ঢাকা, শুক্রবার, ১৯ ডিসেম্বর ২০২৫, ৫ পৌষ ১৪৩২

প্রথম আলো ও ডেইলি স্টারে হামলায় দুঃখপ্রকাশ প্রেস সচিবের

২০২৫ ডিসেম্বর ১৯ ১৭:১৪:৩৮

প্রথম আলো ও ডেইলি স্টারে হামলায় দুঃখপ্রকাশ প্রেস সচিবের

নিজস্ব প্রতিবেদক: দৈনিক প্রথম আলো ও ইংরেজি দৈনিক দ্য ডেইলি স্টারের ভবনে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় নিজের ব্যর্থতার কথা স্বীকার করে প্রকাশ্যে দুঃখপ্রকাশ করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। সাবেক সাংবাদিক হিসেবে এই ঘটনার দায় এড়ানোর সুযোগ নেই বলে মন্তব্য করেন তিনি।

ফেসবুকে দেওয়া এক আবেগঘন পোস্টে শফিকুল আলম জানান, হামলার রাতে ডেইলি স্টার ও প্রথম আলোর ভেতরে আটকে পড়া একাধিক সাংবাদিক বন্ধু তাকে বারবার ফোন করে সহায়তা চেয়েছিলেন। তিনি লেখেন, সেই অসহায় কণ্ঠগুলো এখনও তাকে তাড়িয়ে বেড়াচ্ছে। পরিস্থিতি মোকাবিলায় তিনি সংশ্লিষ্ট সবাইকে ফোন করে সর্বোচ্চ চেষ্টা করেছিলেন, তবে সময়মতো কার্যকর সহায়তা পৌঁছানো সম্ভব হয়নি বলে স্বীকার করেন।

প্রেস সচিব আরও বলেন, যখন তিনি নিশ্চিত হন যে ডেইলি স্টারের ভেতরে আটকে পড়া সব সাংবাদিক নিরাপদে উদ্ধার হয়েছেন, তখন তিনি বিশ্রামে যান। কিন্তু ততক্ষণে দেশের দুটি শীর্ষ সংবাদমাধ্যম ভয়াবহ সহিংসতা, ভাঙচুর ও অগ্নিসংযোগের শিকার হয়েছে।

নিজেকে ‘লজ্জিত’ উল্লেখ করে শফিকুল আলম বলেন, এই ক্ষতির জন্য কী ভাষায় সান্ত্বনা জানানো যায়, তা তিনি জানেন না। একজন সাবেক সাংবাদিক হিসেবে তিনি শুধু এটুকুই বলতে পারেন—তিনি দুঃখিত ও লজ্জিত। তার ভাষায়, যদি সম্ভব হতো, লজ্জায় তিনি নিজেকে মাটির নিচে লুকিয়ে ফেলতে চাইতেন।

উল্লেখ্য, বৃহস্পতিবার রাতে ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদির মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার পর রাত আনুমানিক ১২টার দিকে একদল বিক্ষুব্ধ জনতা প্রথমে দৈনিক প্রথম আলো এবং পরে দ্য ডেইলি স্টার কার্যালয়ে হামলা চালায়। এ সময় ব্যাপক ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে এবং দুই পত্রিকার বহু সাংবাদিক ভবনের ভেতরে আটকা পড়েন। পরিস্থিতি নিয়ন্ত্রণে সেখানে উপস্থিত হতে গেলে ইংরেজি দৈনিক নিউ এইজের সম্পাদক নূরুল কবীরও ভবনের সামনে বিক্ষোভকারীদের একটি অংশের বাধার মুখে পড়েন।

ইএইচপি

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত