ঢাকা, শনিবার, ২৭ ডিসেম্বর ২০২৫, ১৩ পৌষ ১৪৩২
পররাষ্ট্র উপদেষ্টা
'এই প্রথম দেশবাসী একটি অর্থবহ নির্বাচনের অপেক্ষায় রয়েছে'
নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশে গত ১৫ বছরে প্রকৃত অর্থে কোনো নির্বাচন অনুষ্ঠিত হয়নি এবং ২০০৮ সালের পর এই প্রথম দেশবাসী একটি অর্থবহ নির্বাচনের অপেক্ষায় রয়েছে বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন।
শনিবার (২৭ ডিসেম্বর) দুপুরে ভোলা সরকারি বালক উচ্চ বিদ্যালয় মাঠে ‘ভোটের গাড়ি’ (সুপার ক্যারাভান) কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
পররাষ্ট্র উপদেষ্টা বলেন, “ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হতে যাচ্ছে। সত্যিকার অর্থে গত ১৫ বছরে দেশে কোনো নির্বাচন হয়নি, সর্বশেষ সঠিক নির্বাচন হয়েছিল ২০০৮ সালে। এর ফলে ৩০ বছর বা এর কাছাকাছি বয়সের একটি বিশাল জনগোষ্ঠী কখনো ভোট দেওয়ার সুযোগই পায়নি। আমাদের লক্ষ্য হচ্ছে, এই বিপুল সংখ্যক তরুণসহ প্রত্যেকটি মানুষ যেন তাদের পছন্দের প্রতিনিধিকে ভোট দিয়ে নির্বাচিত করতে পারেন।”
সরকারের নিরপেক্ষতার ওপর জোর দিয়ে তিনি বলেন, “বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার কোনো রাজনৈতিক দলের পক্ষে নয়। আমরা চাই মানুষ যেন তার ইচ্ছামতো ভোটাধিকার প্রয়োগ করতে পারে। সুষ্ঠু নির্বাচনের স্বার্থে নির্বাচন কমিশন যতক্ষণ কোনো সহায়তা না চাইবে, সরকার তাতে হস্তক্ষেপ করবে না।”
জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানের প্রেক্ষাপট তুলে ধরে তৌহিদ হোসেন বলেন, “শহীদদের দাবিদাওয়ার ওপর ভিত্তি করে আমরা কিছু গুরুত্বপূর্ণ পরিবর্তনের একটি তালিকা তৈরি করেছি। এটি জনগণের সামনে উপস্থাপিত হবে এবং আলাদাভাবে একটি ‘গণভোট’ অনুষ্ঠিত হবে। যদি আপনারা প্রস্তাবিত সংস্কারগুলোর ৮০ থেকে ৯০ শতাংশে একমত হন, তবে ‘হ্যাঁ’ ভোট দেবেন, নতুবা ‘না’ দেওয়ার সুযোগও থাকবে। পরবর্তী সংসদের দায়িত্ব থাকবে জনগণের এই মতামতকে মূল্যায়ন করা এবং বাস্তবায়ন করা।”
তিনি আরও জানান, ‘ভোটের গাড়ি’র মূল উদ্দেশ্য হলো মানুষকে ভোট দেওয়ার প্রতি উৎসাহিত করা এবং উৎসবমুখর ও শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করা। ভোলার জেলা প্রশাসক ডা. শামীম রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার শহিদুল্লাহ কাওছারসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- চলছে চট্টগ্রাম বনাম নোয়াখালীর ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন (LIVE)
- বিপিএল ২০২৬: সিলেট বনাম রাজশাহী-খেলাটি সরাসরি দেখুন (LIVE)
- নোয়াখালী বনাম চট্টগ্রাম: জমজমাট ম্যাচটি শেষ-জেনে নিন ফলাফল
- আজ সিলেট বনাম রাজশাহীর ম্যাচ: সরাসরি দেখার উপায়-সময়সূচি
- ঢাবির বিজ্ঞান ইউনিটের ভর্তি পরীক্ষা কবে? জানানো হলো নতুন তারিখ
- রাজশাহী ওয়ারিয়র্স বনাম সিলেট টাইটান্স: জমজমাট খেলাটি শেষ-জানুন ফলাফল
- জায়ান্টস বনাম এমিরেটস: বোলিংয়ে সাকিব-দেখুন সরাসরি (LIVE)
- আবু ধাবি নাইট রাইডার্স বনাম শারজাহ ওয়ারিয়র্জ: বোলিংয়ে তাসকিন-দেখুন সরাসরি (LIVE)
- ঢাকা ক্যাপিটালস বনাম রাজশাহী ওয়ারিয়র্স: খেলাটি সরাসরি দেখুন (LIVE)
- ২০২৬ বিপিএল: কবে, কখন, কোথায়-জানুন পূর্ণাঙ্গ সময়সূচি
- কিছুক্ষণ পর চট্টগ্রাম বনাম নোয়াখালীর ম্যাচ: সরাসরি দেখবেন যেভাবে
- ভারত-পাকিস্তানের জমজমাট ফাইনাল ম্যাচটি শেষ-দেখে নিন ফলাফল
- এবার প্রকাশ্যে এনসিপি নেতা মোতালেব গুলিবিদ্ধ
- শারজাহ ওয়ারিয়র্স বনাম দুবাই ক্যাপিটালস: ব্যাটিংয়ে মুস্তাফিজরা-সরাসরি দেখুন
- প্রাথমিকের শিক্ষক নিয়োগ পরীক্ষায় থাকছে বুয়েটের প্রযুক্তি