ঢাকা, রবিবার, ১১ জানুয়ারি ২০২৬, ২৭ পৌষ ১৪৩২

আইপিএলের সম্প্রচার বন্ধ নিয়ে যা জানালেন উপদেষ্টা রিজওয়ানা 

২০২৬ জানুয়ারি ০৪ ১৩:৪৯:০৭


আইপিএলের সম্প্রচার বন্ধ নিয়ে যা জানালেন উপদেষ্টা রিজওয়ানা 

নিজস্ব প্রতিবেদক: আইপিএল থেকে বাংলাদেশি পেসার মোস্তাফিজুর রহমানকে বাদ দেওয়ার ঘটনাকে কেন্দ্র করে দেশজুড়ে আলোচনা-সমালোচনা চলছে। এই প্রেক্ষাপটে আইপিএলের সম্প্রচার বাংলাদেশে বন্ধ হতে পারে কি না সে বিষয়েও প্রশ্ন উঠেছে। এ নিয়ে সরকারের অবস্থান স্পষ্ট করে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। তিনি বলেন, বিষয়টি নিয়ে অন্তর্বর্তী সরকার আইনগত দিক ও প্রক্রিয়াগত বিষয়গুলো খতিয়ে দেখছে এবং যাচাই শেষে সিদ্ধান্ত নেওয়া হবে।

রবিবার বাংলাদেশ সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরাম (বিএসআরএফ) আয়োজিত এক মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি। উপদেষ্টা রিজওয়ানা হাসান জানান, আইপিএল থেকে মোস্তাফিজুর রহমানকে বাদ দেওয়ার ঘটনায় সরকার আনুষ্ঠানিকভাবে প্রতিক্রিয়া জানাবে এবং বাংলাদেশ এ বিষয়ে দৃঢ় অবস্থান নেবে। তিনি বলেন, “এই সিদ্ধান্তের পেছনে কী ধরনের আইনি ভিত্তি রয়েছে, সেটি আমরা জানতে চাই।”

তিনি আরও বলেন, “কোন যুক্তিতে মোস্তাফিজকে আইপিএল খেলতে দেওয়া হচ্ছে না, সেটাই মূল প্রশ্ন। যদি খেলার পারফরম্যান্স বা টেকনিক্যাল কোনো কারণে হতো, তাহলে বিষয়টি ভিন্ন হতে পারত। কিন্তু যে যুক্তিতে তাকে বাদ দেওয়া হয়েছে, তা আমরা কোনোভাবেই গ্রহণযোগ্য মনে করি না। সে কারণেই আমাদের পক্ষ থেকে প্রতিক্রিয়া জানানো প্রয়োজন হয়ে পড়েছে।”

বাংলাদেশে আইপিএলের সম্প্রচার বন্ধ করা হবে কি না এমন প্রশ্নের জবাবে উপদেষ্টা বলেন, “এ ধরনের পরিস্থিতিতে আমাদেরও একটি অবস্থান নিতে হয়। সেই অবস্থান নেওয়ার ক্ষেত্রে আইনগত ভিত্তি ও পুরো প্রক্রিয়াটি আমরা খতিয়ে দেখছি। সবকিছু পর্যালোচনা শেষ হলে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।”

তবে তিনি স্পষ্ট করে জানান, মোস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে বাদ দেওয়ার ঘটনা বা এ নিয়ে সম্ভাব্য সিদ্ধান্ত ভারতের সঙ্গে বাংলাদেশের সামগ্রিক দ্বিপক্ষীয় সম্পর্কের ওপর কোনো নেতিবাচক প্রভাব ফেলবে না।

ইএইচপি

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত