ঢাকা, বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর ২০২৫, ৪ পৌষ ১৪৩২

৩-৪ দিনের মধ্যেই জানা যাবে নতুন প্রধান বিচারপতির নাম: আইন উপদেষ্টা

২০২৫ ডিসেম্বর ১৮ ১৮:০৮:২২

৩-৪ দিনের মধ্যেই জানা যাবে নতুন প্রধান বিচারপতির নাম: আইন উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক: উচ্চ আদালত থেকে সন্ত্রাসীদের ‘অস্বাভাবিক’ প্রক্রিয়ায় জামিন দেওয়া নিয়ে গভীর উদ্বেগ ও শঙ্কা প্রকাশ করেছেন আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল। তিনি বলেছেন, যেসব অপরাধী জামিন পেয়ে জুলাই গণঅভ্যুত্থানের নায়কদের হত্যা করতে পারে, তাদের জামিন দেওয়া হলে সেই হত্যার দায়ভার বিচারকদের ওপরও বর্তায়।

বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) সুপ্রিম কোর্টে বিদায়ী প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদের সঙ্গে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন। আজ ছিল প্রধান বিচারপতির শেষ কর্মদিবস।

আইন উপদেষ্টা বলেন, ‘হাইকোর্টের কিছু বেঞ্চ অস্বাভাবিকভাবে জামিন দিচ্ছে। এমনও নজির আছে যে, চার ঘণ্টায় ৮০০ জামিন দেওয়া হয়েছে। বিষয়টি নিয়ে আমি আগেও প্রধান বিচারপতিকে জানিয়েছিলাম, আজও জানালাম। প্রধান বিচারপতি ব্যবস্থা নিয়েছিলেন, এরপর প্রকোপ কিছুটা কমলেও তা এখনো অব্যাহত আছে।’

তিনি ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘আইন মন্ত্রণালয়ের হাইকোর্টের ওপর কোনো নিয়ন্ত্রণ নেই। কিন্তু ভারত থেকে পলাতক শেখ হাসিনা যখন জুলাই গণঅভ্যুত্থানকারীদের হত্যার হুমকি দিচ্ছেন, তখন তার অনুসারী সন্ত্রাসীরা যদি জামিন পায়, তবে তা অত্যন্ত আতঙ্কের বিষয়। একজন পটেনশিয়াল খুনিকে জামিন দিলে বিচারককে সেই খুনের দায়ভারের বিষয়টিও বিবেচনা করতে হবে।’

বিদায়ী প্রধান বিচারপতির ভূয়সী প্রশংসা করে আসিফ নজরুল বলেন, ‘জাতির এক ক্রান্তিলগ্নে তিনি দায়িত্ব নিয়েছিলেন। বিচার বিভাগীয় সংস্কারে তিনি অভিভাবকের ভূমিকা পালন করেছেন। তিনি বাংলাদেশের ইতিহাসের অন্যতম যোগ্য ও সৎ প্রধান বিচারপতি।’

পরবর্তী প্রধান বিচারপতি নিয়োগ প্রসঙ্গে তিনি জানান, বিষয়টি সরকারের নীতিনির্ধারণী পর্যায়ের। তবে আগামী তিন-চার দিনের মধ্যে দেশবাসী নতুন প্রধান বিচারপতির নাম জানতে পারবেন বলে আশা প্রকাশ করেন তিনি।

এসপি

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত