ঢাকা, বুধবার, ৩১ ডিসেম্বর ২০২৫, ১৭ পৌষ ১৪৩২

দিলরুবা খানের যে দুটি গান শুনতে চেয়েছিলেন বেগম জিয়া

২০২৫ ডিসেম্বর ৩১ ১৬:১৪:৫৬

দিলরুবা খানের যে দুটি গান শুনতে চেয়েছিলেন বেগম জিয়া

বিনোদন ডেস্ক: সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার প্রয়াণে দেশের সংস্কৃতি অঙ্গনও গভীর শোকমগ্ন। এই আবেগঘন মুহূর্তে জনপ্রিয় গান ‘পাগল মন’-এর কণ্ঠশিল্পী দিলরুবা খান সোশ্যাল মিডিয়ায় নিজের আবেগ প্রকাশ করেছেন। তিনি খালেদা জিয়াকে সময়কে অতিক্রম করা এক আপসহীন নেত্রী হিসেবে স্মরণ করেছেন।

দিলরুবা খান তার পোস্টে লিখেছেন, বেগম খালেদা জিয়া শুধু একজন রাজনৈতিক নেত্রী ছিলেন না, বরং সাহস, মমতা ও দৃঢ়তার প্রতীক। বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী এবং তিনবারের প্রধানমন্ত্রী হিসেবে তিনি যেমন ইতিহাস গড়েছেন, তেমনি একজন মানবিক ব্যক্তি হিসেবেও অসংখ্য মানুষের হৃদয়ে বিশেষ স্থান করে নিয়েছেন।

শিল্পী তার জীবনের একটি স্মৃতির কথা তুলে ধরেছেন। ২০০৩ সালের ২৭ সেপ্টেম্বর তিনি তৎকালীন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার হাত থেকে জিসাস প্রদত্ত শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সম্মাননা ‘জিয়া স্বর্ণপদক’ গ্রহণ করেন। এই মুহূর্তটি তার জীবনের একটি গৌরবোজ্জ্বল স্মৃতি হিসেবে অম্লান হয়ে আছে।

দিলরুবা খান আরও জানিয়েছেন, সেই সময় খালেদা জিয়া স্নেহভরে বলেছিলেন, সুযোগ পেলেই তিনি গায়িকার কণ্ঠে ‘পাগল মন’ ও ‘রেললাইন বহে সমান্তরাল’ গান দুটি শুনতে চান। কিন্তু দুর্ভাগ্যবশত, আর কখনো সেই সুযোগ বাস্তবায়ন হয়নি।

গায়িকার ভাষায়, খালেদা জিয়া চলে গেলেও তার আদর্শ, সাহসী নেতৃত্ব ও মানবিক ভালোবাসা মানুষের পথপ্রদর্শক হিসেবে চিরকাল আলো ছড়িয়ে দেবে। ইতিহাসে তিনি থাকবেন আপসহীন নেত্রী হিসেবে এবং মানুষের হৃদয়ে মায়ের মতো চিরকাল জীবন্ত থাকবেন।

বেগম খালেদা জিয়ার প্রয়াণে সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া এই আবেগঘন স্মৃতিচারণ অসংখ্য মানুষের হৃদয় স্পর্শ করছে।

ইএইচপি

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত