ঢাকা, বৃহস্পতিবার, ৮ জানুয়ারি ২০২৬, ২৪ পৌষ ১৪৩২

কারওয়ান বাজারে মোবাইল ব্যবসায়ী-পুলিশ সংঘর্ষে রণক্ষেত্র

২০২৬ জানুয়ারি ০৪ ১৪:৫৯:৩১

কারওয়ান বাজারে মোবাইল ব্যবসায়ী-পুলিশ সংঘর্ষে রণক্ষেত্র

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর গুরুত্বপূর্ণ বাণিজ্যিক এলাকা কারওয়ান বাজার রোববার কার্যত রণক্ষেত্রে পরিণত হয়। মোবাইল ফোন ব্যবসায়ীদের কর্মসূচিকে কেন্দ্র করে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে দফায় দফায় সংঘর্ষে পুরো এলাকা উত্তপ্ত হয়ে ওঠে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড ব্যবহার করলে পাল্টা প্রতিক্রিয়ায় আন্দোলনকারীরা ইটপাটকেল নিক্ষেপ করে।

রোববার দুপুরে এ সংঘর্ষের ঘটনা ঘটে। সকাল থেকেই এনইআইআর (ন্যাশনাল ইকুইপমেন্ট আইডেনটিটি রেজিস্ট্রার) ব্যবস্থা চালুর প্রতিবাদসহ কয়েক দফা দাবিতে কারওয়ান বাজার মোড়ে জড়ো হন মোবাইল ফোন ব্যবসায়ীরা। একপর্যায়ে তারা সড়কে বসে পড়ে বিভিন্ন স্লোগান দিতে থাকেন, ফলে যান চলাচল মারাত্মকভাবে ব্যাহত হয়।

পুলিশ পরিস্থিতি স্বাভাবিক রাখতে আন্দোলনকারীদের সড়ক থেকে সরিয়ে দিতে গেলে দুই পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া শুরু হয়। পরিস্থিতি আরও জটিল হয়ে উঠলে পুলিশ কয়েক দফায় লাঠিপেটা ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করার চেষ্টা চালায়।

সংঘর্ষের খবর ছড়িয়ে পড়লে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়। পাশাপাশি সেনাবাহিনী ও র‍্যাব সদস্যরাও এলাকায় অবস্থান নিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করছেন বলে জানা গেছে।

মোবাইল ব্যবসায়ীদের সংগঠন মোবাইল বিজনেস কমিউনিটি বাংলাদেশ (এমবিসিবি) জানিয়েছে, এনইআইআর ব্যবস্থা চালুর বিরোধিতা, বিটিআরসি ভবনে হামলার ঘটনায় গ্রেফতার ব্যক্তিদের মুক্তিসহ একাধিক দাবিতে তারা এ কর্মসূচি পালন করছেন। একই দাবিতে অনির্দিষ্টকালের জন্য সারাদেশে সব মোবাইল ফোনের দোকান বন্ধ রাখার ঘোষণাও দেওয়া হয়েছে।

ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে সকাল সাড়ে ১০টার দিকে কারওয়ান বাজারের সার্ক ফোয়ারা মোড় অবরোধ করে অবস্থান নেন ব্যবসায়ীরা। এতে বসুন্ধরা থেকে কারওয়ান বাজার পর্যন্ত সড়কে তীব্র যানজট সৃষ্টি হয়। বেলা সাড়ে ১১টার দিকে পুলিশ প্রথম দফায় তাদের সরিয়ে দিলে পরিস্থিতি সাময়িক শান্ত হলেও পরে আবারও ব্যবসায়ীরা জড়ো হলে নতুন করে সংঘর্ষের সূত্রপাত হয়।

ইএইচপি

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত