ঢাকা, শুক্রবার, ১৯ ডিসেম্বর ২০২৫, ৫ পৌষ ১৪৩২

প্রথম আলো ও ডেইলি স্টার ভবন এখন ধ্বংসস্তূপ, বন্ধ প্রকাশনা

২০২৫ ডিসেম্বর ১৯ ১২:৩০:২৫

প্রথম আলো ও ডেইলি স্টার ভবন এখন ধ্বংসস্তূপ, বন্ধ প্রকাশনা

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর কারওয়ান বাজারে দেশের শীর্ষস্থানীয় বাংলা দৈনিক ‘প্রথম আলো’ এবং ফার্মগেটে ইংরেজি দৈনিক ‘ডেইলি স্টার’ কার্যালয়ে ভয়াবহ হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে।

বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) দিবাগত রাতে বিক্ষুব্ধ জনতা এই হামলা চালায়। শুক্রবার সকালে সরেজমিনে গিয়ে দেখা গেছে, ভবন দুটি বর্তমানে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে এবং এখনো সেখান থেকে ধোঁয়া উড়ছে।

প্রত্যক্ষদর্শী ও সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির মৃত্যুর সংবাদ ছড়িয়ে পড়লে মধ্যরাতে একদল লোক শাহবাগ থেকে মিছিল নিয়ে কারওয়ান বাজারের দিকে যায়। তারা প্রথম আলো কার্যালয় ঘেরাও করে ব্যাপক ভাঙচুর চালায় এবং ভবনের ভেতরে প্রবেশ করে নথিপত্র ও আসবাবপত্র রাস্তায় বের করে আগুন ধরিয়ে দেয়। পরে মূল ভবনেও অগ্নিসংযোগ করা হয়। এরপর উত্তেজিত জনতা ফার্মগেটে অবস্থিত ডেইলি স্টার কার্যালয়েও একই কায়দায় হামলা ও অগ্নিসংযোগ করে।

হামলার সময় উভয় ভবনে কর্মরত সংবাদকর্মীরা দীর্ঘক্ষণ ভেতরে অবরুদ্ধ হয়ে পড়েন। ভোরের দিকে তাদের নিরাপদে উদ্ধার করা সম্ভব হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে শুক্রবার সকালে ভবন দুটির সামনে বিপুল সংখ্যক আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে। ফায়ার সার্ভিসের কর্মীরা এখনো ডাম্পিংয়ের কাজ চালিয়ে যাচ্ছেন। অনাকাঙ্ক্ষিত এই ঘটনার জেরে শুক্রবার পত্রিকা দুটির কোনো সংস্করণ প্রকাশিত হয়নি।

হামলা চলাকালীন ডেইলি স্টার ভবনের সামনে নিউ এইজ সম্পাদক নূরুল কবীরকে একদল লোক নাজেহাল করে এবং তাকে ‘আওয়ামী লীগের দালাল’ বলে স্লোগান দেয়।

একই রাতে রাজধানীর ধানমন্ডিতে অবস্থিত সাংস্কৃতিক সংগঠন ছায়ানট ভবন এবং ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মৃতিবিজড়িত বাড়িতেও হামলা ও অগ্নিসংযোগ করা হয়েছে। এছাড়া চট্টগ্রাম ও রাজশাহীতেও উত্তপ্ত পরিস্থিতির খবর পাওয়া গেছে। চট্টগ্রামে ভারতীয় সহকারী হাইকমিশনারের বাসভবনেও হামলার ঘটনা ঘটেছে বলে জানা গেছে।

উল্লেখ্য, গত ১২ নভেম্বর বিজয়নগরে গুলিবিদ্ধ হওয়া ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি বৃহস্পতিবার সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। এই সংবাদের প্রতিক্রিয়ায় মধ্যরাত থেকে দেশজুড়ে বিক্ষোভ ও হামলার সূত্রপাত হয়।

এসপি

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত