ঢাকা, শনিবার, ৩ জানুয়ারি ২০২৬, ১৯ পৌষ ১৪৩২

বগুড়ায় ভোট করতে বাধা নেই তারেক রহমানের, মনোনয়ন বৈধ

২০২৬ জানুয়ারি ০৩ ১১:০৭:৫৩

বগুড়ায় ভোট করতে বাধা নেই তারেক রহমানের, মনোনয়ন বৈধ

নিজস্ব প্রতিবেদক: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া-৬ (সদর) আসনে প্রতিদ্বন্দ্বিতার জন্য বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছেন জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা।

শনিবার (৩ জানুয়ারি) সকাল ১০টা ২৫ মিনিটে মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে এই সিদ্ধান্ত জানানো হয়।

রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, তারেক রহমানের দেওয়া হলফনামা ও প্রয়োজনীয় নথিপত্র পর্যালোচনা করে তাঁর প্রার্থিতা বৈধ বলে গণ্য করা হয়েছে। একই আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী সমর্থিত প্রার্থী আবিদুর রহমান সোহেলের মনোনয়নপত্রও বৈধ ঘোষণা করা হয়েছে।

তবে এই আসন থেকে মনোনয়নপত্র জমা দেওয়া বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (বাসদ) মনোনীত প্রার্থী দিলরুবা নূরীর মনোনয়নপত্রটি বাতিল করা হয়েছে। নিয়ম অনুযায়ী আয়কর রিটার্ন জমা না দেওয়ায় তাঁর প্রার্থিতা অযোগ্য বলে ঘোষণা করেন রিটার্নিং কর্মকর্তা।

দীর্ঘ ১৮ বছর পর দেশে ফিরে তারেক রহমান তাঁর পৈতৃক এই আসন থেকে নির্বাচনে অংশ নেওয়ার প্রস্তুতি নিচ্ছেন। তাঁর মনোনয়নপত্র বৈধ হওয়ার খবরে স্থানীয় বিএনপির নেতাকর্মীদের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা গেছে।

এসপি

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত