ঢাকা, শুক্রবার, ৯ জানুয়ারি ২০২৬, ২৪ পৌষ ১৪৩২

ঢাকা-৬ আসনে মনোনয়নের বৈধতা পেলেন ইশরাক হোসেন

২০২৬ জানুয়ারি ০৩ ১৩:২০:১৪

ঢাকা-৬ আসনে মনোনয়নের বৈধতা পেলেন ইশরাক হোসেন

নিজস্ব প্রতিবেদক: আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৬ আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত প্রার্থী ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে।

শনিবার (৩ জানুয়ারি) রাজধানীর সেগুনবাগিচায় রিটার্নিং কর্মকর্তা ও ঢাকা বিভাগীয় কমিশনারের কার্যালয়ে মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে এই ঘোষণা দেওয়া হয়।

মনোনয়নপত্র বৈধ হওয়ার পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় আলহামদুলিল্লাহ জানিয়ে ইশরাক হোসেন বলেন, "ধানের শীষ প্রতীক নিয়ে আমার মনোনয়নপত্রটি বৈধ ঘোষণা করা হয়েছে। আজকের শুনানির পরিবেশ ছিল অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ।"

তিনি সাংবাদিকদের আরও জানান, শুনানি শেষে বিভাগীয় কমিশনার সকল প্রার্থীকে নির্বাচনী আচরণবিধি মেনে চলার কঠোর নির্দেশ দিয়েছেন। বিশেষ করে নির্ধারিত সময়ের আগে প্রচারণা না চালানো এবং যত্রতত্র পোস্টার-ব্যানার না লাগানোর বিষয়ে দিকনির্দেশনা দেওয়া হয়েছে। এছাড়া আগামী ১২ ফেব্রুয়ারি ভোটের দিন সকল ভোটারকে কেন্দ্রে আসার জন্য উৎসাহিত করতে প্রার্থীদের আহ্বান জানানো হয়েছে।

নির্বাচনী পরিবেশ নিয়ে সন্তোষ প্রকাশ করে ইশরাক হোসেন বলেন, "বর্তমান নির্বাচনী পরিবেশ নিয়ে আমি যথেষ্ট সন্তুষ্ট। অতীতে আমরা প্রশাসনের দলীয় আচরণ দেখেছি, কিন্তু এবারের চিত্র ভিন্ন। এখন পর্যন্ত সকল প্রার্থীর প্রতি প্রশাসনের নিরপেক্ষ আচরণ লক্ষ্য করছি। এটি একটি বড় পরিবর্তন এবং আশা করি এই ধারা শেষ পর্যন্ত অব্যাহত থাকবে।"

তিনি আরও যোগ করেন, দেশের অন্যতম বড় রাজনৈতিক দল হিসেবে বিএনপি একটি শান্তিপূর্ণ ও অবাধ নির্বাচন নিশ্চিত করতে নির্বাচন কমিশন এবং প্রশাসনকে সব ধরনের সহযোগিতা করতে প্রস্তুত রয়েছে। ইশরাক আশা প্রকাশ করেন, এই নির্বাচনের মাধ্যমেই দেশে স্থায়ী গণতন্ত্র প্রতিষ্ঠিত হবে।

এসপি

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত