে।

ইএইচপি

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত