ঢাকা, সোমবার, ১২ জানুয়ারি ২০২৬, ২৮ পৌষ ১৪৩২

‘বেগম জিয়ার মৃ’ত্যু দেশের জন্য অপূরণীয় ক্ষতি’

২০২৬ জানুয়ারি ০৪ ১৩:৩৪:৪৮


‘বেগম জিয়ার মৃ’ত্যু দেশের জন্য অপূরণীয় ক্ষতি’

নিজস্ব প্রতিবেদক: রাজনীতির অঙ্গনে বেগম খালেদা জিয়ার সাফল্য ছিল অনস্বীকার্য এমন মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসনের প্রয়াণে শোক জানিয়ে দেওয়া এক বিবৃতিতে তিনি এই মূল্যায়ন তুলে ধরেন।

মঙ্গলবার (৩০ ডিসেম্বর) প্রকাশিত শোকবার্তায় প্রধান উপদেষ্টা বলেন, খালেদা জিয়া তার রাজনৈতিক জীবনে কখনো নির্বাচনী পরাজয়ের মুখ দেখেননি। ১৯৯১ থেকে ২০০১ সালের সাধারণ নির্বাচনে তিনি পাঁচটি ভিন্ন সংসদীয় আসন থেকে বিজয়ী হন। পরবর্তীতে ২০০৮ সালের নির্বাচনে তিনি যে তিনটি আসনে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন, সেখানেও তার বিজয় নিশ্চিত হয়।

বিবৃতির শেষাংশে অধ্যাপক মুহাম্মদ ইউনূস বলেন, বেগম খালেদা জিয়ার মৃত্যু দেশের জন্য অপূরণীয় ক্ষতি। তিনি উল্লেখ করেন, জাতি একজন প্রভাবশালী ও অভিভাবকসুলভ নেতৃত্বকে হারাল। এই প্রয়াণে তিনি গভীর শোক ও বেদনা প্রকাশ করেন।

ইএইচপি

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত

জাতীয় এর অন্যান্য সংবাদ