ঢাকা, বৃহস্পতিবার, ১ জানুয়ারি ২০২৬, ১৭ পৌষ ১৪৩২

১০ লাখ না কি ২০ লাখ? মানিক মিয়া অ্যাভিনিউয়ে জনসমুদ্রের ব্যাপ্তি কতদূর?

২০২৬ জানুয়ারি ০১ ১৫:১৪:২০

১০ লাখ না কি ২০ লাখ? মানিক মিয়া অ্যাভিনিউয়ে জনসমুদ্রের ব্যাপ্তি কতদূর?

নিজস্ব প্রতিবেদক: বুধবার সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার জানাজায় লাখো মানুষের সমাগম লক্ষ্য করা গেছে। জনতার উপস্থিতি এতই বিস্তৃত ছিল যে বিভিন্ন প্রতিবেদনে দেখা গেছে, অন্তত কারওয়ান বাজার থেকে শিশুমেলা পর্যন্ত রাস্তায় মানুষ কাতারবদ্ধ অবস্থায় ছিলেন।

যদিও জানাজার আনুষ্ঠানিক সংখ্যা প্রকাশিত হয়নি, অনুসন্ধানী প্রতিষ্ঠান দ্য ডিসেন্ট একটি আনুমানিক হিসাব দিয়েছে। তাদের প্রতিবেদনে বলা হয়েছে, জানাজায় অন্তত ৩২ লাখ মানুষ অংশ নিয়েছেন। তবে বাস্তবে এই সংখ্যা আরও বেশি হতে পারে।

জানাজা অনুষ্ঠিত হয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজার মূল মাঠে। সেই মাঠ ছাড়াও ডান পাশে রাস্তা, সামনের মানিক মিয়া এভিনিউ, খামারবাড়ি মোড় থেকে ফার্মগেট হয়ে কারওয়ান বাজার মোড়, আবার ফার্মগেট থেকে বিজয় সরণি মোড় হয়ে আগারগাঁও মেট্রো স্টেশন পর্যন্ত মানুষ দাঁড়িয়ে ছিলেন। চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রের সামনের রাস্তাতেও জনস্রোত লক্ষ্য করা গেছে। এছাড়া শিশুমেলা থেকে আসাদগেট হয়ে ধানমন্ডি ৩২ নম্বর পর্যন্ত রাস্তা জুড়ে মানুষ উপস্থিত ছিলেন।

গুগল ম্যাপের হিসাব অনুযায়ী, পুরো এলাকা ১৩.০৪ কিলোমিটার দীর্ঘ। রাস্তার প্রশস্ততা হিসেবে কারওয়ান বাজার থেকে আগারগাঁওয়ের রাস্তা দুই পাশের ফুটপাত বাদ দিয়ে ২৪ মিটার ধরা হয়েছে। মানিক মিয়া এভিনিউর সামনের রাস্তা দুই দিক মিলিয়ে ৮০ ফুট হিসেবে গণনা করা হয়েছে। এভাবে মোট স্থানফল দাঁড়ায় ৩,১২,৯৬০ বর্গমিটার।

ঢাকার ঢাকা বিশ্ববিদ্যালয়ের পপুলেশন সায়েন্সেস বিভাগের অধ্যাপক ড. আমিনুল হক বলেছেন, “সাধারণভাবে এক বর্গমিটারে চারজন মানুষ দাঁড়ায়। তবে এই জানাজায় বর্গমিটার প্রতি ৬ থেকে ৮ জন মানুষ দাঁড়িয়ে ছিলেন।”

অধ্যাপক আমিনুলের মতে, প্রতি বর্গমিটারে ন্যুনতম ৬ জন ধরলে রাস্তার অংশে মোট উপস্থিতির সংখ্যা দাঁড়ায় ১৮,৭৭,৭৬০। সংসদ ভবনের দুটি মাঠের আয়তন যথাক্রমে ২৫,৭২৮ বর্গমিটার এবং ৬১,৯০৮ বর্গমিটার, যা মিলিয়ে ৮৭,৬৩৬ বর্গমিটার। প্রতি বর্গমিটারে ৬ জন হিসেবে গণনা করলে এই দুই মাঠে ৫,২৫,৮১৬ জন মানুষের সমাগম হয়েছে।

সব রাস্তা ও মাঠ মিলিয়ে মোট ৪,৫৯৬ বর্গমিটার জায়গা তৈরি হয়েছে। প্রতি বর্গমিটারে ৬ জন হিসেবে গণনা করলে জানাজায় প্রায় ২৪ লাখ মানুষ অংশ নিয়েছে। প্রতি বর্গমিটারে ৪ জন ধরলে সংখ্যা ১৬ লাখ, আর ৮ জন ধরে হলে দাঁড়ায় ৩২ লাখ।

তবে অনুসন্ধানী প্রতিবেদনে এই এলাকার বাইরে, ঢাকার বিভিন্ন মেট্রো স্টেশন ও বাড়ির ছাদে অংশ নেওয়া মানুষের সংখ্যা অন্তর্ভুক্ত করা হয়নি।

ইএইচপি

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত