ঢাকা, শুক্রবার, ২ জানুয়ারি ২০২৬, ১৮ পৌষ ১৪৩২

মুস্তাফিজ ইস্যুতে রাজনীতির আ-গুনে পুড়ছেন শাহরুখ

২০২৬ জানুয়ারি ০২ ১৮:৩৯:৪৫

মুস্তাফিজ ইস্যুতে রাজনীতির আ-গুনে পুড়ছেন শাহরুখ

স্পোর্টস ডেস্ক: আইপিএল মানেই ক্রিকেট, বিনোদন আর বিপুল অর্থের খেলা। কিন্তু এবারের আসন্ন আসর শুরুর আগেই সেই মাঠে ঢুকে পড়েছে তীব্র রাজনীতি। বাংলাদেশের তারকা পেসার মুস্তাফিজুর রহমানকে দলে নেওয়ার সিদ্ধান্তে বিতর্কের কেন্দ্রে উঠে এসেছেন বলিউড সুপারস্টার ও কলকাতা নাইট রাইডার্সের মালিক শাহরুখ খান। নিলামে ৯ কোটি রুপিতে মুস্তাফিজকে কেনার পর থেকেই ভারতের একাংশের রাজনৈতিক মহল থেকে শাহরুখের দিকে ছোড়া হচ্ছে ‘দেশদ্রোহী’ ও ‘গাদ্দার’ ধরনের আক্রমণ।

ভারত-বাংলাদেশের বর্তমান ভূ-রাজনৈতিক টানাপোড়েনের প্রেক্ষাপটে বাংলাদেশি ক্রিকেটারদের আইপিএলে অংশগ্রহণ নিয়ে ইতোমধ্যে নেতিবাচক আবহ তৈরি হয়েছে। এই পরিস্থিতিতে চড়া দামে মুস্তাফিজকে দলে ভেড়ানোয় কট্টর হিন্দুত্ববাদী সংগঠন ও বিজেপি-ঘনিষ্ঠ নেতাদের নিশানায় পড়েছেন শাহরুখ। উত্তরপ্রদেশের বিজেপি নেতা সঙ্গীত সোম প্রকাশ্যেই শাহরুখ খানকে ‘গাদ্দার’ বলে কটাক্ষ করেন।

শুধু সেখানেই থামেনি বিতর্ক। শিবসেনার মতো দলগুলো আরও এক ধাপ এগিয়ে মুস্তাফিজকে কেকেআর দল থেকে বাদ দেওয়ার আল্টিমেটাম দেয়। তাদের অভিযোগ, বাংলাদেশি ক্রিকেটারদের আইপিএল থেকে উপার্জিত অর্থ ভবিষ্যতে ভারতবিরোধী কাজে ব্যবহৃত হতে পারে—যা নিয়ে কোনো প্রমাণ ছাড়াই সন্দেহ ছড়ানো হচ্ছে।

এই আক্রমণের বিরুদ্ধে এবার কড়া অবস্থান নিয়েছে ভারতের প্রধান বিরোধী দল কংগ্রেস। দলটির নেত্রী সুপ্রিয়া শ্রীনেত সরাসরি প্রশ্ন তুলেছেন বিসিসিআই ও আইসিসি প্রধান জয় শাহের ভূমিকা নিয়ে। তার ভাষায়, যদি বাংলাদেশি ক্রিকেটারদের আইপিএলে অন্তর্ভুক্তি নিয়ে আপত্তি থাকে, তাহলে তাদের ‘পুল’-এ রাখা হলো কেন? এই সিদ্ধান্ত তো বিসিসিআই ও আইসিসির আওতাতেই আসে। স্বরাষ্ট্রমন্ত্রীর ছেলে হয়েও জয় শাহের এই প্রশ্নের জবাব দেওয়া উচিত।

কংগ্রেস নেতা মণিকম টেগোরও মনে করেন, শাহরুখ খানকে ‘দেশদ্রোহী’ বলা আসলে ভারতের বহুত্ববাদী চরিত্রের ওপর সরাসরি আঘাত। তিনি বলেন, জাতীয়তাবাদ কখনোই ঘৃণা ছড়িয়ে প্রতিষ্ঠা করা যায় না, আর খেলাকে রাজনীতির হাতিয়ার বানানো বিপজ্জনক প্রবণতা।

মুস্তাফিজ ইস্যুতে ধর্মীয় মেরুকরণও তৈরি হয়েছে। ভারতের প্রভাবশালী আধ্যাত্মিক নেতা দেবকীনন্দন ঠাকুর শাহরুখের সমালোচনা করলে তার জবাব দেন অল ইন্ডিয়া ইমাম অ্যাসোসিয়েশনের সভাপতি মৌলানা সাজিদ রশিদ। তিনি স্পষ্টভাবে বলেন, শাহরুখ খান একজন ক্রিকেটার কিনেছেন—এখানে ধর্ম, দেশ কিংবা রাজনীতির কোনো সীমারেখা নেই। বরং শাহরুখ ও সালমান খানের মতো তারকারা সমাজসেবায় এগিয়ে থাকেন বলেও মন্তব্য করেন তিনি।

সব মিলিয়ে ৯ কোটি রুপিতে মুস্তাফিজুর রহমানকে দলে নেওয়ার সিদ্ধান্তে কার্যত চাপের মুখে শাহরুখ খান ও তার দল কলকাতা নাইট রাইডার্স। কেউ কেউ মনে করছেন, নিলামে এত বড় অঙ্কেই এই অস্থিরতা আরও ঘনীভূত হয়েছে। তবে পুরো বিতর্ক নিয়ে এখন পর্যন্ত প্রকাশ্যে কোনো মন্তব্য করেননি শাহরুখ খান নিজে।

এমজে/

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত