ঢাকা, বৃহস্পতিবার, ২৯ জানুয়ারি ২০২৬, ১৪ মাঘ ১৪৩২

নির্বাচনের মাধ্যমেই জনগণ নতুন দেশ গড়বে: মুক্তিযুদ্ধ উপদেষ্টা

২০২৫ ডিসেম্বর ১৪ ১১:৪৮:০৫

নির্বাচনের মাধ্যমেই জনগণ নতুন দেশ গড়বে: মুক্তিযুদ্ধ উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক: মুক্তিযুদ্ধ বিষয়ক উপদেষ্টা ফারুক-ই-আজম বলেছেন, জুলাই সনদের ভিত্তিতেই আগামীর বাংলাদেশ গড়ে উঠবে। নির্বাচনের মাধ্যমে দেশের জনগণ সেই কাঙ্ক্ষিত নতুন বাংলাদেশ নির্মাণ করবে।

রোববার (১৪ ডিসেম্বর) সকালে শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে রাজধানীর মিরপুর শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে জাতির শ্রেষ্ঠ সন্তানদের প্রতি শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

ফারুক-ই-আজম বলেন, ‘মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃত করার কোনো সুযোগ নেই। ইতিহাস তার নিজস্ব গতিতেই চলবে।’ এ সময় তিনি জানান, জুলাই গণঅভ্যুত্থানকালে যেসব স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে, সেগুলো সংস্কারের উদ্যোগ নেওয়া হবে।

এর আগে তিনি শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধের বেদিতে পুষ্পস্তবক অর্পণ করে ১৯৭১ সালের শহীদ বুদ্ধিজীবীদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন।

এসপি

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত