ঢাকা, রবিবার, ২৮ ডিসেম্বর ২০২৫, ১৪ পৌষ ১৪৩২

হাদি হ'ত্যার বিচার দাবিতে শাহবাগে জড়ো হচ্ছে ছাত্র-জনতা

২০২৫ ডিসেম্বর ২৮ ১৩:৫৫:০৫

হাদি হ'ত্যার বিচার দাবিতে শাহবাগে জড়ো হচ্ছে ছাত্র-জনতা

নিজস্ব প্রতিবেদক: ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরিফ ওসমান হাদির হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তার ও বিচারের দাবিতে রাজপথে নেমেছে ছাত্র-জনতা। পূর্বঘোষিত ‘সর্বাত্মক অবরোধ’ কর্মসূচি পালনের লক্ষ্যে আজ রোববার (২৮ ডিসেম্বর) দুপুর থেকে রাজধানীর শাহবাগ মোড়ে জড়ো হতে শুরু করেছেন আন্দোলনকারীরা।

সরেজমিনে দেখা গেছে, দুপুর ১টার পর থেকেই ইনকিলাব মঞ্চের নেতাকর্মী, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী ও সাধারণ মানুষ শাহবাগের ‘শহীদ হাদি চত্বরে’ সমবেত হতে থাকেন। সংগঠনটির পক্ষ থেকে জানানো হয়েছে, আজ দুপুর ২টা থেকে শাহবাগসহ দেশের ৮টি বিভাগীয় শহরে একযোগে এই অবরোধ কর্মসূচি পালিত হবে।

আন্দোলনের বিষয়ে ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আব্দুল্লাহ আল জাবের বলেন, ‘আমরা শহীদ ওসমান হাদির খুনিদের গ্রেপ্তার ও বিচারের দাবিতে এই ময়দানে দাঁড়িয়েছি। গত কয়েক দিন ধরে আমাদের বিভিন্ন মাধ্যমে হত্যার হুমকি দেওয়া হচ্ছে। কিন্তু আমরা মৃত্যুকে ভয় করি না। শাহাদতের আকাঙ্ক্ষা নিয়েই ইনসাফ প্রতিষ্ঠার এই লড়াই আমরা চালিয়ে যাব।’

তিনি আরও দৃঢ়তার সঙ্গে বলেন, ‘যদি আমাকেও শহীদ করা হয়, তবে আমার পর যিনি আসবেন তিনিও এই সংগ্রাম অব্যাহত রাখবেন। ইনসাফের এই আন্দোলন কোনোভাবেই থামানো যাবে না।’

অবরোধের ফলে শাহবাগ ও এর আশপাশের এলাকায় যান চলাচল বিঘ্নিত হচ্ছে। অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে ওই এলাকায় বিপুল সংখ্যক আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে।

এসপি

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত