ঢাকা, শুক্রবার, ১৯ ডিসেম্বর ২০২৫, ৫ পৌষ ১৪৩২
প্রথম আলো ও ডেইলি স্টারে হামলায় দুঃখপ্রকাশ প্রেস সচিবের
নিজস্ব প্রতিবেদক: দৈনিক প্রথম আলো ও ইংরেজি দৈনিক দ্য ডেইলি স্টারের ভবনে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় নিজের ব্যর্থতার কথা স্বীকার করে প্রকাশ্যে দুঃখপ্রকাশ করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। সাবেক সাংবাদিক হিসেবে এই ঘটনার দায় এড়ানোর সুযোগ নেই বলে মন্তব্য করেন তিনি।
ফেসবুকে দেওয়া এক আবেগঘন পোস্টে শফিকুল আলম জানান, হামলার রাতে ডেইলি স্টার ও প্রথম আলোর ভেতরে আটকে পড়া একাধিক সাংবাদিক বন্ধু তাকে বারবার ফোন করে সহায়তা চেয়েছিলেন। তিনি লেখেন, সেই অসহায় কণ্ঠগুলো এখনও তাকে তাড়িয়ে বেড়াচ্ছে। পরিস্থিতি মোকাবিলায় তিনি সংশ্লিষ্ট সবাইকে ফোন করে সর্বোচ্চ চেষ্টা করেছিলেন, তবে সময়মতো কার্যকর সহায়তা পৌঁছানো সম্ভব হয়নি বলে স্বীকার করেন।
প্রেস সচিব আরও বলেন, যখন তিনি নিশ্চিত হন যে ডেইলি স্টারের ভেতরে আটকে পড়া সব সাংবাদিক নিরাপদে উদ্ধার হয়েছেন, তখন তিনি বিশ্রামে যান। কিন্তু ততক্ষণে দেশের দুটি শীর্ষ সংবাদমাধ্যম ভয়াবহ সহিংসতা, ভাঙচুর ও অগ্নিসংযোগের শিকার হয়েছে।
নিজেকে ‘লজ্জিত’ উল্লেখ করে শফিকুল আলম বলেন, এই ক্ষতির জন্য কী ভাষায় সান্ত্বনা জানানো যায়, তা তিনি জানেন না। একজন সাবেক সাংবাদিক হিসেবে তিনি শুধু এটুকুই বলতে পারেন—তিনি দুঃখিত ও লজ্জিত। তার ভাষায়, যদি সম্ভব হতো, লজ্জায় তিনি নিজেকে মাটির নিচে লুকিয়ে ফেলতে চাইতেন।
উল্লেখ্য, বৃহস্পতিবার রাতে ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদির মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার পর রাত আনুমানিক ১২টার দিকে একদল বিক্ষুব্ধ জনতা প্রথমে দৈনিক প্রথম আলো এবং পরে দ্য ডেইলি স্টার কার্যালয়ে হামলা চালায়। এ সময় ব্যাপক ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে এবং দুই পত্রিকার বহু সাংবাদিক ভবনের ভেতরে আটকা পড়েন। পরিস্থিতি নিয়ন্ত্রণে সেখানে উপস্থিত হতে গেলে ইংরেজি দৈনিক নিউ এইজের সম্পাদক নূরুল কবীরও ভবনের সামনে বিক্ষোভকারীদের একটি অংশের বাধার মুখে পড়েন।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- মেডিকেল-ডেন্টাল ভর্তি পরীক্ষার ফল প্রকাশিত, এক ক্লিকেই জানুন ফলাফল
- ভারত বনাম দক্ষিণ আফ্রিকা: চলছে টি-২০ ম্যাচ-সরাসরি দেখুন এখানে (LIVE)
- কিছুক্ষণের মধ্যেই মেডিকেল ভর্তির ফল প্রকাশ, জানবেন যেভাবে
- কিছুক্ষণ পর ভারত বনাম দক্ষিণ আফ্রিকার টি-২০ ম্যাচ: সরাসরি দেখবেন যেভাবে
- IPL মিনি নিলাম ২০২৬: কবে, কখন, জানুন বাজেট-বিস্তারিত
- আজ দুপুরে মেডিকেল-ডেন্টাল ভর্তির ফল প্রকাশ, জানবেন যেভাবে
- ভারত বনাম দক্ষিণ আফ্রিকা: কখন,কোথায়-যেভাবে দেখবেন টি-২০ ম্যাচটি
- আজ IPL নিলাম: জানুন সময়সূচি-সরাসরি দেখার উপায় (LIVE)
- IPL নিলাম ২০২৬: সরাসরি দেখুন এখানে (LIVE)
- মেডিকেল ভর্তি পরীক্ষায় দেশসেরা শান্ত, জেনে নিন কাট মার্ক
- IPL নিলাম ২০২৬: ৯.২ কোটিতে দল পেল মুস্তাফিজ-জানুন তাসকিনের অবস্থান
- চলছে IPL নিলাম ২০২৬: যে দামে বিক্রি হলেন মুস্তাফিজ
- বাংলাদেশ বনাম আফগানিস্তান: শ্বাসরুদ্ধকর ম্যাচটি শেষ-দেখুন ফলাফল
- আগামীকাল IPL নিলাম ২০২৬ : যেভাবে দেখবেন সরাসরি (LIVE)
- শনিবারের ঢাবি বিজ্ঞান ইউনিটের ভর্তি পরীক্ষা স্থগিত