ঢাকা, শুক্রবার, ৯ জানুয়ারি ২০২৬, ২৪ পৌষ ১৪৩২

শিল্প মন্ত্রণালয়ের অধীনে চাকরির সুযোগ, আবেদন অনলাইনে

২০২৬ জানুয়ারি ০৩ ১৬:৪৫:০৫

শিল্প মন্ত্রণালয়ের অধীনে চাকরির সুযোগ, আবেদন অনলাইনে

ডুয়া ডেস্ক: শিল্প মন্ত্রণালয়ের আওতাধীন প্রধান বয়লার পরিদর্শকের কার্যালয় বিভিন্ন পদে জনবল নিয়োগের জন্য একটি বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। ৬টি পৃথক ক্যাটাগরিতে মোট ১৬ জনকে (ব্রেকডাউন অনুযায়ী সংখ্যা ভিন্ন হতে পারে) নিয়োগ দেওয়া হবে। আগামী ৫ জানুয়ারি ২০২৬ তারিখ সকাল থেকে অনলাইনে আবেদন প্রক্রিয়া শুরু হবে এবং আবেদন করা যাবে ২৫ জানুয়ারি পর্যন্ত।

পদের নাম, সংখ্যা ও বেতন স্কেল:

১. অপারেটর: পদসংখ্যা ১টি। বেতন স্কেল ১১,০০০-২৬,৫৯০ টাকা (গ্রেড-১৩)। যোগ্যতা: স্নাতক বা সমমানের ডিগ্রি।

২. হিসাবরক্ষক: পদসংখ্যা ১০টি। বেতন স্কেল ১০,২০০-২৪,৬৮০ টাকা (গ্রেড-১৪)। যোগ্যতা: ব্যবসায় প্রশাসন বা ব্যবসায় শিক্ষা অনুষদে অন্যূন দ্বিতীয় শ্রেণি বা সমমানের সিজিপিএ-তে স্নাতক ডিগ্রি।

৩. ডাটা এন্ট্রি অপারেটর: পদসংখ্যা ১টি। বেতন স্কেল ৯,৩০০-২২,৪৯০ টাকা (গ্রেড-১৬)। যোগ্যতা: উচ্চমাধ্যমিক (এইচএসসি) বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ।

৪. বয়লার টেকনিশিয়ান: পদসংখ্যা ৩টি। বেতন স্কেল ৯,৩০০-২২,৪৯০ টাকা (গ্রেড-১৬)। যোগ্যতা: বিজ্ঞান বিভাগে উচ্চমাধ্যমিক বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ।

৫. ড্রাইভার: পদসংখ্যা ২টি। বেতন স্কেল ৯,৩০০-২২,৪৯০ টাকা (গ্রেড-১৬)। যোগ্যতা: জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) উত্তীর্ণ। হালকা গাড়ি চালনার বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে (অভিজ্ঞরা অগ্রাধিকার পাবেন)।

৬. অফিস সহায়ক: পদসংখ্যা ৯টি। বেতন স্কেল ৮,২৫০-২০,০১০ টাকা (গ্রেড-২০)। যোগ্যতা: মাধ্যমিক (এসএসসি) বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ।

আবেদনের বয়সসীমা:

আগ্রহী প্রার্থীদের বয়স ১ ডিসেম্বর ২০২৫ তারিখে সর্বনিম্ন ১৮ বছর এবং সর্বোচ্চ ৩২ বছরের মধ্যে হতে হবে।

আবেদন ফি:

১ থেকে ৫ নম্বর পদের জন্য টেলিটকের সার্ভিস চার্জসহ মোট ১১২ টাকা জমা দিতে হবে। ৬ নম্বর পদের জন্য সার্ভিস চার্জসহ মোট ৫৬ টাকা। তবে অনগ্রসর শ্রেণির প্রার্থী যেমন— ক্ষুদ্র জাতিগোষ্ঠী, শারীরিক প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গের প্রার্থীদের জন্য সকল পদে সার্ভিস চার্জসহ ফি নির্ধারণ করা হয়েছে মাত্র ৫৬ টাকা।

আবেদন প্রক্রিয়া:

আগ্রহী প্রার্থীদের নির্ধারিত ওয়েবসাইট ব্যবহার করে অনলাইনে আবেদন করতে হবে। ২৫ জানুয়ারি ২০২৬ তারিখের মধ্যে আবেদন প্রক্রিয়া সম্পন্ন করার জন্য বিজ্ঞপ্তিতে অনুরোধ জানানো হয়েছে।

আগ্রহী প্রার্থীরা এখানে ক্লিক করে বিজ্ঞপ্তি দেখতে পারবেন এবং নআবেদন করতে পারবেন।

এসপি

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত